ICT তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর

ICT তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর

ICT তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:১। তথ্য প্রযুক্তি কী ?

উত্তর: কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে।

প্রশ্ন:২। যোগাযোগ প্রযুক্তি কী?

উত্তর: ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজী বলে।

প্রশ্ন:৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?

উত্তর: যেকোন প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেক্ট্রনিক্স প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী বলে।

প্রশ্ন:৪। ইন্টারনেট কী?

উত্তর: ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। অন্যভাবে বলা যায় – বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থার নামই ইন্টারনেট।

প্রশ্ন:৫। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

প্রশ্ন:৬। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কী?

উত্তর: আইবিএম-১৬২০ সিরিজ।

প্রশ্ন:৭। আউটসোর্সিং কী?

উত্তর: পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্য দেশের দক্ষ লোক দিয়ে করিয়ে নিচ্ছে এই ধরনের কাজগুলোকে বলা হয় আউটসোর্সিং।

প্রশ্ন:৮। কর্মসংস্থান কী?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, মোবাইল কোম্পানীসহ বিভিন্ন অফিসে কর্মসংস্থানের ব্যবস্থা করাকে কর্মসংস্থান বলা হয়।

প্রশ্ন:৯। কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

উত্তর: মানুষের চিন্তা- ভাবনাগুলো কৃত্রিম উপায়ের কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

প্রশ্ন:১০। রোবটিকস কী?

উত্তর: টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিকস বলে।

প্রশ্ন:১১। রোবট কী?

উত্তর: রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা; যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে অথবা এর কাজের ধরণ দেখে মনে হবে এর কৃত্তিম বুদ্ধিমত্তা আছে।

প্রশ্ন:১২। GPS এর পূর্ণরূপ কী?

উত্তর: GPS এর পূর্ণরূপ Global positioning System

প্রশ্ন:১৩। GSM এর পূর্ণরূপ কী?

উত্তর: GSM এর পূর্ণরূপ Global system for mobile communications

প্রশ্ন:১৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র-গুলো কী কী?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র হলো- কম্পিউটার, টেলিফোন মোবাইল, ফোন- ফ্যাক্স, মেশিন স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার লেমিনেটর, প্রজেক্টর, সিসিটিভি, আইপি- পিবিএক্স, সময় রেজিস্টার মেশিন প্রভৃতি।

প্রশ্ন:১৫। ওয়েব পেইজ কী?

উত্তর: ইন্টারনেটে বিশেষ পেইজে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায়, তাকে ওয়েব পেইজ বলে।

প্রশ্ন:১৬। নিউজ শব্দটির অর্থ কী?

উত্তর: নিউজ শব্দটির অর্থ হলো তথ্য বা সংবাদ।

প্রশ্ন:১৭। ব্লগার কাকে বলে?

উত্তর: যিনি ইন্টারনেটে ব্লগ পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।

প্রশ্ন:১৮। বারকোড কী?

উত্তর: বারকোড হলো এক প্রকার সাংকেতিক চিহ্ন, যার দ্বারা পন্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয়।

প্রশ্ন:১৯। অফিস অটোমেশন প্রচলন কখন শুরু হয়?

উত্তর: ১৯৭০ সালের দিকে অফিস-গুলোতে অটোমেশনের প্রচলন শুরু হয়।

প্রশ্ন:২০। অফিস অটোমেশন কী?

উত্তর: অফিস অটোমেশন হলো বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে (যেমন- কম্পিউটার, টেলিযোগাযোগ, ই- মেইল ইত্যাদি) কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা।

প্রশ্ন:২১। ফেসবুকের কাজ কী?

উত্তর: ফেসবুকের লগ ইন করা অবস্থায় একজন অন্যজনের সাথে চ্যাট করা, প্রোফাইল দেখা, ম্যাসেজ পাঠানো, ছবি পাঠানো, ছবিতে মন্তব্য লেখা এমনকি প্রোফাইলে ছবি যুক্ত করা যায়।

প্রশ্ন:২২। টেলিমেডিসিন কী?

উত্তর: টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মিডিয়া ব্যবহার করে দেশে বা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহনের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। বর্তমানে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রেই এই ব্যবস্থা রয়েছে।

প্রশ্ন:২৩। স্মার্টহোম কী?

উত্তরঃ স্মার্টহোম এমন একটি বাসস্থান যেখানে রিমোর্ট কন্ট্রোলিং এবং প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটি বাড়ির হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়। এটি একটি হোম অটোমেশন সিস্টেম।

প্রশ্ন:২৪। ভার্চুয়াল রিয়েলিটি কী?

উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশ সম্পর্কে বাস্তবের অনুকরনে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

প্রশ্ন:২৫। ভার্চুয়াল রিয়েলিটি কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ড্রাইভিং শেখা, ডাক্তারি, বিমান চালনা, যুদ্ধ প্রশিক্ষণসহ অন্যান্য বিভিন্ন শিক্ষামূলক কাজ করা যায়।

প্রশ্ন:২৬। E- mail কী?

উত্তর: Electronic Mail কে সংক্ষেপে E-mail বলা হয়। সনাতন ডাক ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল ডাক ব্যবস্থার পদ্ধতি হল ইলেক্ট্রনিক মেইল বা ই-মেইল। সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সমন্বয়ে গঠিত যা প্রেরিত তথ্য বিদ্যুৎ গতিতে প্রেরকের অনুপস্থিতিতেই তাঁর ব্যবহৃত আইডিতে নির্ভূলভাবে র্পৌছে দিতে সক্ষম।

প্রশ্ন:২৭। E- mail আদান- প্র্রদানের সফটওয়ারের নাম কী?

উত্তর: ই-মেইল আদান প্রদান জন্য কয়েকটি উল্লেখযোগ্য সফটওয়ার হলো- yahoomail, gmail, eudora, Outlook Express ইত্যাদি।

প্রশ্ন:২৮। ভিডিও টেক্সট কী?

উত্তর: টেলেক্স ব্যবহার করে আদান-প্রদান করা তথ্যের টেলিভিশন, কম্পিউটার বা যেকোন ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপটি হলো ভিডিও টেক্সাট।

প্রশ্ন:২৯। জিআইএস (GIS) কী?

উত্তর: জিআইএস এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি পরিবেশ তথা ভৌগলিক অবকাঠামো ও পারিপাশ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।

প্রশ্ন:৩০। বিশ্বগ্রাম কী?

উত্তর: বিশ্বগ্রাম (Global Village) হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।

ICT (Information and Communications Technology) -তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:৩১। বিশ্বগ্রাম কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

উত্তর: কানাডার বিখ্যাত টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক “মার্শাল ম্যাকলুহান” সর্বপ্রথম “গ্লোবাল ভিলেজ” কথাটি ব্যবহার করেন।

প্রশ্ন:৩২। তিনটি কমিউনিকেশনের নাম কী?

উত্তর: স্যাটেলাইট কমিউনিকেশন, টেলি কমিউনিকেশন ও ওয়্যারলেন্স কমিউনিকেশন।

প্রশ্ন:৩৩। ক্রায়োসার্জারি (Cryosurgery) কী?

উত্তর: ক্রায়োসার্জারি হচ্ছে চ‌রম ঠাণ্ডা বা বরফ শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক কোষ বা ট‌িস্যু ধ্বংস করার পদ্ধতি, য‌েখান‌ে তরল নাইট্র‌জেন বা অার্গন গ্যাস ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষ‌েত্র‌ে এটি ক্যান্সার অথবা ক্যান্সারের পূর্ব অবস্থার চিকিৎসায় ব্যবহার করা হয়।

প্রশ্ন:৩৪। কোন কোন চিকিৎসায় ক্রায়োসার্জারি করতে হয়?

উত্তর: লিভার ক্যান্সার, প্রোস্টেট, ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যন্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যাবহৃত হয়।

প্রশ্ন:৩৫। মহাকাশ অভিযান কী?

উত্তর: আকাশে দৃশ্যমান বস্তুগুলোর রহস্য আবিস্কারের উদ্দেশ্যে যে অভিযান বা ভ্রমণকেই মহাকাশ অভিযান বলে। সাধারণত মানব ও রোবট চালিত মহাকাশযানের মাধ্যমে এই অনুসন্ধান পরিচালিত করা হয়। ১৬৮৭ সালে ৫ই জুলাই স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম মহাকাশ তত্ত্বের বক্তব্য প্রকাশ করেন। বিংশ শতব্দীতে তরল জ্বালানির মাধ্যমে রকেট ইঞ্জিন নির্মিত হওয়ায় মহাকাশযাত্রার শুভ সূচনা হয়।

প্রশ্ন:৩৬। কে সর্বপ্রথম মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে?

উত্তর: ১৯৫৭ সালে ৪ অক্টোবর সোভিয়েত ইনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ “স্পুটনিক- ১” মহাশূন্যে প্রেরণ করেন।

প্রশ্ন:৩৭। সর্বপ্রথম মহাকাশযাত্রী কে?

উত্তর: ১৯৬১ সালে ১২ এপ্রিল ২৭ বছর বয়সী রাশিয়ান মহাকাশযাত্রী ইউরি গ্যাগরিন প্রথম মানব হিসেবে ”ভস্কট-১” এ করে ১ ঘন্টা ৪৮ মিনিটে একবার আবর্তন করেন।

প্রশ্ন:৩৮। নিল র্আমস্ট্রং কে?

উত্তর: নিল আর্মস্ট্রং ছিলেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক।

প্রশ্ন:৩৯। মঙ্গল অভিযানে পাঠানো রোবটের নাম কী?

উত্তর: ৬ নভেম্বর ২০১২ সালে নাসার ”কিউরিসিটি” রোভারটি মঙ্গলে প্রেরণ করে। খরচ হয় ২.৫ বিলিয়ন ইউএস ডলার, ওজন ২০০০ পাউন্ড, যেতে সময় নেয় ১ বছর এবং জ্বালানী হিসেবে ব্যবহৃত হয় রেডিওআইসোটপ থার্মোইলেকট্রিম জেনারেটর (আরটিজি)।

প্রশ্ন:৪০। বায়োমেট্রিক্স কী?

উত্তর: বায়োমেট্রিক্স মানুষের শারীরবৃত্তীয় ও আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কোথাও প্রবেশ নিয়ন্ত্রনে ব্যবহৃত হয়।

প্রশ্ন:৪১। বায়োইনফরমেটিক্স কী?

উত্তর: বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হলো এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যাবহার করে জীববিজ্ঞানের সমস্যা-সমূহ সমাধান করা হয়।

প্রশ্ন:৪২। বায়োইনফরমেটিক্স ব্যবহৃত সফটওয়্যারগুলো কী কী?

উত্তর: বায়োইনফরমেটিক্সের জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো- Java C, C++, Python, SQL, C#, XML, Perl, CUDA, MATLAB, Spreadsheet applications (MS- Excel)

প্রশ্ন:৪৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জেনেটিক পরিবর্তন, যা বায়োটেকনোলজির মাধ্যমে জীবদেহে পরির্বতন ঘটিয়ে থাকে।

প্রশ্ন:৪৪। ন্যানো টেকনোলজি কি?

উত্তর: ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজি পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রন করার বিদ্যা।

প্রশ্ন:৪৫। ন্যানো প্রযুক্তি জনক কে?

উত্তর: রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।

প্রশ্ন:৪৬। ন্যানোমিটার কাকে বলে?

উত্তর: এক মিটার এর ১,০০০,০০০,০০০ (১০০ কোটি) ভাগের ন্যানোমিটার বলা হয়।

প্রশ্ন:৪৭। মোবাইল ফোন কী? আধুনিক মোবাইল ফোনের সুবিধা কী?

উত্তর: মোবাইল ফোন হল‌ একটি ইলেকট্রনিক ডিভাইস যা বেস স্টেশনের একটি সেলুলার ন‌েটওয়ার্ক‌ের মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেশন্সে ব্যবহার করে থাকে। এ ফোনকে মোবাইল, সেলুলার ফোন, সেলফোন নামেও ডাকা হয়। আধুনিক মোবাইল ফোনগুলো বিভিন্ন ধরনের সেবা যেমন- মোবাইল থেকে ই-মেইল, ইন্টারনেট, এসএমএস, জিপিআরএস, এমএমএস, ভয়েস কল, মুহুর্তে মধ্যে টাকা পাঠানো ইত্যাদি নানামুখী সুবিধা প্রদান করছে।

প্রশ্ন:৪৮। টেলিকনফারেন্সিং কী? টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন কে, কত সালে?

উত্তর: টে‌লিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও- মডেম- ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ – বিদেশের বি‌ভিন্ন স্থান থে‌কে কোন সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে টেলিকনফারেন্সিং। মরি টারফ ১৯৭৫ সালে টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন।

প্রশ্ন:৪৯। টেলিকনফারেন্সিং কত প্রকার?

উত্তর: টেলিকনফারেন্সিং ৩ প্রকার যথা- ১। পাবলিক কনফারেন্স ২। ক্লোজড কনফারেন্স ৩। রিড অনলি কনফারেন্স

প্রশ্ন:৫০। ভিডিও কনফারেন্সিং কী ?

উত্তর: ভিডিও কনফারেন্সিং হলো একসারি ইন্টারঅ্যাকটিভ টেলিযোগাযোগ প্রযুক্তি যেগুলো দুই বা ততোধিক অবস্থান হতে নিরবচ্ছিন্ন দ্বিমুখী অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপনের সুযোগ দেয়।

প্রশ্ন:৫১। ভিডিও কনফারেন্সিং সংযোগে কী লাগে।

উত্তর: ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যাপচার কার্ড সাউন্ড কার্ড স্পীকার,মাইক্রোফোন, মাল্টিমিডিয়া কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন/ ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় সফটওয়্যার ইত্যাদি।

প্রশ্ন:৫২। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে চালু হয়?

উত্তর: ১৯৯৬ সালের ৪ জুন।

প্রশ্ন:৫৩। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: স্টিভ চ্যাল ও জাভেদ করিম।

প্রশ্ন:৫৪। বুলেটিন বোর্ড কী?

উত্তর: বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড, যা কেন্দ্রিয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটারও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।

প্রশ্ন:৫৫। এক্সপার্ট সিস্টেম কী?

উত্তর: কোন বিষয়ের ওপর বিশাল তথ্য সংগ্রহ করে ঐ বিষয়ের ওপর যেকোন প্রশ্ন কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থ্য রাখা হয়। এ ধরনের ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে।

প্রশ্ন:৫৬। রিজার্ভেশন সিস্টেম কী?

উত্তর: রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক উপায়ে আসন ব্যবস্থা কর।

প্রশ্ন:৫৭। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কী?

উত্তর: আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করা হয়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে।

প্রশ্ন:৫৮। ATM কী?

উত্তর: ATM দ্বারা বোঝায় Automated Teller machine. এটি একটি স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থাব্য। এর মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়।

প্রশ্ন:৫৯। স্যাট‌লাইট কী ?

উত্তর: পৃথি‌বীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার/ ট্রান্সমিটার হলো স্যাট‌লাইট।

প্রশ্ন:৬০। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?

উত্তর: সুপার কমপিউটার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:৬১। স্কাইপি (Skype) কী?

উত্তর: স্কাইপি হলো একটি ফ্রি ভিওঅইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সফটওয়্যার। অন্যভাবে বলা যায়- স্কাইপি হলো ভিডিও চ‌েটিং সফটওয়্যার।

প্রশ্ন:৬২। ICT তে কর্মসংস্থানের একটি উদাহরণ দাও?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত টাকা আদান-প্রদানে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কর্মসংস্থানের বহুমূখী ক্ষেত্র সুষ্টি হয়েছে।বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনের সেবা প্রদানে রিচার্জ করার জন্য প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে।

প্রশ্ন:৬৩। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?

উত্তর: পিপীলিকা।

প্রশ্ন:৬৪। ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বোঝ?

উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হয়ে, বাস্তবতার অনুকরনে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনূভূতি প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

প্রশ্ন:৬৫। Artificial Intelligent বলতে কী বোঝ?

উত্তর: বুদ্ধিমত্তা চিন্তা করার ক্ষমতা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘদিনের প্রচেষ্টায় যন্ত্রের মধ্যমে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সমর্থ হয়েছেন। এটি মূলত Artificial Intelligent বা কৃত্তিম বুদ্ধিমত্তা। অন্যভাবে বলা যায় মানুষের চিন্তা-ভাবনাগুলো কৃত্তিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেয়াকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলে।

প্রশ্ন:৬৬। সফটওয়্যার পাইরেসি কী ?

উত্তর: প্রস্তুতকারীর বিনা অনুমোতিতে কোন সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরন করা কিংবা কোন প্রকারে পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে সফটওয়্যার পাইরেসি বলে।

প্রশ্ন:৬৭। সাইবার আক্রমন কী ?

উত্তর: সাইবার আক্রমন হলো কোন কম্পিউটারের নিয়ন্ত্রন অর্জনের প্রচষ্টা এবং কোন ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধিকে ট্রাক করা অর্থ্যাৎ তাদের ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতির উদ্দেশ্য আক্রমন করা।

প্রশ্ন:৬৮। সাইবার ক্রাইম কী?

উত্তর: ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম বা অপরাধ সংঘটিত হয় তাকে সাইবার ক্রাইম বলে।

প্রশ্ন:৬৯। হ্যাকিং কী ?

উত্তর: প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যাতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার হতে প্রয়োজনীয় ফাইল চুরি করাকে হ্যাকিং বলে।যে এই কাজটি করে তাকে হ্যাকার বলে।

প্রশ্ন:৭০। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?
উত্তরঃ ব্লাক হ্যাট হ্যাকার।

প্রশ্ন:৭১। কম্পিউটার ভাইরাস কাকে বলে?

উত্তর: VIRUS এর পূর্ণনাম Vital Information Resource Under Seize।কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের অনিষ্টকারী প্রোগ্রাম।ইহা কম্পিউটারের স্বাভাবিক প্রোগ্রামগুলোর কাজে বিঘ্ন ঘটায়।ভাইরাসের প্রথম ভয়ংকর দিকটি হচ্ছে এরা কম্পিউটার ব্যবহারকারীর অগোচরে নিজেরা নিজেদের কপি তৈরি করতে পারে।

শুধু তাই নয়, এরা অন্য একটি প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়ে নিজেদের লুকিয়ে রাখতে পারে। ভাইরাস সাধারণত সিডি, ইমেইল বা কোন একটি প্রোগ্রামের অংশ হিসেবে কম্পিউটারে ঢুকে তথ্য মুছে ফেলা থেকে শুরু করে, অপারেটিং সিস্টেম অকেজো করে দেওয়া বা মুছে ফেলা, অন্য সিস্টেমে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

প্রশ্ন:৭২। Mydoom Worm কী?

উত্তর: কম্পিউটার ভাইরাস।

প্রশ্ন:৭৩। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে?

উত্তর: Mydoom Worm.

প্রশ্ন:৭৪। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?

উত্তর: ২,৫০,০০০।

প্রশ্ন:৭৫। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে?

উত্তর: Microsoft.

প্রশ্ন:৭৬। Melissa Virus তৈরী করেন কে?

উত্তর: ডেভিড স্মিথ।

প্রশ্ন:৭৭। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল?

উত্তর: ১০ বছরের জেল।

প্রশ্ন:৭৮। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?

উত্তর: এন্টিভাইরাস।

প্রশ্ন:৭৯। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়?

উত্তর: নভোযান-এ।

প্রশ্ন:৮০। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়?

উত্তর: তৃতীয় পজন্মের।

প্রশ্ন:৮১। আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার?

উত্তর: মেইনফ্রেম কমপিউটার।

প্রশ্ন:৮২। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি?

উত্তর: ইউনিভ্যাক।

প্রশ্ন:৮৩। মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কম্পিউটারে?

উত্তর: চতুর্থ।

প্রশ্ন:৮৪। মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কমপিউটারের নাম কী ছিল।

উত্তর: আলতেয়ার।

প্রশ্ন:৮৫। ই-কমার্স(E-Commerce) কী ?

উত্তর: ইল‌কট্রনিক কমার্স এর সংক্ষিপ্ত রূপ হলো ই-কমার্স । ই-কমার্স হচ্ছে অনলাইন সার্ভিস ও পণ্য কেনা – বেচার প্রক্রিয়া ।

প্রশ্ন:৮৬। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের, প্রিন্ট প্রদানে সক্ষম?

উত্তর: লেজার প্রিন্টার।

প্রশ্ন:৮৭। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী?

উত্তর: ইন্টেল।

প্রশ্ন:৮৮। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযোগী?

উত্তর: এম.এস.এক্সেল (MS Excel)।

প্রশ্ন:৮৯। প্রোগ্রামের মূল লক্ষ্য কী?

উত্তর: সমস্যার সমেত্মাষজনক সমাধান।

প্রশ্ন:৯০। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন কে?

উত্তর: ড. স্টিবিজ।

প্রশ্ন:৯১। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে?

উত্তর: নিজস্ব ভাষা।

প্রশ্ন:৯২। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?

উত্তর: বোতামে।

প্রশ্ন:৯৩। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি?

উত্তর: ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম।

প্রশ্ন:৯৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কী প্রদান করতে হয়?

উত্তর: তথ্য বা ডাটা।

প্রশ্ন:৯৫। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর: ন্যানো সেকেন্ড।

প্রশ্ন:৯৬। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?

উত্তর: সফ্টওয়্যার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উত্তর

প্রশ্ন:৯৭। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?

উত্তর: নির্দেশ অনুযায়ী।

প্রশ্ন:৯৮। কম্পিউটার গণনার একক কোনটি?

উত্তর: বাইট (Byte)।

প্রশ্ন:৯৯। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?

উত্তর: স্প্রেডশিট।

প্রশ্ন:১০০। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কী বলে?

উত্তর: সফটওয়্যার।

About admin

Check Also

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন প্রশ্নঃ কোন ফল খাওয়ার যায় না? উত্তরঃ পরীক্ষার ফল প্রশ্নঃ কোন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *