funny comment Bangla মজার লেখা ফানি কমেন্ট

প্রিয় বন্ধু! আমরা অনেকেই Facebook funny comment (কমেন্ট) করার চেয়ে কমেন্ট পড়তে বেশি মজা পেয়ে থাকি।। তাই বিভিন্ন বন্ধুর পোস্টে, গ্রুপ বা পত্রিকার কমেন্টবক্সে কমেন্ট পড়ার জন্যে প্রবেশ করি। তাই আপনাদের কথা ভেবে আমরা ফেসবুকের মজাদার বেশ কিছু কমেন্ট কালেক্ট করেছি। আসুন ‘মজার লেখা কমেন্ট “funny comment Bangla মজার লেখা ফানি কমেন্ট” শিরোনামের এই আর্টিকেলটি পড়ে আসি। Im sure হাসতে হাসতে আপনার পেট ব্যাথা করবে।

অত্র পোস্টে পাবেন (Facebook funny comment, fb comment) বাংলা ফানি কমেন্ট, হাসির কমেন্ট, বন্ধুর ছবিতে মজার কমেন্ট, হাস্যকর কমেন্ট, funny bangla comment text ইত্যাদি। তাহলে চলুন শুরু করা যাক।

#১
অসম্ভব ভাল ছবি। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভাল ছবি দেখলাম। একবিংশ শতাব্দীতে এধরনের ছবি আর আগে আসে নি। অনবদ্য এবং অসাধারণ। শুধু যে প্রাসঙ্গিক ও সময় উপযোগী ছবি তাই নয়, একেবারে অপরূপ সৌন্দর্যের মূলে কুঠারাঘাত করেছেন। তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই ছবির মাঝে আমি খুঁজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা । আর বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সূক্ষ্ম বার্তা। আপনার এই ছবি হতে পারে আই এস এর বিরুদ্ধে আমাদের রুখে দাড়ানোর অনুপ্রেরণা। হতে পারে ২০১৯ বিশ্বকাপ জেতার অনুপ্রেরণা। এই ছবি হতে পারে ২০৫০ সালের নতুন লায়লা মজনুর প্রেমের কারণ । আপনার এই ছবি হতে পারে বাংলাদেশের প্রথম অস্কার বিজয়ী ছবির অনুপ্রেরণা,, আপনার এই ছবি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক যেকোনো প্রক্ষাপট নিমিষে পাল্টে দিতে পারে,,,, এই ছবি দেখে একজন ক্ষুদার্থ ব্যক্তি সারাদিন না খেয়ে থাকার যন্ত্রণা নিমিষে ভূলে যেতে পারে, সৌন্দর্য দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার যে প্রয়োজন নেই তা আপনার ছবি দেখে আমি অনুধাবন করলাম, আমার ধারনা বিশ্বের বিখ্যাত সব সমালোচকদের এক সাথে করলেও এই ছবির কোন ভূল ধরতে পারবে না,,,, আপনাকে একটা কথা বলব ভবিষ্যতে এত সুন্দর ছবি দিয়েন না,, কারন সৌন্দর্যেরও কিছু লিমিট থাকা দরকার,,,, খুব বেশি কিছু বলবনা কারন আবেগে চোখে পানি চলে আসছে,,,,, পরে আবার টিস্যু পেপার লাগবে..

#২
ইহা আসলেই একটি দূর্দান্ত ছবি। অসাধারন মুখ ভঙ্গি ছবিটিকে আকর্ষনীয় করে তুলেছে। এমন পোজ জাতি আগে দেখে নাই। ছবিটির অসাধারন ব্যাকগ্রাউন্ড আমার মনকে ছুয়ে গেছে।ছবিটি ক্যামেরার অসাধারন ব্যবহার হয়েছে।সঠিক ভাবে ফোকাস এবং ফ্রেমিং করা হয়েছে।এই অসাধারণ ছবিটি যে তুলেছে তাকেও ধন্যবাদ জানাই।আর এই ছবির এডিট ছবির মাহাত্ব্য আরো বাড়িয়ে দিয়েছে। অসাধারণ এডিট! নামীদামি ফোটগ্রাফারের অনুপ্রানীত করবে এই সকল ছবি।মডেল হিংসার কারণ হবে এই ছবি। অসাধারণ মডেল,ফোটগ্রাফার ,লোকেশন এবং এডিটের মিলবন্ধনের কারণেই আমি এত সুন্দর ছবি দেখতে পাচ্ছি।ফেসবুকবাসী এমন ছবি আরো দেখতে চায়। রিয়েলদের এমন অসাধারন ছবি জাতি বারবার দেখতে চায়। সবশেষে কিছু আবেগিত সত্য কথা বলতে চাই।এত সুন্দর একটা ছবির পোস্টে কমেন্ট করতে পেরে আমি আজ আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি। প্রথমেই বলে নিতে চাই, পোস্টে কমেন্ট করাটা খুব সহজ কাজ ছিল না। আমার চারপাশের প্রত্যেকটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে আমায় সাহায্য করেছেন এ পোস্টে কমেন্ট করতে। এজন্য আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই স্যার মার্ক জাকারবার্গকে। উনি না থাকলে আমি আজ এ পোস্টে কমেন্ট করতে পারতাম না। এরপর আমি ধন্যবাদ দেব আমার দাদাকে। যার জন্ম না হলে আমার বাবার জন্ম হতনা। আর আমার বাবার জন্ম না হলে আমারও জন্ম হতনা। আর আমার জন্ম না হলে এ পোস্টে আমি কমেন্ট করতে পারতাম না। এরপর আমি ধন্যবাদ দিতে চাই আমি আমার জুতার ফিতাকে। একদিন জুতায় ফিতা বাঁধতে গিয়ে আমি একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। সেই দিন মারা গেলে আজ আমি পোস্টে কমেন্ট করতে পারতাম না। আমি আর কিছু লিখতে পারছি না। আপনার পোস্টে কমেন্ট করতে পেরে আমার উত্তেজনায় হাত কাঁপছে, আনন্দে আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে।

#৩
অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।
বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত।

#৪
সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্রসম লেখকের এই প্রতিবেদন খানা সাহিত্য পিয়াসীদের মনে নিগূড় যে বেদনার সৃষ্টি করিয়াছে তাহা কেবলমাত্র নব্য একবিংশীয় ধারার তত্ত্বীয় দর্শনের সহিতে প্রাচীন চন্ডী মঙ্গলীয় রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান পেটি বুর্জোয়াদের জলশুন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করিয়াছে…

#৫
এক গ্রামে দুই ভাই থাকত। একবার তাদের মাঝে খুব বড়সড় ঝগড়া হল। বড় ভাই রাগ করে জাপান চলে গেলো। ছোট ভাই চলে গেলো সুদান। সেখানে গিয়ে বিয়ে করলো। একটা ছেলে হলো। তারপর সে ছোট ভাই আবার দেশে ফিরে এলো। সবাই তাকে সুদানী ডাকা শুরু করলো। তাই তার ছেলের নাম হলো সুদানীর পোয়া। সেই সুদানীর পোয়া আর কেউ নয় এই পোস্টদাতা।

ছেলেদের ছবিতে ফানি কমেন্ট

#৬
এই সাংবাদিক এর ছোট্ট বাড়া
জিবনেও হয়না খাড়া
একটু দিলে নাড়া,
শুরু হয় পানি পড়া
তবুও রিপন ছন্দে সেরা

অল্প বয়সে পাকলে বাল
দুঃখ থাকে চিরকাল
বেলি ফুলের গন্ধে
সাংবাদিককে
চু*** দিলাম ছন্দে

বাগানে পাওয়া যায় ফুল ” দোকানে পাওয়া যায় কেচি” সেই কেচি দিয়ে কাটবো আমি এই সাংবাদিকের বিচি✂️ আম খাইলাম, জাম খাইলাম আরও খাইলাম লিচি যাদুঘরে যেন যত্ন করে রাখা হয় এই সাংবাদিক এর বিচি

#৭
লজিকালি ব্যাপারটা এমন না।
ব্যাপারটা যেমন ব্যাপারটা তেমন।যদি বলি বুঝবেন না না বললেও বুঝবেন না। তাই বলছিনা, বলার ইচ্ছা ছিল বাট বললে বুঝবেন কেম্নে না বললেও ত বুঝবেন না তাই বলছি ব্যাপারটা এমন না।বুঝবেন কিন্তু বুঝবেন না, এভাবে বুঝালেও বুঝবেন না।তাই যেভাবেই বুঝাই না কেন মূল কথা হল আপ্নি বুঝবেন না। তাই আর বুঝাইলাম না…!

#৮
একটি ঘোষণা, কমেন্ট এ তাড়াহুড়ো করতে গিয়ে কেউ বানান ভুল করবেন না। কমেন্ট পড়তে কষ্ট হয়। ধন্যবাদ।

#৯
সেন্টিখোররা পেইজে লাইক দিবেন।একজন দেয় নাই। সে এখন গুলিস্তানে তেইল্লাচোরা মারার ওষুধ বিক্রি করে এই কথা বইলা বইলা:
” জায়গায় খায় জায়গায় মরে। সোজা হইয়া খায় চিৎ হইয়া মরে। তেইল্লার ঘরের তেইল্লা, বাসা বাড়ি নষ্ট, দাদি চাচির মনে কষ্ট ”

আরও পড়ুন: ঈদ মোবারক স্ট্যাটাস, এস.এম.এস | ঈদ মোবারক পিকচার – Eid Mubarak Wishes

#১০
ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, ছার পোকা মারেন
জাদুর মলম ম্যাজিক মলম।
দাগ দিলেই মরে ঘষা দিলেই মরে।
চোরার ঘরের চোরা, তেইলা চোরা,
জায়গায় খায়,জায়গায় ব্রেক।
কাইত হইয়া খায় চিত হইয়া মরে,লাফাইয়া খায় দাপাইয়া মরে।
ময়নার মার ঘুম নাই, চখিনার মার খাতা নাই।
ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি,
ঔষুধ লাগান তারাতারি।
ধরা পরলে জামিন নাই, ইঁদুর তোর রক্ষা নাই।
একদাম ২০টাকা ২০টাকা২০টাকা

#১১
এত শখ করে একটা উপহার কিনলাম, লেখাটি পড়তে পড়তে, কখন যে রেখে, চলে এলাম ;
ভাই মন খারাপ করবেন না!
আরেকদিন দেব ; আজকে চলি কেমন….

#১২
এতো সুন্দর ও মধুর মতো একটা
নিউজ করার জন্য সাংবাদিকের
বিচির মধ্যে টুকা মারা হক..

#১৩
কিছু কিছু ভিডিও দেখলে ইচ্ছে করে নিজের বিচিতে নিজেই টোকা দিয়ে চমকে উঠি।

#১৪
অনেকদিন যাবৎ শীতের সোদনে বিচিগুলা ভিত্তরে হান্দাই গেসিলো

ভিডিওটা দেখে আবার বিচিগুলা গর্তের ভেতর থেকে বের হয়ে গেসে

ধন্যবাদ মাননীয় পোস্টদাতা

বোকা বানানোর মজার লেখা কমেন্ট

꧁মুরগির দুধ বেচে
ওয়াইফাই লাগাইছি
তোমাকে দেখার জন্য।꧂

꧁সুন্দর তবে আমার চেয়ে
কিন্তু বেশি না ❤️❤️꧂

꧁বাড়িতে Wifi লাগাইছি,
এরকম ছবি আরো চাই
পয়সা উসুল হয়ে যাবে꧂

꧁একদম ন্যাচারাল পুটু
একটুও এডিট/আটা ময়দা নাই꧂

꧁এতো জোস লাগছে
যে একটা কমেন্টে বলে
শেষ হবে নাহ্ কালকে
আবার আরেকটু বলে যাবো ꧂

꧁তোর ভাব দেখলে মন চায়
তোর হুগায় একটা
সুই ঢোকানুর
ব্যবস্থা করা হোক।꧂

꧁এমন পোষ্ট দেখলে
হাতুড়ি দিয়ে
পিটাইতে মন চায় ꧂

꧁দিঘীর মাঝে পদ্ম তুমি
ঘাসের ডগায় জল
তোমার পিক দেখে
আমার লাগছে টলোমল꧂

꧁তোমায় দেখলেই আমার
মনে আনন্দের ঘনঘটা
তীব্র বীর্যপাত sorry
বজ্রপাত শুরু হয়।꧂

꧁বারে বারে যতবার তোমায় দেখি
ততবারই তোমাতে মুগ্ধ হয়ে যায়
এই ভাবে তাকাই ও না নজর পরবে꧂

꧁খুব অন্যায় হয়েছে
শাস্তি হবে তোর
আমার ছবিতে হাহা দিসছ কে ꧂

꧁আকাশ ভরা তারা
আমার হো*গা মারা শারা
তুই একটা বেরা꧂

꧁মন চায় জুতা দিয়ে মেরে মুজা দিয়ে মুছে দেই ꧂

꧁অনেক ভালো বলছো সৃষ্টিকর্তা সহায় হোক꧂

꧁তোর মাথা পাগল হয়ে গেছে কুকুরের ইনজেকশন দেয়ে হোক ꧂

꧁বাবায় হরেক রকম পাগল দিয়া
মিলাইছে মেলা।।। বাবা তোমার
দরবারে সব পাগলের খেলা
তোমারা সবাই পাগল ꧂

꧁একটা কথা আছে না সৎ সঙ্গে বিরিয়ানি
অসৎ সঙ্গে বিড়িটানি
তাই তোমার অবস্তা হলো এমন꧂

꧁এমন পোষ্ট করলে সুটিয়ে লাল করে দেবো
নোংরামি বার করে দিবো
সময় আছে ভালো হয়ে যাও꧂

꧁ওসি প্রদীপের পক্ষ
থেকে তাদের জন্য সমবেদনা।
তোমার পোষ্ট দেখে শিহরিত꧂

Funny Comment Bangla (হাসির কমেন্ট)
꧁বাঙ্গালী জাতির ক্রাশ!
বাপের ও ক্রাশ /
ছেলের ও ক্রাশ

꧁লুংগি বিক্রি করে
বাড়িতে ওয়াইফাই
লাগাইছি।
শুধুমাত্র আপনার
এই পিকটা দেখার জন্য

꧁তোরি প্রেমে হয়েছি অন্ধ
সবি গিয়েছি ভুলে
শ্যামপু দিয়েছি মুখে
আর ফেসওয়াস দিয়েছি চুলে꧂

꧁বিশ্বের এক নম্বর
ফ্যাশনেবল ছবি꧂

꧁বহুত শান্তি পাইছি
কথা শুনে গুরু জি
তোমাকে নোবেল দেওয়া হোক꧂

মেয়ে পটানোর ফেসবুক কমেন্ট
꧁অনেক কষ্টে নিজেকে
সামলে নিয়েছি
তোমার রূপ দেখে আমি শিহরিত꧂

꧁কচি করে
মিল্কটা দেখা যাচ্ছে꧂

꧁প্রচুর শীত লাগছিল হঠাৎ
তোমার ফটো
দেখে গরম হয়ে গেলাম꧂

꧁তুমি সুন্দর তাই
চেয়ে থাকি বলো
একি মোর অপরাধ?


-মনোমুগ্ধকর
ছবি প্রিয়-

꧁অনেক সুন্দর
লাগের তোমাকে বেবি

꧁অসাধারণ
হয়েছে সুন্দরি

꧁ওর মহাসিন্ধু
চেহারা ললিতা

꧁ক্রাশকে দেখে
প্রতিনিয়ত ফিদা❤️

꧁পরিবেশ টা কুব টেশ
কোন বেজাল আছে

꧁অসম্ভব সুন্দর লাগে
দেখে মনটা ভরে যায়

꧁তোমাকে অসাধারণ
꧁ লাগছে সোনা
All the best

꧁হায়রে
নকশামি
সময় আছে
ভালো হয় যা

꧁আই ওয়ানা
কিচউউউউউ

꧁এই মায়াবি চোখ যতবার
দেখি ততবার ই ভাল লাগে ꧂

꧁এই রুপের জলক
আমাকে দেখিয় না꧂

꧁আহা সোনাগো আমার
কও কিউট লাগছে
সোনাটা কে

꧁তোমার ডান দিকে ভাব
তোমার বাম দিকে ভাব
সব মিলা পুরাই কাবজাপ

꧁উফ কি সুন্দর
লাগছে

꧁এই বয়েসে এইরকম
পিক দিয়ে ছেলেদের
ঘুম নষ্ট করে দিচ্ছ

꧁তুমি কেন এত সুন্দর
ও নির্দোষ দেখাচ্ছে
আমি তোমাকে
অনেক ভালোবাসি

꧁মন ভালো নেই
খুব মিস করছি তোমায়
অনেকদিন পর
খুব বেশি মনে পরছে

funny comment Bangla

#১৫
প্রচণ্ড মাথা ব্যথা করছিলো
কোনো ওষুধেই কাজ হচ্ছিলোনা,,
অতঃপর আমি এই পোষ্ট টা দেখলাম
এখন সাথে মাথা আছে কিনা সেটাই বুঝতে পারছি না
Again আমি fb তে বমি react এর অভাব বোধ করছি

#১৬
বইন রুচি না থাকলে রুচির সিরাপ খা। নাহলে রুচির চানাচুর খা। তা নাহলে একটু বিষ খা, তাও বইন একটু রুচি ঠিক কর।

#১৭
ব্রাউজিং করতে করতে হিরু আলমের গান টা সামনে আসাতে
শুনে ফেলছি,,
গায়ের সবকটি পশম দাঁড়িয়ে গেলো,
রাতে জর ও আসতে পারে,
কোমায় ও চলে যেতে পারি
সবাই দোয়া করবেন
গুড নাইট গায়েছ।

##অনলাইনে টাকা ইনকাম খুবই সহজ। জেনে নিন এখান থেকে##

#১৮
ভাই ছবিতে এইডা কেডা

এটা ভিনজগতের কোনো অদ্ভুত প্রাণী

#১৯
প্রথমে ভুলে স্যাড রিয়্যাক্ট পড়ে গেছিলো, পরে হা হা রিয়্যাক্ট দিতে গিয়ে দেখি এমবি শেষ, মাথা পুরাই নষ্ট…….. যে করেই হোক পোষ্টে হা হা দিতেই হবে।
ফ্লেক্সিলোড এর দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ, শেষমেষ দোকানের সার্টার ভেঙ্গে রিচার্জ করে পোষ্টে হা হা দিলাম।
ততক্ষনে পুলিশ বিষয়টা জেনে গেছে…….এখন দোকানের খুটির সাথে বাধা আছি, বেদম পিটানি খাচ্ছি……….তারপরও মনের মধ্যে শান্তি শান্তি লাগতাছে, পোষ্টে আমি হা হা দিতে পেরেছি।

#২০
এসব পোস্ট দেওয়ার জন্য তোর এক বিচি উত্তর দিকে আর এক বিচি দক্ষিন দিকে রাইখা মাঝখানে সাবমেরিন ব্লাস্ট করামু। এর পর বুঝবি চোদন কাহাকে বলে।

#২১
কর্তার ইচ্ছায় কর্তির অনিচ্ছায়
হস্তের উপরে হস্ত রাখিয়া
জোর করিয়া বস্ত্র খুলিয়া
একটি নির্দিষ্ট বিন্দু কে
কেন্দ্র করিয়া
একটি দন্ড দ্বারা
সমান তালে ঘর্ষণের ফলে
যে বর্ষন হয়ে নিগৃত সৃষ্ট বস্তুটি আর কেও নয় আজকের এই সাংবাদিক

#২২
চীনের একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন “অং চুং চা চাং চুং ফা”
অর্থাৎ-যে বাল তুমি ছিড়তে পারবেনা সেই বাল তুমি টানতে যেও না..!!

#২৩
~ কিছু সাংবাদিক এর news দেখলে
– গালি আমাকে জিজ্ঞেস করে May I Come In Sir

#২৪
বাহ! অসাধারণ পোষ্ট , আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ, আপনাকে জামালপুরের ডিসি, ফেনীর সিরাজউদ্দৌলা, ওসি মোয়াজ্জেম, বরগুনার মিন্নি, টেন্ডার কিং জি কে শামীম, ক্যাসিনো খালেদ ও সম্রাট, এমপি শামসুল, সানাই মাহবুব,রানু মন্ডল, নারী ব্যাবসায়ী পাপীয়া, ডা: সাবরিনা, সেফুদার এর পক্ষ থেকে, আন্তরিক
অভিনন্দন ও শুভেচ্ছা সহ স্বাগতম।

#২৫
গোবর একটা অদ্ভুত জিনিস!!
ভেজা থাকলে মাছের খাবার
শুকনো করলে জ্বালানি
গুঁড়া করলে জৈব সার
প্ল্যান্টে গেলে বায়োগ্যাস
ভারতে গেলে প্রসাদ
আর মাথায় গেলে হয় সাংবাদিক

#২৬
আপনার এই পোস্ট দেখে আমার পাশের বাসার পিছনের বাড়ির সামনের মাঠের ডানদিকের রাস্তার প্রথম বাসার ভাবীর বোনের শ্বশুরবাড়ির এক আত্মীয়ের একটা মুরগি ৩ টি ডিম একসাথে উপহার দিয়েছে। তাই তারা সকলেই আপনাদের কাছে কৃতজ্ঞ।

#২৭
ইলেক্ট্রনিক খুটির সাথে হেলান দিয়ে নিউজফিড পড়ছিলাম ।
হঠাৎ এই পোষ্ট টি দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করছিলাম
আশেপাশের মানুষ ভাবলো আমি কারেন্ট শক খাইছি
তাই এখন সবাই লাঠিপেটা করছে
ও মা ! ও বাবা ! ও আল্লাহ ! বাচাও!

#২৮
একদিন নদীতে সানিলিওন আর
মিয়া খলিফা গোসল করতে নেমেছে,,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,এইতো আপনার মনোযোগ দৃষ্টি আর্কশন
করতে পেরেছি
‘হ্যা ভাই হ্যা’ ৩০০টাকার এনার্জি লাইট এখন মাত্র ১০০ টাকা!
সাথে পাচ্ছেন ৬ মাসের গ্যারান্টি
শুধু মাত্র কোম্পানি প্রচারের জন্য!।

#২৯
কমেন্টে কিছু লিখলে যাতে ফ্রেন্ডলিস্টের অন্য কেউ সেটা দেখতে না পায়,
সেটার একটা অপশন ফেসবুক কর্তৃপক্ষের রাখা উচিত।
মান-সম্মানের ভয়ে মনের কথাগুলো বলতে পারিনা। বাল!

#৩০
প্রিয় সাংবাদিক ভাই-
★কাজ না থাকলে বাল ছিড়েন তাতে নিজের আগাছা পরিস্কার হবে।।
★নিউজ না পেলে গাঞ্জা গাছ লাগান, বৃক্ষরোপনের সাথে পিনিকও হবে।।
★কিছু করার না থাকলে পু *কির ভিতর আঙ্গুল দিয়া বসে থাকেন,তাতে বাথরুম ক্লিয়ার হবে।।
★একদম কোন কিছু করার মত না পেলে পাবলিক বাসে ফেরি করে কনডম বিক্রি করুন,তাতে দেশে আপনার মত ফাউলমার্কা সাংবাদিকের জম্মরোধ হবে!!

#৩১

পোস্টটা দেখে অনেকক্ষণ ভাবলাম, কিছুই বুঝতে পারলাম না। তারপর দিন রাত বই পড়ে গবেষণা করলাম, তাও কিছু বুঝলাম না। এলাকার গণ্যমান্য মুরুব্বিদের জিজ্ঞেস করলাম, তারাও ঘাবড়ে গেল, কিছুই বলতে পারল না। ড. মুহাম্মাদ শহীদুল্লাহর কাছে নিয়ে গেলাম, তিনি এটা দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং আইজ্যাক নিউটনের কাছে নিয়ে গেলাম, তারাও এর ব্যাখ্যা দিতে পারল না। শেষে পোস্টটা ই-মেইল করে মঙ্গলগ্রহের এলিয়ানদের কাছে পাঠালাম, বললাম এর সমাধান দিতে……… তারা কিছুক্ষণ আগে রিপ্লাই দিছে–“পোস্টকারী মানসিক রোগী।

ফেইসবুকের সবচেয়ে জনপ্রিয়/ফানি/মজাদার/অসাধারণ কমেন্টস্‌ কালেকশন

#০১

লিংকে ঢোকানোর জন্য যতই কৌতুহলী ক্যাপশন দেও না কেন,

লিংকে আমি ঢুকবো না।

প্রয়োজনে কমেন্ট সেকশন থেকে বিস্তারিত জেনে নেব। তবুও লিংকে ঢুকবো না

#০২

প্রিয় ভাই ও বোনেরা দয়া করে বিশুদ্ধ বানান শিখে তারপর ফেসবুকে আপনার কমেন্ট লিখুন,আবুলের মতো লাইক দিয়ে নিজে বেকুবের খাতায় নাম লেখাবেননা।

#০৩

আমি পাবনা মেন্টাল হাসপাতালের একজন দায়িত্বরত গার্ড বলছি। আমাদের গাফলতির কারনে পোস্টদাতাকে কয়েক দফা চিকিৎসা করিয়েও এনার উন্নতি হয়নি। সে কিছুদিন আগে আমাদের হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে এবং ফেসবুকে আবোলতাবোল বলছে। যার কারনে পাবলিকের অনেক সমস্যা হচ্ছে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের গালাগালি না করার জন্য অনুরোধ করছি। সঠিক সেবাযত্ন ও পরিচর্যা পেলে এই পাগলটাও একদিন আমাদের সাথে মিশতে পারবে।

#০৪

লুঙ্গী পড়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিলাম হঠাৎ সামনে পোষ্টটা আসল,আর আমি এটা দেখে হাসতে হাসতে ঘর থেকে বেড়িয়ে গেলাম।রাস্তায় হাটার সময় দেখি পাড়ার ভাবী আর বৌদিরাও আমার দিকে তাকিয়ে হাসে। ওদের পাত্তা না দিয়ে আমি চলে গেলাম বড় পুকুরে গোসল করার জন্য। ঘাটে উপস্থিত হতেই দেখি আরেক কান্ড!!মেয়েরা দেখি মুখে আচল গুজে মুচকি হেসে সবাই একপাশে সরে যাচ্ছেআমি ওদের দিকে নজর না দিয়ে গোসল করে লুঙ্গী কাচতে গিয়ে দেখি আমি জন্মদিনের পোষাক পড়ে চলে আসছি পুরাই লেগ্টা এখন আমাকে নিয়ে লোকজন পাবনার দিকে রওনা হচ্ছেবিদায় পিতিবি

#০৫

এই পোস্টে ৩ বার হাহা রিয়েক্ট দেওয়ার পর ও কেন রিয়েক্ট হচ্ছে না

যাক এইবার হইছে।

হাহা রিয়েক্ট দিতে গিয়া, এখন হাত বেথা করতাছে

#০৬

এ ধরনের সংবাদ পেতে সাংবাদিকের নিচের দুটি বেল আইকন এ টুকা দিয়ে সাথেই থাকুন

#০৭

ধাক্কা- ধাক্কী কইরেন না আস্তে আস্তে কমেন্ট করবেন.!
আগের- বার আমার জুতা ছিঁড়ে গেছিলো.!

#০৮

এই ধরনের পোষ্ট দেখলে শরীরে নতুন অনুভুতি জন্ম নেয়,শরীরের লোম দাড়িয়ে যায়…শরীরে মোটামুটি না পুরাপুরি একটা ভাব আসে।তাই অনুরোধ রইলো এই ধরনের পোষ্ট আরো আপলোড হোক।

#০৯

যারা কমেন্ট করছেন বা করবেন দয়া করে বানান ঠিক রাখুন! উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন নাহ।আমরা যারা কমেন্ট পড়তে আসি,আমাদের পড়তে বেশ অসুবিধা হয়।তাছাড়া যারা গালাগালি করবেন সিরিয়াল অনুসারে করুন। অতিরিক্ত হুড়োহুড়িতে প্যাচ বা বিষম খেতে পারেন।

ধন্যবাদ সবাইকে

#১০

৮ বছর যাবৎ আমি ফেসবুক ব্যবহার করি, কিন্তু এত অসাধারণ ছবি কখনোই দেখিনি। কবে শেষ কেঁদেছি মনে পড়ে না। কিন্তু সত্যি আজ এই ছবিটা দেখে কান্না আটকে রাখতে পারলাম না। মনকাড়া আর চমৎকার চুল এবং ফিনিশিং এর মাধুর্যের সাথে নিখুঁত পিক্সেলের দারুণ সাম্য এই ছবিটিকে প্রাণ দিয়েছে,আবার মায়াভরা চাহনি দিয়েছে এক আবেগঘন সৌন্দর্যের ইংঙ্গিত। এই ছবিটি যদি না থাকত তবে রবীন্দ্রনাথ আর নজরুল সাহিত্য রচনা করতে পারতেন না,মাইকেল মধুসূদন দত্ত বুঝতে পারতেন না তার ভুল।এই ছবি একাত্তরে মুক্তিযোদ্ধাদেরদিয়েছে দেশকে স্বাধীন করার প্রেরণা, যুগিয়েছে উদ্যম। আগের দিনের আলেকজান্ডার দি গ্রেটের কথা মনে আছে?উনার যুদ্ধ জয়ের রহস্য ও কিন্তু এই ছবিটিই। রহস্যজনক হলেও সত্য, মোনালিসার ছবিতে মোনালিসাকেও ঠিক এভাবেই হাসতে দেখা যায়। টাইটানিকের কথা মনে আছে? টাইটানিকের সাথেও এই ছবির এক বিরাট সংযোগ রয়েছে। যে এই ছবির তোলেছে এবং কাজ করেছে সত্যিই, স্যালুট আপনাকে, এবং প্রশংসানীয়!!!। যাই হোক লিখতে গেলে পাতা ফুরোবে কিন্তু প্রশংসার প্রতিলিপি ফুরাবে না!!!!! আবারো বলছি সত্যি মনোমুগ্ধকর ছবি। বাহ্ কি অবাক চাহনি।

#১১

এই ধরনের পোস্টদাতা দের বালে সুপার গ্লু লাগিয়ে দেওয়া উচিৎ।

যাতে করে এই ধরনের পোস্ট করা বাদ দিয়ে সারাদিন নিজের পেঁচানাে বাল গুলাে নিয়ে ব্যস্ত থাকে!

#১২

ঘুমাতে যাওয়ার আগে এমন একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়লাম। এখন আমার চোখে পানি, ঘুম বন্ধ ❎

#১৩

এই পোস্ট সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই তবুও ৪, ৫ টা পয়েন্ট উপস্থাপন করলাম

পড়ার জন্য ধন্যবাদ

#১৪

আমি স্বেচ্ছায়, সচেতনচিত্তে, স্বতঃস্ফূর্তভাবে এবং স্বতঃপ্রবৃত্ত হইয়া এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, রাষ্ট্রবিরোধী কোনো ক্রিয়াকলাপে কিংবা মতামতে আমার মৌন কিংবা প্রকাশ্য কোনোরূপ সমর্থন,সহযোগিতা,উৎসাহ কিংবা কৌতুহল নাই। কোনো ব্যক্তি,গোষ্ঠী বা প্রতিষ্ঠান এরূপ কোনো কিছু করিলে এবং আমি তথায় অনিচ্ছাকৃত দৈবক্রমে উপস্থিত হইলে উহার প্রতি তীব্র নিন্দা জানাই এবং নিজেকে উহা হইতে সম্পূর্ণরূপে মুক্ত ঘোষণা করি।

#১৫

পোস্টদাতা ভাই মানুষ হিসাবে অনেক ভালো ছিল।উনাকে অনেক মিস করবো।আল্লাহ উনার জান্নাত নসিব করুক।আমি পোস্টটা শেয়ার দিসি আপনারা দোয়া কইরেন আমারো যাতে জান্নাত নসিব হয়।
#১৬

ওরে ‘মঙ্গল গ্রহে’ পাঠাইয়া ‘এলিয়েন দিয়া চোদানো’ উচিত. যাতে বিদ্ধস্ত পুটকি নিয়া পৃথিবীতে ফিরে আসতে না পারে ।
#১৭

এই পোস্ট দেখে বিভিন্ন জেলায় ২৬ জনের মৃত্যু, ১শতাধিক মানুষ আহত অবস্থায় মেডিকেল এ ভর্তি!! কিছু মানুষ নিজেদের ঘরবাড়ি জায়গা জমি বিক্রি করে এমবি কিনে এই পোস্ট পড়ার ইচ্ছা পোষন করছে এখনো কয়েকজন যুবক অজ্ঞান অবস্থায় পুকুরে শুয়ে আছে হাজার খানেক মানুষ এখনো নিখোঁজ রয়ে গেছে আর কিছু মানুষ সেচ্ছায় পাবনা চলে গেছে আপনাদের অত্যাচার সহ্য করতে না পেরে

#১৮
প্রথমে আমি মনে করতাম সাংবাদিক হওয়া খুবই সহজ।
এখন দেখি না অনেক কঠিন কাজ।
প্রথমে আপনাকে একটি দোকানে যাইতে হবে,তারপর পাঁচ টাকা দিয়ে একটি ডারবি সিগারেট কিনতে হবে তারপর ওই সিগারেটের ভিতরে যতগুলো তামাক আছে সবগুলো একটু একটু করে বের করতে হবে।
এরপর ওই সিগারেট এর ভিতরে বিশেষ কিছু কিছু পাতা গুঁজে দিয়ে টানতে হবে,
তারপর মনে যা আসবে তাই রিপোর্ট করলে সাংবাদিক হওয়া যায়।

#১৯

সুধুমাত্র এই পোস্টে লাভ রিয়েক্ট দেওয়ার জন্য বাড়ির একমাত্র ডিমপাড়া মুরগি বিক্রি করে এমবি কিনে বসে আছি ,,,,,

#২০
যারা গালি দিয়ে ফেলেছেন, তারা প্লিজ লাইন থেকে সরে যান।
পেছনে এখনো অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে । সবাইকে গালি দেওয়ার সুযোগ করে দিন।
কেউ বিশৃংখলা করবেন না ।

#২১
এই রকম পোস্ট আরো পেতে পোস্টকারির প্যান্টের ভেতরের দুইটা বেল আইকন টিপে সঙ্গেই থাকুন…
-ধন্যবাদ!

#২২
আমার অর্ধেক জীবন যাচ্ছে দূর্নীতিবাজ সরকারী কর্মকর্তাদের আর সাংবাদিকদের গালি দিতে দিতে।

বাকি অর্ধেক জীবন যাবে এদের গালি দেওয়ার অপরাধে মোনাজাতে ক্ষমা চাইতে চাইতে

#২৩
ধুর বাই**ঞ্চদ।
উপরে আমি যে তোরে গালি দিলাম এটা তোর রাশিতে লেখা ছিলো। ধোণ্ট মাইন্ড।

#২৪
পায়ের জুতা হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেইনদিয়ে যাবেন☺️☺️ তাঁতে সমান সমান কিছু বাদাম পাবেনবাদাম বাদাম দাদা কাঁচা বাদামআমার কাছে নাই তো বুবু ভাজা বাদামআমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম

#২৫
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এসে বসলাম।কমেন্ট পড়বো বলে।আর কে কে এসেছেন?রিয়েক্ট মেরে বসে পড়ুন

#২৬
আজকাল পোস্ট পড়ে যে মজা পাই, তার চেয়ে অনেক গুন বেশি মজা পাই কমেন্ট পড়ে পড়ে। সব গুলো কমেন্ট মনযোগ সহকারে পড়লাম।

#২৭
সাংবাদিক ভাই এভাবে সুন্দর সুন্দর খবর দেবেন
তাতে সমান সমান বাদাম পাবেন।

#২৮
প্রথমেই ধন্যবাদ দিতে চাই পোস্টদাতার নানিকে…..কারণ তিনি পোস্টদাতার আম্মুকে জন্ম দিয়েছেন। তারপর ধন্যবাদ দিব পোস্টদাতার আম্মুকে…… কারণ তিনি পোস্টদাতাকে জন্ম না দিলে আমরা আজ এই পোস্ট দেখতে পেতাম না। তারপর ধন্যবাদ দিব মার্ক জুকারবার্গ কাকুকে,,,,কারণ তিনি ফেসবুক আবিষ্কার করে এই পোস্ট দেখার সুযোগ করে দিয়েছেন। সবশেষে ধন্যবাদ তাকে যিনি তার আজাইরা সময় ব্যায় করে এই কমেন্টটি পড়েছেন। Thank you….

#২৯
সা মা জি ক দু র ত্ব ব জা য় রে খে ফা ক ফা ক ক রে ক মে ন্ট ক রু ন
এ খ ন থে কে ক মে ন্ট ক রা র স ম য় এ ক টা অ ক্ষ র থে কে আ রে ক টা অ ক্ষ র ম ধ্যে দু র ত্ব ব জা য় রা খু ন -ভা লো থা কু ন সু স্থ থা কু ন.

#৩০
ই পোস্ট দেখে বিভিন্ন জেলায় ৬0 জনের মৃত্যু, ১শতাধিক মানুষ আহত অবস্থায় মেডিকেল এ ভর্তি!! কিছু মানুষ নিজেদের ঘরবাড়ি জায়গা জমি বিক্রি করে এমবি কিনে এই পোস্ট পড়ার ইচ্ছা পোষন করছে, এখনো কয়েকজন যুবক অজ্ঞান অবস্থায় রাস্তায় শুয়ে আছে.হাজার খানেক মানুষ এখনো নিখোঁজ রয়ে গেছে, আর কিছু মানুষ সেচ্ছায় পাবনা চলে গেছে আপনাদের অত্যাচার সহ্য করতে না পেরে । ধন্যবাদ এটা দেখে আমার কিডনিও হাহাকার করা শুরু করেছে।

#৩১
আলহামদুলিল্লাহ! আমার বাসায় কোন লোডশেডিং হয় না। কারেন্ট চলে গেলে পদ্মা সেতুর ছবি দেওয়ালে টাঙ্গিয়ে দিই, ওইখান থেকে আলো এসে পুরো ঘরকে আলোকিত করে। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন।❤️‍

Facebook Funny Comment Bangla

#০১

বাহ! অসাধারণ,,, আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ, আপনাকে জেকেজি চেয়ারম্যান সাবরিনা তরফ থেকে করোনা লাল গোলাপের শুভেচ্ছা আর বহুরূপী শাহেদের স্বাদর সম্ভাষণ .

#০২

আমার চাচা ১৯৮০ সালে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে থাইলেন্ডে যায় তারপর থেকে তিনি নিখোঁজ!! তিনি ওখানে যাওয়ার ৬ মাস পরে, একবার জাপানিজ ভাষায় একটা চিঠি দিয়েছিল। চিঠিতে লিখা ছিল সিং মাং খাং চাং চে‌ং চুং তার মানে আমি ফেরত না আসা পর্যন্ত সাংবাদিকদের (……?) বরাবর পাথর মারতে থাক তোরা!

শ্বশুর বাড়িতে ভুলে#০৩

সাংবাদিকের এক পা কুমিল্লা, আরেক পা কক্সবাজার বাইন্দা।
পাশ্ববর্তী দেশ নোয়াখালী থেকে দৌড়াইয়া আইসা বিচি বরাবর একটা কিক মারা উচিৎ।

#০৪
আমাদের দেশের সাংবাদিকরা যেভাবে নিউজ করে#শিরোনাম : নিউজ রিপোর্টারের বউকে পুকুরঘাটে একা পেয়ে ভরে দিল!#বিস্তারিত : এক সকালে নিউজ রিপোর্টারের বউ পুকুরঘাটে জলের কলসি নিয়ে গেল জল আনতে। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে জল ভরতে পারছিল না। একটি লোক সেটা দেখতে পেয়ে তার কলসি টি ভরে দিল।

#০৫
আম খাইলাম, জাম খাইলাম
আরও খাইলাম লিচি
যাদুঘরে যেন যত্ন করে রাখা হয়
এই সাংবাদিকের বিচি

#০৬
এটাও নিউজ,,
তুইও সাংবাদিক
হিরো আলম ও শিল্পী
টিকটকারাও অভিনেতা/ অভিনেত্রী
তামিমাও বউ
সৃজিতও স্বামী
জায়েদ ও সুপারস্টার…।।।

#০৭
পৃথিবীতে তিনটি কাজ করা একবারেই অসম্ভব..!!
১. হাতিকে কোলে বসানো..!!
২. পিঁপড়ার ঠোঁটে লিপিষ্টিক লাগোনো..!!
৩. সময় টিভির সাংবাদিক কে মানুষ বানানো..

#০৮
পাবনা মানসিক হাসপাতালের দৃষ্টি আকর্ষণ করছি -আপনাদের গাফিলতির কারণে আজ এগুলো দেখতে হচ্ছে ।

#০৯
গোবর এক অদ্ভুদ জিনিস।শুকিয়ে গেলে জ্বালানি, জমিতে গেলে জৈব সার, পানিতে গেলে মাছের খাদ্য! আর, মগজে গেলে হয় তোমার মত পাগল।

#১০
আমি জানি এখানে অনেক মেয়ে কমেন্ট পড়তে আসবে আর তাই সীমিত আকারে একটা কমেন্ট করে গেলাম হয়তো কোন মেয়ে আইসা প্রপোজ করলেও করতে পারে!
সব সময় হাসতে থাকো আশে পাশের মানুষ কনফিউজড হয়ে যাবে কিসের এত খুশি।

#১১

উল্টা-পাল্টা কিছু লিখতে পারিনা!

লিখলেও ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু-বান্ধবী, পরিবার, আত্মীয়-স্বজনরা দেখে ফেলে! এর জন্য মন খুলে লিখতে পারলাম নাহ! কিন্তু হ্যাঁ, মনে মনে অনেক কিছুই বলে গেলাম।

#১২

“আপনার রানে চুলকায় কানে চুলকায় কারনে অকারনে আঙ্গুলের চিপায় চাপায় চুলকায়। সারা শরিলে খাউজানি চুলকানি বিচি পাসরা গোটা গাটি ঘা পাসরায় ভরে গেছে। একটি পাগলা মলম আপনি ব্যাবহার করুন প্রতিটি মলমের দাম ২০টাকা ২০টাকা ২০টাকা।”

চর্ম রোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ, যখন চুলকানি শুরুহয় মনেহয় ৭০টাকা রোজের কামলা লইয়া চুলকাই কিজে ভালো লাগে চুলকাইতে। হায়রে মজার চুলকানি!!

চুলকাইতে চুলতাইতে চামড়া তুইড়া ফালাইছেন। ভালো জায়গা চুলকাইয়া ঘা কইরা ফালাইছেন চর্ম রোগ চুলকানি তো দূরের কথা একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারেনা একটি পাগলা মলম ব্যাবহারে।

চুলকাইতে চুলতাইতে চামড়া ছিলা ফালাইছেন দামি দামি লু্ঙ্গিগুলা এক সপ্তাহ পরতে পারের না ছুলকাইয়া ছিড়া ফালাইছেন। নতুন নতুন প্যান্টগুলার পকেট নাই চুলকাইতে চুলকাইতে ছিইড়া গেছে। টাকা পয়শা এদিকদিয়া তন ঐদিক দিয়া পড়ে, ডাইরেক্ট হইয়া গেছে চুলকানির যন্ত্রনায়!! আমি বলছি আসুনন আমার ভ্রাম্যমাণ গাড়ির নিকট। এখন চুলকানি আছে চুলকাইয়া মলমটা লাগাবেন ২মিনিট টাইম আপনার চুলকানি বন্ধ। তার পরে আর এমন ভিডিও বানাবেননা

#১৩

পোস্টটা দেখে অনেকক্ষণ ভাবলাম, কিছুই বুঝতে পারলাম না। তারপর দিন রাত বই পড়ে গবেষণা করলাম, তাও কিছু বুঝলাম না। এলাকার গণ্যমান্য মুরুব্বিদের জিজ্ঞেস করলাম, তারাও ঘাবড়ে গেল, কিছুই বলতে পারল না। ড. মুহাম্মাদ শহীদুল্লাহর কাছে নিয়ে গেলাম, তিনি এটা দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং আইজ্যাক নিউটনের কাছে নিয়ে গেলাম, তারাও এর ব্যাখ্যা দিতে পারল না। শেষে পোস্টটা ই-মেইল করে মঙ্গলগ্রহের এলিয়ানদের কাছে পাঠালাম, বললাম এর সমাধান দিতে……… তারা কিছুক্ষণ আগে রিপ্লাই দিছে–“পোস্টকারী কে জিজ্ঞেস করেন।”

#১৪

“লাঞ্চ টাইমের ১ ঘন্টা সময় পাই!

সেই মূল্যবান সময়ের কয়েক মিনিট সময় আমার নষ্ট করার জন্য তোর বুকে ঠাডা পড়ুক হ্লা।

#১৫

বাহ! অসাধারণ ভিডিও, আপনার জন্য থাকছে কেয়া কসমেটিক্স এর সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গান্জার গাছ, আপনাকে জামালপুরের ডিসি, ফেনীর সিরাজুদ্দৌলা, ওসি মোয়াজ্জেম, বরগুনার মিন্নী, টেন্ডার কিং জি কে শামীম, ক্যাসিনো খালেদ ও সম্রাট, এমপি শামসুল, সানাই মাহবুব, রানু মন্ডল, ডাঃ দিপু মনি (খালা),পরী মনি, হিরো আলম, পাপীয়া,ডাঃসাবরিনা, হেলেনা জাহাঙ্গীর ও সেফুদার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সহ স্বাগতম

#১৬

সাদিয়ার মা,,

তুমি এই পোস্ট দেখে থাকলে,

দয়া করে বাথরুমের দরজাটা খুলে দিয়ে যাও।

বাথরুমে শাম্পুর মতোন কি যেনো পড়ে ছিলো,

আমি পিছলা খায়ে পড়ে গেছি।।

প্লিজ সোনা আমার

বাংলা ফানি ফেসবুক কমেন্ট

#১৭

এতো সুন্দর ১টি পোষ্ট করার জন‍্য তুমি পেয়ে যাচ্ছ চাল ৩ কেজি।আলু ২ কেজি পেঁয়াজ ২ কেজি।হলদি গুড়ো ২৫০ গ্রাম।মরিচের গুড়ো ২৫০ গ্রাম।গরম মশলার প‍‍্যাকেট ১ টি।১ পেকেট বিস্কুট।TATA লবন ১ পেকেট।১ লিটার তেল (সাদা)।,,️ডিম ১ ট্রে (২৪)।,,#_১টি স‍্যানিটাইজার এবং ১ টি N95 মাস্কl

#১৮

পকেটের ভিতর হাত দিয়ে বিচি চুলকাতে চুলকাতে FB তে News Feed গুলো দেখতে ছিলাম! হঠাৎ আপনার এই post আসার কারণে ফোন হ্যাং হয়ে উপরে নিচে যাচ্ছে না।

রাগের চোটে হুম বাটনে জোরে চাপলাম। ওমা দেখি বাটনের পরিবর্তে নিজের বিচিতে চাপ দিয়েছি ওওমাগো চিক্কুর দিয়ে নিচে বসে গেলাম। এখন বাথরুমে বসে বিচিতে ঠাণ্ডা পানি ঢালতাছি

#১৯

শিরোনাম পড়ার সময় গা ছমছম করছিল কিন্তুু পুরোপুরি পড়ার পর সাংবাদিক ভাইকে যে গালি দিয়েছি তাতে আমার ইমান নষ্ট হয়ে গেছে।

#২০

ছোট বেলায় সাংবাদিকরে সাংঘাতিক পরে ফেলতাম ভুল করে,কিনতু না আসলে সাংবাদিক না হয়ে সাংঘাতিকই হবে।

#২১

ইলেক্ট্রনিক খুটির সাথে হেলান দিয়ে নিউজ দেকতেছিলাম ।☺ হঠাৎ এই নিউজটি দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করছিলাম আশেপাশের মানুষ ভাবলো আমি কারেন্ট শক খাইছি তাই এখন সবাই জুতাপেটা করছে ও মা ! ও বাবা ! ও আল্লাহ ! বাঁচাও…….

#২২

যত্নে রাখা চুল গুলো অচিরেই পড়ে যায়।।।অযত্নে রাখা বালগুলো টানলেও ছিড়ে না

#২৩

কবিতা

“বাল ছেড়া গেলো”

ছিড়িয়া বাল হয়নি আমি ক্ষান্ত

নিস্তব্ধ এই বাড়ার বাল

ছিড়িতে ছিঁড়িতে আমি ক্লান্ত।

অসহ্যে, বাল ছিড়িনি আমি

কেটেছি শুধু দাঁড়ি।

এখন আমার প্যান্ট পড়া দায়

শুধু বালের ছড়াছড়ি।

সতেজ বাল আমার করেছি রোপন,

বাড়া তোদের বালের বীজ লাগলে করিস টেলিফোন।

কবি হইয়াও হয়লাম নাহ্ উঠে গেলো পিটের ছাল,

একেকটা ছন্দ মিলাইতে

ছিড়ে গেলো কতো বাল।

#২৪

কোথায় হাসতে হবে একটু underline করে দিলে খুব উপকার হইতো

#২৫

এই পোস্ট দেখে

বিভিন্ন জেলায় ২৬ জনের মৃত্যু

শতাধিক মানুষ আহত অবস্থায় মেডিকেল এ ভর্তি!! কিছু মানুষ নিজেদের ঘরবাড়ি জায়গা জমি বিক্রি করে পালাইছে।

এখনো কয়েকজন যুবক-যুবতি অজ্ঞান অবস্থায় পুকুরে শুয়ে আছে

হাজার খানেক মানুষ এখনো নিখোঁজ রয়ে গেছে আর কিছু মানুষ সেচ্ছায় পাবনা চলে গেছে

#২৬

পুরো জাতি অস্থির হয়েছিল এ জাতীয় একটি আনন্দ সংবাদ শোনার জন্য!

গর্বে আমাদের চোখে পানি এসে গেল!

#২৭

আস্তে আস্তে চেনটা খুলে

হাতটা ভিতরে ঢুকিয়ে দয়ে

বইটা বের করে পড়তে বস

সবাই অন্যো রকম ভাবছে আমি শিয়র

#২৮

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ভিতর আছি

তাই হাসতে পারলাম না

যুদ্ধ শেষ হলে প্রাণ খুলে হাসবো

#২৯

হাসতে হাসতে পুটকির রগ ছিঁড়ে গেছিল৷ মেডিক্যালে এসে এখন সেলাই করালাম!

#৩০

জাতীয় পশুসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের বিরল প্রজাতির মানুষ যে কোন মুহূর্তে বিলুপ্ত হয়ে যেতে পারে তাই অবিলম্বে এদেরকে সংরক্ষণ করে জাতীয় জাদুঘরে মমি করে রাখার জোর দাবি জানাচ্ছি.

#৩১

সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্রসম লেখকের এই প্রতিবেদন খানা সাহিত্য পিয়াসীদের মনে নিগূড় যে বেদনার সৃষ্টি করিয়াছে তাহা কেবলমাত্র নব্য একবিংশীয় ধারার তত্ত্বীয় দর্শনের সহিতে প্রাচীন চন্ডী মঙ্গলীয় রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান পেটি বুর্জোয়াদের জলশুন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করিয়াছে…

#৩২

পোস্টটা দেখে অনেকক্ষণ ভাবলাম, কিছুই বুঝতে পারলাম না। তারপর দিন রাত বই পড়ে গবেষণা করলাম, তাও কিছু বুঝলাম না। এলাকার গণ্যমান্য মুরুব্বিদের জিজ্ঞেস করলাম, তারাও ঘাবড়ে গেল, কিছুই বলতে পারল না। ড. মুহাম্মাদ শহীদুল্লাহর কাছে নিয়ে গেলাম, তিনি এটা দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং আইজ্যাক নিউটনের কাছে নিয়ে গেলাম, তারাও এর ব্যাখ্যা দিতে পারল না।গেলাম ক্যারোলাস লিনিয়াসের কাছে।তিনি প্রশ্ন শুনেই স্ট্রোক করলেন। শেষে পোস্টটা ই-মেইল করে মঙ্গলগ্রহের এলিয়ানদের কাছে পাঠালাম, বললাম এর সমাধান দিতে……… তারা কিছুক্ষণ আগে রিপ্লাই দিছে–“আমরা এটা নিয়ে আরোও ৩ বছর আগে থেকে গবেষণা শুরু করেছি।”

facebook funny comment bangla বাংলা ফানি কমেন্ট

১। পাশে গার্লফ্রেন্ড ছিলো তাই ভাব দেখায়া ভিক্ষুকরে ১০০ টাকা দিছিলাম।ভিক্ষুক হাসতেছে আর আমারে কইতেছে, ভাইরে, এসব করেই আজ আমার এই দুরবস্থা।

২। লুঙ্গি পরে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম। হঠাৎ সামনে পোস্টটা আসলো, আর আমি এটা দেখে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় হাটার সময় দেখি পাড়ার ভাবি আর বৌদিরাও আমার দিকে তাকিয়ে হাসে, ওদের পাত্তা না দিয়ে আমি চলে গেলাম বড় পুকুরে গোসল করার জন্য, ঘাটে উপস্থিত হতেই দেখি আরেক কান্ড, মেয়েরা দেখি মুখে আঁচল গুজে মুচকি হেসে সবাই একপাশে সরে যাচ্ছে আমি ওদের দিকে মন না দিয়ে গোসল করতে লাগলাম। গোসল শেষে লুঙ্গি বদলাতে গিয়ে দেখি আমি আমার জন্ম দিনের পোশাক পরে চলে আসছি—পুরাই লেঙ্গটা। লোকজন এখন আমাকে নিয়ে পাবনার দিকে রওনা হচ্ছে। বিদায় পিতিবী।

৩। বোরখা পরে গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তার রাগ ভাঙানোর জন্যে। ওমা, এখন তার ভাই নাকি আমারে ছাড়া বাঁচবে না।

৪। শ্বশুর বাড়িতে ভুলে বউ ভেবে শ্যালিকার হাত ধরেছিলাম। এখন শাশুড়ি লালশাক, গুঁড়া মাছ দিয়ে বলে, জামাই তো চোখে কম দেখে।

৫। প্রতি মুহুর্তে রাজ আর পরীমনি কি করে দিন রাত তার আপডেট না দিয়ে বরং একটা সিসি ক্যামেরা তাদের বাসায় ফিট করে ফেসবুক লাইভ করে রাখলে আমাদের আরো সুবিধা হত এবং কিছু সাংবাদিকদের অমানুষিক শ্রম থেকে বাঁচানো যেত।

৬। ভাগ্যিস, রাজ পরিমনি ছিলো। তাদের কারণে অনেকে সাংবাদিকদের বাসায় চুলো জ্বলে।

৭। বউয়ের জন্যে শাড়িকাপড় চুরি করতে গিয়ে পুলিশের কাছে আটক হয় চোর। চোরকে আদালতে তোলা হয়। উকিল চোরকে জেরা করছে।
উকিল : ধর্মাবতার, এই লোকটা এক রাতে একই দোকানে ছ’বার চুরি করেছে। তার কঠিন সাজা হওয়া উচিত।
চোরঃ হুজুর, ছবার দোকানে ঢুকলেও চুরি করেছি মাত্র দুখানা শাড়ি। আর বাকি পাঁচবার বউয়ের পছন্দ না হওয়ায় শাড়ি বদলানোর দোকানে ঢুকতে হয়েছিল।
বিচারকঃ এ ব্যক্তি কারাগার থেকে বড় কারাগারে আছে। তার আর সাজা দরকার নাই। ওকে ছেড়ে দাও।

মেয়েদের ছবিতে ফানি কমেন্ট

৮। কমেন্ট পড়তে আসলাম। তোমাদের কমেন্ট পড়ে আমার অবুঝ মন বুঝদার হয়ে গেছে। তোমরা আমার বহুত বড় উপকার করলে। তোমাদের জন্য অনেক দোয়া। বেঁচে থাকো কেয়ামত পর্যন্ত। ধন্যবাদ।

৯। বিনোদনের ডিব্বা! আরেহ, আপনারা আছেন বলেই এত সমস্যার মাঝেও বিনোদন নিতে পারি।

১০। ব্রেকিং নিউজ! গাজা সংকটে বাংলাদেশ, মিলছে না কোথাও। পূর্বের মজুদকৃত কয়েকটি দোকানে সাংবাদিকদের উপচেপড়া ভিড়।

১১। মেয়াদোত্তীর্ণ গাঞ্জা কতটা ভয়াবহ তা এইরকম পোস্ট ও এইরকম সাংবাদিক না দেখলে কোনোদিন বুঝতে পারতাম নাহ।

১২। এই অষ্টমাশ্চর্য ঘটনার সাক্ষী হওয়ার জন্য সাংবাদিক ভাইকে আজীবন সম্মাননা দিয়ে জাতিকে ঋণমুক্ত করা হোক। এর জন্যে প্রতি জেলায়

১১ সদস্য বিশিষ্ট কমিটি করা উচিৎ। যেন কোনো ভাবেই সাংবাদিকের সম্মাননা হাত ছাড়া না হয়।

১৩। এই খবরে জাতি অনেক আনন্দিত। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এটা না জানলে এ জাতীর অপূরণীয় ক্ষতি হয়ে যেত। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যে এই সাংবাদিকের কাছে জাতী ঋণী হয়ে গেল। যেই ঋণ কোনো দিন শোধ হবে না।

১৪। একদিন ৩ জন লোক সমুদ্রে বেড়াতে গেলো। তন্মধ্যে একজন ভারতী। একজন পাকিস্তানি। একজন বাঙলাদেশী। হঠাৎ এক দৈত্য পানির ভিতর থেকে উঠে এলো !! তিনজনই ভীষণ ভয় পেয়ে অনেক কান্না করছে। ওদের কান্না দেখে দৈত্যের মনে মায়া লাগলো।
দৈত্য বললো: আমি তোমাদের একটা সুযোগ দিলাম। তোমরা পানিতে কিছু ফেলো, আমি আনতে পারলে তোমাদের খেয়ে ফেলবো।

-সর্বপ্রথম ভারতীয় লোক একটা বন্ধুকের গুলি ফেললো! দৈত্য সেটা খুঁজে আনল অতঃপর তাকে খেয়ে ফেলল।
-দ্বিতীয়ত পাকিস্তানি একটা সুই ফেলল। দৈত্য সেটা খুজে আনল অতঃপর তাকেও খেয়ে ফেলল। এবার বাংলাদেশির পালা। সে পানিতে মুতে দিল।মুত পানিতে মিশে গেল দৈত্য আর মুত আনতে পারল না। দৈত্যকে পরাজিত করে বীর বাঙালি বীরদর্পে চলে এলো।

১৫। বাংলাদেশের সব কিছুই উন্নতি হয়েছে। বাট মেন্টাল হসপিটাল একটাই।তাও আবার পাবনায়। প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে মেন্টাল হসপিটাল করার জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।

১৬। জীবনে গাঞ্জা খেয়ে যতটা সুখ ফিল করি তার চেয়ে বেশি ফিল করি সাংবাদিকের কিছু কিছু নিউজ দেখে। তাই গাঞ্জা খাওয়া বাদ দিয়া এখন নিয়মিত নিউজ দেখি।

১৭। ব্যাপারটা বুঝে আসছে না! রাস্তায় নরমালে বাচ্চা হয়। বাসে হয়। মেট্রোরেলে হয়। কিন্তু হসপিটালে সিজার ছাড়া বাচ্চা হয় না কেন।

১৮। ভাগ্যিস বাংলাদেশে বাস করি। নাহলে কত্তো বিনোদন যে মিস করতাম।

১৯। বাসায় ফিরছি। whatsApp এ চ্যাট করতে করতে ভুল করে কখন যে পাশের বাসায় ঢুকে পড়েছি বুঝতেই পারিনি। আশ্চর্য! সেই বাসার ভাবই আমাকে এক কাপ চাও দিয়ে গেল! সিরিয়াল দেখার ঘোরে বুঝতেও পারল না আমি তার স্বামী না! চা এ চুমুক দিলাম, এমন সময় উনার স্বামী বাসায় ঢুকে আমাকে দেখেই বললো ”সরি, ভুলে অন্য বাসায় এসে পড়েছি।” বলেই ফেসবুকিং করতে করতে বেরিয়ে গেল!!

২০। অন্যের খাতায় লিখে লিখে কলমের কালি কমিয়ে ফেললে নিজের খাতায় লিখতে গেলে কালি সংকট হবে এবং কলম দুর্বল হয়ে যাবে এটাই স্বাভাবিক। তাই যেখানে সেখানে কলম দিয়ে লিখে নিজের খাতা নিশ্চিত করে তবেই প্রচুর লেখালেখি করুন ও আনন্দে বাঁচুন।নইলে এমন ঘটনা ঘটতেই থাকবে।

২১। আব্বুকে বলেছিলাম টাকা দাও, আব্বু বলে কি করবি?
বললাম: বিরিয়ানি
আব্বু শুনল: বিড়ি-আনি।
তারপরই শুনি কানের উপর বজ্রধ্বনি।️ এখন আমি ডান কানে কম শুনি।‍♂

২২। সারারাত স্বপ্ন দেখলাম বিমানের জানালা দিয়ে মাথা বের করে সমুদ্র দেখছি। সকালে ঘুম থেকে উঠে দেখি ছেঁড়া মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে আছি! কেমনডা লাগে।

২৩। মাঝে মাঝে মনে হয় আমরা বৃটিশদের থেকে মুক্তি পাইনি, বরং বৃটিশরা আমাদের থেকে মুক্তি পেয়ে বেঁচে গেছে।

২৪। পৃথিবীতে চারটি কাজ করা অসম্ভব।এক. পিঁপড়ার ঠোঁটে লিপিষ্টিক দেওয়া।
দুই. হাতিকে কোলে বসানো।
তিন. মশাকে কাপড় পরানো।
চার. এ ধরনের পোষ্টদাতাকে মানুষ বানানো।

funny comments in bengali

২৫। ইজ্জতের ভয়ে মনের স্বাদ মিটাইয়া কমেন্ট করতে পারি না। এলাকার কেউ যদি সেই কমেন্ট দেখে ফেলে।

২৬। বাহ অসাধারণ
হারবাল ফার্মেসীর সৌজন্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি মহা মূল্যবান কৃমির ওষুধ। কারণ, কৃমি না কামড়ালে এই রকম কেউ করে না।

২৭। বিমানের জানালার পাশে বসে হাওয়া খেতে খেতে উগান্ডা যাচ্ছিলাম আর মোবাইল গুতাগুতি করছিলাম। হঠাৎ এই পোস্টটা আমার চোখে পড়ে। পোষ্টটা দেখে হাসির চোটে মোবাইলটা হাত থেকে ছুটে গেল। কিন্তু আমাকে তো হা হা দিতেই হবে। কী আর করার, জীবনের মায়া ভুলে গিয়ে লাফ দিলাম মোবাইলের পিছে। ৫ মিনিট উড়ার পর উত্তর বিষুব রেখা বরাবর ৪৫ ডিগ্রি অক্ষাংশে ভূ-তাপীয় অঞ্চলে এসে মোবাইলের নাগাল পাই। সাথে সাথে পোষ্ট এ হা হা দিয়ে দিলাম। এখন শান্তি লাগতেছে। এখনো নিচের দিকে পড়তেছি। নিচে সাগর দেখা যাচ্ছে। সাগরের হাঙ্গর হা করে আছে আমাকে খাওয়ার জন্য। আমার মনে হয় আমি আর বাঁচবো না, কিন্তু কোনো আফসোস নেই। আমিতো পোস্টে হা হা দিতে পেরেছি। এবার মরেও শান্তি পাবো।

২৮। জীবনের ঝুঁকি নিয়ে এত গুরুত্বপূর্ণ নিউজ করার জন্য সাংবাদিক সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৯। পাসপোর্ট ভিসা রেডি, টিকেটটা কনফার্ম হলেই বাংলাদেশটা তোদের দিয়ে বিদেশ চলে যাবো তোদের প্যারা আর নিতে পারছি না। মাফ করে।

বাংলা ফানি কমেন্ট, হাসির কমেন্ট

৩০। এক বিয়েতে খাবার না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছিলো। এক লোক বিরক্ত হয়ে বল্লো ভাইজান, গলায় পানি আটকে গেছে একটু বিরিয়ানি হবে!

৩১। একজন লোক কিছু জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন একটি গ্রুপে। তখন একব্যক্তি একটি মজার কমেন্ট করল:
“জি, আপনি সঠিক জায়গায় প্রশ্ন করেছেন। ধৈর্য ধরে অপেক্ষা করুন।বিজ্ঞানীগণ কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং আপনার প্রশ্নের স্টোমাক, কিডনি, লিভার, ফুসফুস সব একটা একটা করে খুলে খুলে চেক করে উত্তর দিবেন। আশা করি আপনার আর কোথাও যাওয়া লাগবে নাহ”।

৩২। বন্ধুর উপবৃত্তির ফর্মে দেখলাম তার ঘরে বিদ্যুৎ নাই। বাসায় গিয়ে দেখি দুই রুমে দুইটা এসি।

৩৩। ফেসবুক কোম্পানির কাছে আকুল আবেদন, কমেন্ট বক্সে ভয়েস সিস্টেম চালু করা হোক। লিখে লিখে মনের ভাব প্রকাশ করে কোলল পাওয়া যাচ্ছে না।

৩৪। আমার অর্ধেক জীবন যাচ্ছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা আর সাংবাদিকদের গালি দিতে দিতে। বাকি অর্ধেক জীবন যাবে এদের গালি দেওয়ার অপরাধে মোনাজাতে ক্ষমা চাইতে চাইতে।

৩৫। আমি জীবনে ফেইসবুক একাউন্ট খুলে মহা পাপ করেছি। না হলে এগুলো আজ দেখতে হতো না

৩৬। পশু হাসপাতাল এক অদ্ভুত জায়গা, এখানে চিকিৎসা হয় পশুর, আর খাতায় নাম লেখা হয় মালিকের।
যেমন,— নাম:সাদিয়া আক্তার।
সমস্যা: লেজে ঘা

প্রিয়মানুষের জন্যে প্রয়োজন পড়বে।দেখে নিন সেরা ৬০টি আনকমন জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

৩৭। গুলিস্তানের ভিড়ের মধ্যে হাটতেছি।হঠাৎ ফোনে কল আসল। ধরতে গিয়ে খেয়াল করলাম আমার পকেটে আরেকজেহাত। অবাক হয়ে তাকিয়ে ছিলাম লোকটার দিকে। দশ সেকেন্ড দুজন অবাক হয়ে চোখে চোখে তাকিয়ে অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলাম প্রায় বিশ সেকেন্ড। হঠাৎ লোকটা একটা মলিন হাসি দিয়ে বলল:

-ভাইজান আপনার ফোন এসেছিল।ভাবলাম এত ভিড়ে ফোন বের করতে কষ্ট হবে, তাই আরকি একটু সাহায্য করতেছিলাম। এই বলে ফোনটা আমার হাতে দিলো। আমার চোখে পানি চলে আসলো। আমি কিছু মা ভেবেই তাকে জড়িয়ে ধরলাম।

আপনার মতো কেউ ভাবে না আমার জন্য। চা খাবেন?

না ভাই সাহায্য এর বদলে কিছু নিলে পাপ হয়। আজ আসি অন্য একদিন দেখা হবে। তাকে বিদায় দিয়ে আসার সময় আকাশের দিকে তাকিয়ে ভাবলাম,মানুষ শুধু শুধুই গুলিস্তান নিয়ে উল্টাপাল্টা কথা বলে। এদের কি তারা দেখে না! সমাজ এতটাই খারাপ।

৩৮। স্ত্রী: রান্না কেমন হয়েছে?
স্বামী: অসাধারণ!
স্ত্রী: কিন্তু তোমার ছেলে যে বলল ভালো হয় নি!
স্বামী: ও তো ছোট মানুষ, এখনো বিয়ে করেনি। তাই কোথায় কি বলতে হয় জানেনা!☺

৩৯। জীবনে প্রথম যখন ফেইসবুক আইডি খুলি তখন খুঁজে খুঁজে আত্মীয় স্বজনদের এড করতাম, আর এখন খুঁজে খুঁজে ব্লক করি।

৪০। রাত দেড়টায় ছেলের প্রশ্ন, ‘বাবা আমার ভাইবোন নাই কেন?’ ☹️

দীর্ঘশ্বাস ফেলে বাবা বলল
‘বাপ তুই ঘুনা, তুই সময়মত ঘুমাসনা বলেই তোর ভাইবোন নেই।

৪১। তোমার পিরিয়ড এর তীব্র গন্ধ আমার নাকে ভাসলে হাসনাহেনা, শিউলি, বেলি, এমনকি পৃথিবীর সমস্ত ফুলের গন্ধ হার মেনে যায়।

৪২। সাদিয়া দের বাড়িতে প্রাইভেট পড়াতে গিয়েছিলাম। বিরিয়ানী রান্না হচ্ছে দেখে এক ঘন্টা বেশি পড়ালাম তারপরও খেতে দিলনাহ।

৪৩। পরিমণি বাংলাদেশের সাংবাদিকদের হৃদয়ে থাকবে সবসময়। কারন পরিমণি সাংবাদিকদের আবেগ,খুরাক ইত্যাদি!!‍♀️‍♀️

৪৪। অপারেশন টেবিলে ডাক্তারের স্ত্রী।
ডাক্তার স্বয়ং স্ত্রীর অপারেশন করবেন।পাশে দাঁড়িয়ে আছেন সুন্দরী কমবয়সী একজন নার্স। ডাক্তার স্ত্রীকে অজ্ঞান হবার ওষুধ দিলেন, কিন্তু স্ত্রী অজ্ঞান হলেন না। এই দেখে ডাক্তার আবার অজ্ঞান হবার ইনজেকশন দিলেন, কিন্তু এবারো কোনো এফেক্ট হলো না স্ত্রীর উপর। পরের পদক্ষেপ হিসেবে ডাক্তার স্ত্রীকে তীব্র ক্লোরোফর্ম শোঁকাবেন বলে মনস্থির করলেন। ক্লোরোফর্ম আনার জন্যে যখন ডাক্তার নার্সকে অনুরোধ করছেন, তখনই স্ত্রী বলে উঠল, “তুমি যতো চেষ্টাই করো না কেন, যতক্ষণ তোমার সাথে ঐ সুন্দরী দুই নার্স আছে, অজ্ঞান আমি কিছুতেই হবো না”।

৪৫। নিশ্চয়ই কোনো বড় ধরনের পাপ করছি,নাহলে শত শত পোষ্ট থাকতে এগুলাই ক্যান সামনে আসবে ভাই

৪৬। একদিন এক বিমানে করে ✈️
১.কোহলি
২.রুবেল
৩.মেসি
৪.নেইমার
৫.আর এক স্কুল ছাত্র যাচ্ছিল। হঠাৎ মাঝ আকাশে বিমানটি নষ্ট হয়ে গেল।বিমানে ছিল মাত্র ৪টি প্যারাসুট।
১ম: কোহলি : আমার যাওয়া দরকার।আমি মরে গেলে অনুষ্কার কি হবে? তাই বলে প্যারাসুট নিয়ে দিল লাফ
২য় : রুবেল : আমি হ্যাপির সাথে খুব অন্যায় করে ফেলছি। তারে সরি না বলে আমি মরে ও শান্তি পাব না। তাই বলে প্যারাসুট নিয়ে ইয়াহু।
৩য়: নেইমার: ভাই আমার ফ্যানদের ভালো কিছু উপহার না দিয়ে যেতে পারবো না। তাড়াহুড়া করে দিলো লাফ!বাকি আছে একটা প্যারাসুট।
৪র্থঃ মেসি: স্কুল ছাত্রকে বলল : তুমি যাও। আমি মরে গেলে আমার ভক্তরা আমাকে গর্বের সাথে স্মরণ করবে। তখন স্কুল ছাত্র বলল তার কোনো প্রয়োজন নেই বস ২টো প্যারাসুট ই আছে। নেইমার! হালায় তাড়াহুড়া করে আমার স্কুল ব্যাগ নিয়ে লাফ মারছে……..!

বাংলা ফানি কমেন্ট মজার লেখা কমেন্ট

৪৭। সাংবাদিকদের কি আর দোষ দিবো,বড় দোষ ত করছি আমি, ফেইসবুক একাউন্ট খুলে।

৪৮। গাঞ্জা নিয়ে ধরা খাওয়ার নিউজ পোস্টে এক রসিক লোকের কমন্ট: “গাজাপুলি পিঠার প্রধান কাঁচামাল এভাবে তাহাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ঠিক হয়নি।। সমাজের গাজাপুলি পিঠা বঞ্চিত মানুষগুলোর জন্যই তাহাদের এতো আয়োজন”।

বন্ধুর ছবিতে মজার কমেন্ট

আমি কাউকে বুদ্বি দেই না। একজনকে দিয়েছিলাম, সে এখন ভিক্ষা করে খায়।

Bangla Funny Comment -(Journalist)

৭। আম খাইলাম, জাম খাইলাম
আরও খাইলাম লিচি
যাদুঘরে যেন যত্ন করে রাখা হয়
এই সাংবাদিকের

৮। প্রথমে আমি মনে করতাম সাংবাদিক হওয়া খুবই সহজ।
এখন দেখি না অনেক কঠিন কাজ। প্রথমে আপনাকে একটি দোকানে যাইতে হবে, তারপর পাঁচ টাকা দিয়ে একটি ডাবরি সিগারেট কিনতে হবে তারপর ওই সিগারেটের ভিতরে যতগুলো তামাক আছে সবগুলো একটু একটু করে বের করতে হবে। এরপর ওই সিগারেট এর ভিতরে বিশেষ কিছু কিছু পাতা গুঁজে দিয়ে টানতে হবে, তারপর মনে যা আসবে তাই রিপোর্ট করলে সাংবাদিক হওয়া যায়।

৯। এটাও নিউজ,,
তুইও সাংবাদিক
হিরো আলম ও শিল্পী
টিকটকারাও অভিনেতা/ অভিনেত্রী
তামিমাও বউ
সিজুত ও স্বা
জায়েদ ও সুপারস্টার…।।।

১০। পৃথিবীতে তিনটি কাজ করা একবারেই অসম্ভব..!!
১. হাতিকে কোলে বসানো..!!
২. পিঁপড়ার ঠোঁটে লিপিষ্টিক লাগোনো..!!
৩. সময় টিভির সাংবাদিক কে মানুষ বানানো..

হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট – হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার

মেয়ে পটানোর ফেসবুক কমেন্ট

꧁অনেক কষ্টে নিজেকে
সামলে নিয়েছি
তোমার রূপ দেখে আমি শিহরিত꧂

꧁কচি করে
মিল্কটা দেখা যাচ্ছে꧂

꧁প্রচুর শীত লাগছিল হঠাৎ
তোমার ফটো
দেখে গরম হয়ে গেলাম꧂

꧁তুমি সুন্দর তাই
চেয়ে থাকি বলো
একি মোর অপরাধ?


-মনোমুগ্ধকর
ছবি প্রিয়-

꧁অনেক সুন্দর
লাগের তোমাকে বেবি

꧁অসাধারণ
হয়েছে সুন্দরি

꧁ওর মহাসিন্ধু
চেহারা ললিতা

꧁ক্রাশকে দেখে
প্রতিনিয়ত ফিদা❤️

꧁পরিবেশ টা কুব টেশ
কোন বেজাল আছে

꧁অসম্ভব সুন্দর লাগে
দেখে মনটা ভরে যায়

꧁তোমাকে অসাধারণ
꧁ লাগছে সোনা
All the best

꧁হায়রে
নকশামি
সময় আছে
ভালো হয় যা

꧁আই ওয়ানা
কিচউউউউউ

꧁এই মায়াবি চোখ যতবার
দেখি ততবার ই ভাল লাগে ꧂

꧁এই রুপের জলক
আমাকে দেখিয় না꧂

꧁আহা সোনাগো আমার
কও কিউট লাগছে
সোনাটা কে

꧁তোমার ডান দিকে ভাব
তোমার বাম দিকে ভাব
সব মিলা পুরাই কাবজাপ

꧁উফ কি সুন্দর
লাগছে

꧁এই বয়েসে এইরকম
পিক দিয়ে ছেলেদের
ঘুম নষ্ট করে দিচ্ছ

꧁তুমি কেন এত সুন্দর
ও নির্দোষ দেখাচ্ছে
আমি তোমাকে
অনেক ভালোবাসি

꧁মন ভালো নেই
খুব মিস করছি তোমায়
অনেকদিন পর
খুব বেশি মনে পরছে

facebook funny comment bangla

১|| পোস্টটা দেখে অনেকক্ষণ ভাবলাম, কিছুই বুঝতে পারলাম না। তারপর দিন রাত বই পড়ে গবেষণা করলাম, তাও কিছু বুঝলাম না। এলাকার গণ্যমান্য মুরুব্বিদের জিজ্ঞেস করলাম, তারাও ঘাবড়ে গেল, কিছুই বলতে পারল না। ভাষাবিদ ড. মুহাম্মাদ শহীদুল্লাহর কাছে নিয়ে গেলাম, তিনি এটা দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং আইজ্যাক নিউটনের কাছে নিয়ে গেলাম, তারাও এর ব্যাখ্যা দিতে পারল না। শেষে পোস্টটা ই-মেইল করে মঙ্গলগ্রহের এলিয়ানদের কাছে পাঠালাম, বললাম এর সমাধান দিতে…তারা কিছুক্ষণ আগে রিপ্লাই দিছে–“সাংবাদিক একজন মানসিক রোগী”।

২। চা ভেবে বিষ খেয়ে আমি যখন
হাসপাতালে হঠাৎ এই পোষ্ট দেখে
হাসতে হাসতে আমি বমি করে দিয়েছি,
এখন আমি আগের থেকে অনেক সুস্থ
আছি, ধন্যবাদ।।

৩। বইন! রুচি না থকলে রুচির সিরাপ খা। নাহলে রুচি চানাচুর খা। তা নাহলে একটু বিষ খা, তাও বইন একটু রুচি ঠিক কর।

৪।।পড়ে না Eye এর পলক!
What your রুপের ঝলক!
Please face it your!
একটু আঁচলে Cover!
আমি Sense হারাবো!
Died যাবো!
বাঁচাতে Can not কেউ!

৫। ফেসবুকে এই ধরনের ছবি আপলোড দিলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হবে।।বাণীতে: মাননীয় শিক্ষামন্ত্রী।

৬। দু ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া হয়। পরে এক ভাই কুয়েত চলে যায় আরেক ভাই সুদান চলে যায়। সে কিছুদিন পরে দেশে ফিরে আসলে তাকে সবাই সুদানি বলে ডাকতো। কিছু দিন পর সুদান ফেরত লোকটি বিয়ে করেন এবং তার এক ছেলে হয় আর সবাই তাকে সুদানির পুলা বলে ডাকে। সেই সুদানির পুলা হলো এই পোস্ট দাতা

৭। প্রচুর শীত লাগছিল হঠাৎ তোমার ফটো দেখে গরম হয়ে গেলাম।
৮। তোমার প্রেমে হয়েছি অন্ধ সবি গিয়েছি ভুলে, শ্যাম্পু দিয়েছি মুখে আর ফেসওয়াশ দিয়েছি চুলে।

৯। মোবাইল ছাড়া বাথরুমে গেলে, মনে হয় জরুরি ফাইল ছাড়া অফিসে বসে আছি

১০। বাথরুমের কথা সুনে মনে পরল এই ঘটনাটি—পত্রিকায় দেখলাম এক লোক জীবনে কখনো জুতা পায়ে দেয় নাই। কারণ হিসেবে তিনি বলেছেন “যে মাটিতে শেখ মুজিবুর রহমান শুয়ে রয়েছেন সেই মাটির উপরে কী করে জুতা পায়ে দিয়ে হাঁটি!” লোকটার আবেগ অনুভূতি দেখে শ্রদ্ধা হলো মানুষ একজন নেতাকে এত সম্মান করে? এরা আছে বলেই এখনো এদেশ টিকে আছে। হঠাৎ আমার সরল মনে প্রশ্ন জাগল “এই লোক কোন মাটির উপর পায়খানা করে?”

১১|| তোমার ঠোঁটগুলো বুলবুলি পাখির পাছার মতো লাল।

১২|| লজিকালি ব্যাপারটা এমন না।
ব্যাপারটা যেমন ব্যাপারটা তেমন। যদি বলি বুঝবেন না, বল্লেও বুঝবেন না। তাই বলছিনা, বলার ইচ্ছা ছিল But বললে বুঝবেন কেমনে না বললেও ত বুঝবেন না তাই বলছি ব্যাপারটা এমন না। বুঝবেন কিন্তু বুঝবেন না, এভাবে বুঝালেও বুঝবেন না। তাই যেভাবেই বুঝাই না কেন মূল কথা হল আপনি বুঝবেন না। তাই আর বুঝাইলাম না।

১৩|| ওমা! তোমার চেহারা থেকে ১০০ টাকার এনার্জি লাইটের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে।

১৪। কী গাঁজাখুরি কথা রে বাবা, নিশ্চয়ই তুই গাঁজা খাইছস।
১৫। নিশ্চয়ই একে বিষাক্ত পোকায় কামর দিছে। এই লোক পাবনা থেকে কবে ছাড়া পাইছে?

১৬|| শিরোনামঃ সাংবাদিকের বউকে পুরোটা ঢুকিয়ে দিলো এক যুবক। এবার শুনুন বিস্তারিতঃ সাংবাদিকের বউ বাজারে গিয়ে একটা লাউ কিনে সেটা তার ব্যাগের ভেতর ঢুকাতে পারছিল না। এক যুবক সেটা দেখতে পেয়ে লাউ টা তার ব্যাগের ভিতর ঢুকিয়ে দিলো। বর্তমানে সাংবাদিকদের নিউজ ঠিক এরকম। (ধন্যবাদ পড়ার জন্য)।

১৭|| সব দোষ পাবনা মেন্টাল হাসপাতালে দারোয়ানের, দায়িত্ব অবহেলার কারণে মাঝে মাঝে এসব পাগল বাহির হয়ে আসে।

১৮|| এসব লোকেরা মেয়াদোত্তীর্ণ গাজা কোথায় পায়?
১৯। পোস্ট দাতা হওয়া এত্ত সহজ না।পোস্ট দাতা হতে হলে প্রথমে পাড়ার মোড়ের টং দোকানে যেতে হয়। সেখান থেকে একটা সিগারেট কিনতে হয়। তারপর সিগারেটের ভেতরের জিনিসগুলো বেরে করতে হয়। তারপর কিছু প্রাকৃতিক মেয়াদোত্তীর্ণ লতাপাতা হাতের তালুতে নিয়ে ভালোভাবে মাজন করে উক্ত সিগারেটের ভেতরে ভরতে হয়।তারপর সুখটান দিতে দিতে ফেসবুক খুলে মনে যা আসে তা লিখে পোস্ট পোস্ট দিতে হয়। এত্ত সহজ না।☹️

২০| কিছু কিছু news দেখলে গালি আমাকে বারবার জিজ্ঞেস করে may i coming sir

২১|| যাদের গালি দেওয়া হয়ে গেছে তারা দয়া করে লাইন থেকে সরে যান। পেছনে এখনো অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তাদেরকে গালি দেওয়ার সুযোগ করে দিন। শৃঙ্খলা ভঙ্গ করবেন না। শুদ্ধভাবে গালাগালি করুন দেইখেন গালাগালি করতে গিয়ে বানান ভুল কইরেন না। সবশেষে তবারকের ব্যবস্থা আছে কেউ না খেয়ে যাবেন না।

২২। কানের নিচে এমন থাপ্পড় মারমু বিটিভির মতো ঝিরিঝিরি করবি

২৩। গোবর একটি অদ্ভুদ জিনিস রে ভাই।
পানিতে গেলে হয় মাছের খাদ্য
চুলায় গেলে হয় জ্বালানি,
জমিতে গেলে হয় জৈবসার,
ইন্ডিয়া গেলে হয় প্রসাদ
আর মস্তিষ্কে গেলে হয়
এদের মত তথাকথিত আর্জেন্টিনা/ব্রাজিল সাপোর্টার

২৪|| এই শীতে ভেসলিন না কিনে ঐ টাকা দিয়ে mb কিনছিলাম শুধু এই পোস্টটা দেখার জন্য। Facebook funny comment বাংলা

২৫|| বাহ! অসাধারণ আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ, আপনাকে জামালপুরের ডিসি, ফেনীর সিরাজউদ্দৌলা, ওসি মোয়াজ্জেম, টেকনাফের ওসি প্রদিপ বাবু, বরগুনার যিন্নি, টেন্ডার কিং জি কে শামীম, ক্যাসিনো খালেদ ও সম্রাট, এমপি শামসুল, সানাই মাহবুব,রানু মন্ডল, হিরো আলম পরীমনি এবং নারী ব্যাবসায়ী পাপীয়া, প্রতারক শাহেদ, ডক্টর সাবরিনা ও পাপলু সেফুদার পক্ষ থেকে, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সহ স্বাগতম।

২৬। আমি কাউকে বুদ্ধি দেই না, একজনকে দিয়েছিলাম, সে এখন ভিক্ষা করে খায়।। funny Bangla comment text

২৭|| উল্টা-পাল্টা কিছু লিখতেও পারি না। লিখলেও ফ্রেন্ড লিষ্টে থাকা ভাই- ব্রাদার্স, আত্মীয়-স্বজন দেখে ফেলে। এর জন্যে মন খুলে কিছুই লিখতে পারলাম নাহ। ছোট বেলায় কত কষ্ট করে মাতৃভাষার সব ধরনের চমৎকার চমৎকার গালি শিখেছিলাম, কিন্তু চর্চার অভাবে অধিকাংশ গালিই আজ ভুলে যেতে বসেছি।

২৮। আমি পাবনা মেন্টাল হসপিটালের একজন ডাক্তার। এরা সকলেই মানসিক রোগী এবং এরা সবাই এখন পলাতক
রয়েছে। আমি খুবই দুঃখিত আমার গাফিলতির কারণে আপনাদের এইরকম পোস্ট দেখতে হচ্ছে। খুব তারাতাড়ি এদের চিকিৎসার ব্যাবস্থা করা হবে। তাই আপনারা কিছুদিন আর এদের বিরক্ত সোজ্জ করেন। ধন্যবাদ

২৯। এসেছিলাম গালি দিতে কিন্তু এসে দেখি আমার চেয়েও বড় বড় গালিবাজরা এখানে উপস্থিত তাই ব্যর্থ হয়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
৩০। এরা কারা কোত্থেকে আসে ওরা?

৩১। চীনের একটি শহরের গল্প, পুরোটা পড়লে আপনার চোখে জল চলে আসবে…椭慭敲 敷止瑩札蟎楤滨 楬 歃牡氬晥潴敬鵄戠瑯潴牦浯幘幘幘潴 挖挖挖戾捡祉潲渼浩条眭扥楫楬 歃牡
札愅楤滨潴眕咚咚攣散散捡祉潲 渼 浩条攕洭 穡氣湩慥牧概敩瑮琨灯幘 檳檳椀椀椀曨慢 正牧椭慭 敷止瑩札蟎楤滨 楬牡氫晥“潴 敬瑪瑯 潴 牦浯 檳幘幘潴 椀椀戾捡祉潲 浩条 攕 眭扥楫楬 牡札蟎楤滨潴眕咚咚 攣散散戾捡祉潲 渼 浩 鏊椭慭敲 敷止 瑩札蟎楤滨 楬歃牡氬晥潴敬瑪瑯 潴牦浯檳 幘檳潴 婉婉婉戾捡 সবচেয়ে বেশি খারাপ লাগে ওইখানে যখন মেয়েটি ছেলেটিকে বললো,”晲潬摮 楬敮戭潬正漻敶晲潬 বাস্তবতা কতোটা কঠিন মাঝেমাঝে কিছু গল্প সত্যি ই আমাদের খুব কাঁদায়,আর কিছু বলতে পারছি না গল্পটি পড়ার পর আপনার অনুভুতি কেমন? আমার তো খুব খারাপ লেগেছে।

৩২। এই পোস্ট নিয়ে আমি যা বলতে চেয়েছিলাম তা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন এবং আমি যা বলবো ভাবছি তা আমার পরবর্তী বক্তা এসে বলবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি, ভালো থাকুন সুস্থ থাকুন।

৩৩। এরকম ছোট খাটো কাজে লিজেন্ডদের ডাকবেন না আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ থাকে!
“ধন্যবাদ” ইতি লিজেন্ড কমিটির সহ-সভাপতি।

৩৪। প্রশ্নঃ যখন ছেলেরা মেয়েদের উত্যক্ত করে তাকে ইভটিজিং বলে, আর মেয়েরা যখন ছেলেদের উত্যক্ত করে তখন তাকে কি বলে ?

ফানি কমেন্ট fb comment
৩৫। স্বামী স্ত্রী তুমুল ঝগড়া করার পর স্ত্রী বাপের বাড়ি চলে গেল।কিছুদিন পর স্বামী রাগ কমলে,স্বামি স্ত্রীর কাছে ফোন দিয়ে বলে,ভুল আমারি ছিল,তুমি চলে আসো।আর এমন হবেনা,কথা দিচ্ছ।।
স্ত্রী:তোমার আসে পাশে কোন গ্লাস আছে। স্বামি:হ্যা আছে।
স্ত্রী:গ্লাসটা হাতে নাও।
স্বামি:নিলাম।
স্ত্রী:এবার গ্লাসটাকে জোরে আছাড় মারো।
স্বামি:মারলাম।
স্ত্রী:এবার গ্লাসের ভাঙ্গা টুকরা গুলো জোরা দিতে পারবা।।
স্বামি:না পারবোনা।কারন গ্লাসটাতো ভাঙেনি,,ওটা ইস্টিলের গ্লাস ছিল।।
স্ত্রী:বাদর কোথাকার,, তোমাকে মানুষ করতে পারলাম না,,অফিস থেকে যাবার সময় আমাকে নিয়ে যেও।

৩৬। আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই বাটপাড়ি কথাটা কারা বেশি বলে..? ছেলে নাকি মেয়ে?

৩৭। কোনটা হারিয়ে গেলে আপনি
বেশি কষ্ট পাবেন? ১. মোবাইল ২. ফেসবুক ৩. টিভি ৪. ঘুম ৫. মা ৬. বউ ৭. গার্লফ্রেন্ড ৯. বন্ধু ৮. বয়ফ্রেন্ড ১০. টাকা।

৩৮। Propose. আপনি আপনার ভালবাসার মানুষ টাকে কী ভাবে propose করেছিলেন…?

মজার লেখা কমেন্ট

৩৯।ওয়াও নাইস! জোস, ওসাম,ওয়ান্ডার ফুল, বিউটিফুল, সাইফুল, শরীফুল, বকুলফুল, আশরাফুল, গোলাপফুল, জবা ফুল, গাদা ফুল, শাপলা ফুল, রজনীগন্ধা ফুল, বেলীফুল, ঘূর্ণিঝড়, নারগীস, তুফান, আগুন, ভূমিকম্প, বৃষ্টি, ঠান্ডা, বাতাস, বীজলি, আয়লা, আম্ফান, বুলবুল, সিত্রাং ইত্যাদি! ভালো হইতে টাকা লাগে না।

৪০। ঐ কপাল কখনো খারাপ হতে পারে না যে কপাল আল্লাহকে সিজদা করে না।

৪১। বাংলাদেশের সাংবাদিকদের শিরোনাম : ভোদায় আঙ্গুল দিয়া দুই তরুনী নিহত। বিস্তারিতঃ পঞ্চগড়ের ভোদা উপজেলার, আঙুল দিয়া গ্রামের দুই তরুণী নিহত।

৪২। এই ধরনের আরও সুন্দর সুন্দর পোস্ট পেতে পোস্ট দাদার প্যান্টের চেইন খুলে বেল আইকন দুটি শক্ত করে চেপে ধরুন এবং যতক্ষণ পর্যন্ত পটাশ করে শব্দ না হয় ততক্ষণ পর্যন্ত ধরে রাখুন। ধন্যবাদ সবাইকে!!!

৪৩। ইহা আসলেই একটি দূর্দান্ত ছবি। অসাধারন মুখ ভঙ্গি ছবিটিকে আকর্ষনীয় করে তুলেছে। এমন পোজ জাতি আগে দেখে নাই। ছবিটির অসাধারন ব্যাকগ্রাউন্ড আমার মনকে ছুয়ে গেছে। ছবিটি ক্যামেরার অসাধারন ব্যবহার হয়েছে।সঠিক ভাবে ফোকাস এবং ফ্রেমিং করা হয়েছে।এই অসাধারণ ছবিটি যেতুলেছে তাকেও ধন্যবাদ জানাই।আর এই ছবির এডিট ছবির মাহাত্ম্য আরো বাড়িয়ে দিয়েছে।অসাধারণ এডিট! নামীদামি ফটোগ্রাফারের অনুপ্রানীত করবে এই সকল ছবি। মডেল হিংসার কারণ হবে এই ছবি। অসাধারণ মডেল,ফটোগ্রাফার, লোকেশন এবং এডিটের মিলবন্ধনের কারণেই আমি এত সুন্দর ছবি দেখতে পাচ্ছি। ফেসবুকবাসী এমন ছবি আরো দেখতে চায়। রিয়েলদের এমন অসাধারন ছবি জাতি বারবার দেখতে চায়। সবশেষে কিছু আবেগিত সত্য কথা বলতে চাই। এত সুন্দর একটা ছবিত পোস্টে কমেন্ট করতে পেরে আমি আজ আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি। প্রথমেই বলে নিতে চাই, পোস্টে কমেন্ট করাটা খুব সহজ কাজ ছিল না। আমার চারপাশের প্রত্যেকটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে আমায় সাহায্য করেছেন এ পোস্টে কমেন্ট করতে। এজন্য আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই স্যার মার্ক জুকারবার্গকে। উনি না থাকলে আমি আজ এ পোস্টে কমেন্ট করতে পারতাম না। এরপর ধন্যবাদ দেব আমার দাদাকে। যার জন্ম না হলে আমার বাবার জন্ম হত না।আর আমার বাবার জন্ম না হলে আমারও জন্ম হত না। আর আমার জন্ম না হলে এ পোস্টে আমি কমেন্ট করতে পারতাম না। এরপর আমি ধন্যবাদ দিতে চাই আমি আমার জুতার ফিতাকে। একদিন জুতায় ফিতা বাঁধতে গিয়ে আমি একটা বড়দুর্ঘটনা থেকে বেঁচে যাই। সেই দিন যারা গেলে আজ আমি পোস্টে কমেন্ট করতে পারতাম না। আমি আর কিছু লিখতে পারছি না। আপনার পোস্টে কমেন্ট করতে পেরে উত্তেজনায় আমার হাত কাঁপছে, আনন্দে আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যাক আজ এ পর্যন্তই রেখে দিলাম বেশি লিখতে পারলাম না।

৪৪। ঘুমাইতে যাচ্ছিলাম,শুনলাম আপনি একটি ছবি পোষ্ট দিছেন। কিসের ঘুম কিসের কি- বিছানা রেখে চলে আসলাম
কমেন্ট করবো বলে, চাইনা আমি ঘুম! শুধু চাই আপনি প্রতিদিন এমন ছবি পোষ্ট করবেন, আমি লাইক কমেন্ট করবো। অসম্ভব ভাল ছবি। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভাল ছবি দেখলাম। একবিংশ শতাব্দীতে এ ধরনের ছবি আর আগে আসে নি।অনবদ্য এবংঅসাধারণ। শুধু যে প্রাসঙ্গিক ও সময় উপযোগী ছবি তাই নয়, একেবারে অপরূপ সৌন্দর্যের মূলে কুঠারাঘাত করেছেন। তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্য বাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই ছবির মাঝে আমি খুঁজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা। আপনার এই ছবি হতে পারে বাংলাদেশের প্রথম অস্কার বিজয়ী ছবির অনুপ্রেরণা। আপনার এই ছবি সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক যেকোনো প্রেক্ষাপট নিমিষে পাল্টে দিতে পারে। সৌন্দর্য দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার যে প্রয়োজন নেই তা আপনার ছবি দেখে আমি অনুধাবন করলাম, আমার ধারনা বিশ্বের বিখ্যাত সব সমালোচকদের এক সাথে করলেও এই ছবির কোন ভূল ধরতে পারবে না। ও খুব বেশি কিছু বলবনা কারন আবেগে চোখে পানি চলে আসছে। ইহা আসলেই একটি দূর্দান্ত ছবি। অসাধারন মুখ ভঙ্গি আর যথাযথ পোজ ছবিটিকে আকর্ষনীয় করে তুলেছে।এমন পোজ জাতি আগে দেখে নাই। ছবিটি ক্যামেরার অসাধারন ব্যবহার হয়েছে। যডেল হিংসার কারণ হবে এই ছবি অসাধারণ যডেল,লোকেশন এবং এডিটের মিলবন্ধনের কারণেই আমি এত সুন্দর ছবি দেখতে পাচ্ছি। ফেসবুকবাসী এমন ছবি আরো দেখতে চায় ৷

৪৫। সাংবাদিক ভাই, আমার গিটারের তার ছিড়ে গেছে এই কয়েক দিনের শীতে কম্বলের নিচে থেকে থেকে। এখন আর বাজানো সম্ভব না।

৪৬। প্রিয় সাংবাদিক ভাই-বোন
কাজ না থাকলে বাল ছিড়েন তাতে নিজের আগাছা পরিস্কার হবে।। নিউজ না পেলে গাঞ্জা গাছ লাগান, বৃক্ষরোপনের সাথে পিনিকও হবে।। কিছু করার না থাকলে পু *কির ভিতর আঙ্গুল দিয়া বসে থাকেন,তাতে বাথরুম ক্লিয়ার হবে।। একদম কোন কিছু করার মত না পেলে পাবলিক বাসে ফেরি করে কনডম বিক্রি করুন, তাতে দেশে আপনার মত ফাউল মার্কা সাংবাদিক জন্ম নিতে পারবেনা ৷

৪৭। টেনশন ও উত্তেজনা থাকবে না= নামাজ পড়লে।
সুস্থ থাকবেন= দৈনিক আট ঘন্টা ঘুম গেলে।
ত্বকের সমস্যা হবে না = দৈনিক ১২ গ্লাস পানি পান করলে। দূর্বলতা থাকবে না = দৈনিক চারটি খেজুর খেলে। ফ্যাট হবে না = দৈনিক ১টি লেবু খেলে।

রুক্ষ ও শুষ্ক চুল চান = শসা খান।
ক্যান্সারের আশংকা থাকবে না = দৈনিক পাঁচটি বাদাম খেলে। হাড়ের সমস্যা হবে না = দৈনিক একগ্লাস দুধ খান।
মুখে দূর্গন্ধ = কাঁচা পেয়ারা খান।
শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা =পেঁয়াজ খান।
মুত্র জনিত সমস্যা = মিষ্টি কমড়া খান।
হাড় ক্ষয় জনিত সমস্যা = আঙ্গুর খান।
নিউমোনিয়ায় ভুগছেন = কমলা খান।
জন্ডিসে ভুগছেন = ডালিম খান। ভালো লাগলে আমার ফেসবুক পেইজটি ফলো করুন।

৪৮। যেসব খাদ্য ওজন কমাতে সাহায্য করে—গাঁজর, তরমুজ, চিংড়ি,টক দই,কিচমিস, ফুলকপি শসা,স্ট্রবেরি, চেরি ফল, কফি,টমেটো,ডিম।

৪৯। তোরা চলে আয় মাদার*দ পাওয়া গেছে Funny comment

৫০। অনেক যত্নে রাখা চুলগুলো এমনিতেই চলে যায় আর অযত্নে রাখা বা*ল গুলো টানলেও ছিড়ে না

৫১। ভাবছিলাম আজকে থেকে ভালো হয়ে যাব। এই পোস্ট দেখার পরে আপাতত সিদ্ধান্ত পরিবর্তন করলাম।☹️

৫২। হিরো আলম,পরীমনি, রাজ, জায়েদ খান,অনন্ত জলিল,শাকিব খান,অপু বিশ্বাস,বুবলি,সিদ্দিক চোরা, সেফুদা, এদের যন্ত্রনায় ফেসবুক চালানো মুশকিল হয়ে পড়েছে। মানবতার দিকে তাকিয়ে সাংবাদিক ভাইয়েরা এদের খবর প্রচারণা বন্ধ করুন।

আরো পড়ুনঃ সেকেন্ড পার্ট new 50 facebook funny comment bangla বাংলা ফানি কমেন্ট আরো কছু মজাদার কমেন্ট
৫৩|| সবাই ধীরে সুস্হে গালাগালি করুন। কেউ ধাক্কাধাক্কি করবেন না। সামাজিক দুরুত্ব বজায় রেখে গালিগালাজ করুন।উত্তেজিত হয়ে গালাগালি করতে গিয়ে বানান ভুল করবেন না। কারণ আমরা কমেন্ট করতে আসি না, শুধুমাত্র পড়তে আসি। তাই এমনভাবে গালাগালি করুন যাতে আমাদের পড়তে অসুবিধা না হয়।

৫৪। ফানি কমেন্ট

”নিউটনের চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে চাই কোন গাছের নিচে বসবো পরামর্শ চাই”।
-টাকলা মুরাদ কমেন্ট করলো, ‘গাঞ্জা গাছের তলে’

পাঠক আশা করি funny comment bangla মজার লেখা কমেন্ট (৫৩ টি ফানি কমেন্ট হাসির কমেন্ট) পোষ্টটি পড়ে আপনার ভালো লেগেছে।

আরও পড়ুন: মেয়েদের ছবিতে ফানি কমেন্ট, বাংলা ফানি ফেসবুক কমেন্ট, ফানি বাংলা কমেন্ট, ছেলেদের ছবিতে ফানি কমেন্ট, অসাধারণ ফেসবুক কমেন্ট, মজার কমেন্ট, বন্ধুর ছবিতে মজার কমেন্ট, বাংলা সেরা কমেন্ট, bangla comment funny, bangla comment text, ইউনিক কমেন্ট, প্রশংসনীয় কমেন্ট, funny bangla comment text

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।