যমুনা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বাংলাদেশের যমুনা নদীর উপর নির্মিত সেতুকে যমুনা সেতু বলা হয়। বাংলাদেশের যতগুলো সেতু রয়েছে তার মধ্যে দ্বিতীয় বড় সেতু হচ্ছে এই যমুনা সেতু। এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়েছে। অনেকেই যমুনা সেতু সম্পর্কে জানতে চান।

যমুনা সেতুর ইতিহাস । যমুনা সেতুর বিস্তারিত তথ্যঃ

যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই যমুনা সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে যমুনা সেতুর নির্মাণ কাজ শেষ হয়।

এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। বঙ্গবন্ধু সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য অভ্যন্তরীন পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা সহো বহুবিধ সুবিধা বয়ে আনে।

পরবর্তিতে এই যমুনা সেতুর নামকরণ বঙ্গবন্ধু সেতু করা হয় । ১৯৪৯ সালে যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেয়া হয়। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রথম এই উদ্যোগ নেন। কিন্তু তখন এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।

যমুনা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানঃ

যমুনা  সেতু সম্পর্কে অনেকেই সাধারণ জ্ঞান জানতে চান। নিম্নে যমুনা  সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান আলোচনা করা হলো। এখানে যমুনা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর রয়েছে। আপনারা এখান থেকে বঙ্গবন্ধু সেতু সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তর জানতে পারবেন। তাহলে এবার যমুনা  সেতু সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর জেনে নিন –

প্রশ্নঃ যমুনা  সেতু কত কিলোমিটার?
উত্তরঃ যমুনা সেতু ৪.৮ কিলোমিটার।

প্রশ্নঃ যমুনা  সেতু কত টাকা খরচ?
উত্তরঃ যমুনা সেতু ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা খরচ।

প্রশ্নঃ যমুনা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং প্রস্থ ১৮.৫ মিটার।

প্রশ্নঃ ঢাকা থেকে যমুনা সেতু কত কিলোমিটার?
উত্তরঃ ঢাকা টাঙ্গাইল শহর থেকে যমুনা সেতুর দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।

প্রশ্নঃ যমুনা সেতু কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাই জেলার পশ্চিম পাশে এবং সিরাজগঞ্জ জেলার পূর্ব পাশে যমুনা সেতু অবস্থিত।

প্রশ্নঃ যমুনাসেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তরঃ যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।

প্রশ্নঃ যমুনা সেতু নির্মাণকারী কোম্পানির নাম কি?
উত্তরঃ যমুনা সেতু নির্মাণকারী কোম্পানির নাম হুন্দাই।

প্রশ্নঃ যমুনা সেতু উদ্বোধন তারিখ?
উত্তরঃ যমুনা  সেতু উদ্বোধন তারিখ হচ্ছে ২৩ জুন।

প্রশ্নঃ যমুনা সেতু কত সালে উদ্বোধন করা হয়েছে?
উত্তরঃ যমুনা সেতু ১৯৯৮ সালে উদ্বোধন করা হয়েছে।

প্রশ্নঃ যমুনা  সেতু কে উদ্বোধন করেন?
উত্তরঃ যমুনা (সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

প্রশ্নঃ যমুনা সেতুর পিলার সংখ্যা কয়টি?
উত্তরঃ যমুনা  সেতুর পিলার সংখ্যা ৫০ টি।

প্রশ্নঃ যমুনা  সেতুর পাইল সংখ্যা কয়টি?
উত্তরঃ যমুনা  সেতুর পিলার সংখ্যা ১২১ টি।

প্রশ্নঃ যমুনা  সেতু কোথায় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাই জেলার পশ্চিম পাশে এবং সিরাজগঞ্জ জেলার পূর্ব পাশে যমুনা  সেতু অবস্থিত।

আরও দেখুন ভিডিওতে: যমুনা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

প্রশ্নঃ যমুনা সেতু বিশ্বের কততম সেতু?
উত্তরঃ যমুনা নদীর উপর ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট যমুনা  সেতুটি বিশ্বে ১১তম আর দক্ষিন এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

প্রশ্নঃ যমুনা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ যমুনা  সেতুর প্রস্থ প্রস্থ ১৮.৫ মিটার।

প্রশ্নঃ যমুনা  সেতু কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রথম ১৯৪৯ সালে যমুনা সেতু স্থাপনের উদ্যোগ নেন। কিন্তু তখন এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর এর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

প্রশ্নঃ স্থাপত্য মান অনুযায়ী যমুনা  সেতুর আয়ুষ্কাল কত বছর?
উত্তরঃ স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল ১১০ বছর।

প্রশ্নঃ যমুনা  সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত কিলোমিটার?
উত্তরঃ যমুনা  সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং প্রস্থ ১৮.৫ মিটার।

প্রশ্নঃ যমুনা সেতু কোন সরকারের আমলে?
উত্তরঃ যমুনা সেতু আওয়ামী লীগ সরকারের আমলে।

প্রশ্ন ১ঃ যমুনা বঙ্গবন্ধু সেতু লম্বা কত?
উত্তরঃ যমনা বঙ্গবন্ধু ‍সেতু লম্বা হলো ৪.৮ কিলোমিটার।

প্রশ্ন ২ঃ যমুনা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ যমুনা সেতু ১৮.৫ মিটার প্রস্থ্য।

প্রশ্ন ৩ঃ যমুনা সেতু নির্মানে খরচ হয়েছে কত?
উত্তরঃ যমুনা সেতু নির্মানে খরচ হয়েছে ৩ হজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।

প্রশ্ন ৫ঃ যমুনা সেতুতে স্প্যান কয়টি?
উত্তরঃ যমুনা সেতুতে স্প্যান ৪৯ টি।

প্রশ্ন ৬ঃ যমুনা সেতুর স্থায়িত্ব কত বছর?
উত্তরঃ ধরা হয়েছে যমুনা সেতুর স্থায়িত্ব ১২০ বছর।

প্রশ্ন ৭ঃ যমুনা সেতু কে নির্মাণ করেন?
উত্তরঃ প্রথম ১৯৪৯ সালে যমুনা সেতু রাজনৈতিক পর্যায়ে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী স্থাপনের উদ্যোগ নেন। কিন্তু সেসময় এই সেতুটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কাজ শুরু হয় ১৯৯৪ সালের ১৫ অক্টোবর এবং ১৯৯৮ সালের ২৩ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রশ্ন ৮ঃ যমুনা সেতু কারা তৈরি করেছে?
উত্তরঃ যমুনা বহুমুখী সেতুটি হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রিজ দ্বারা ৬৯৬ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হয়েছিল। কিন্তু পুরো সেতু প্রকল্পে অজ্ঞাত কারণে ব্যয় হয়েছে ১.২৪ বিলিয়ন ডলার। ব্যয়টি IDA, ADB, OECD এবং বাংলাদেশ সরকার ভাগ করেছে।

more: যমুনা সেতুর খরচ কত, পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি, যমুনা সেতু কত সালে চালু হয়, যমুনা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত, যমুনা সেতু কত সালে উদ্বোধন হয়েছে, যমুনা সেতু কত কিলোমিটার লম্বা

About admin

Check Also

আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান

আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান

আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান সম্পর্কে সেই সকল ইউজাররা জানার আগ্রহ প্রকাশ করেন, …