যদি কাজ না করি পাগল হয়ে যাব: সাকিব

বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। খেলার মাঠের বাইরেও কম যান না ক্রিকেটের এই অলরাউন্ডার। বিকেলে ম্যাচ খেলছেন চট্টগ্রামে অথচ সন্ধ্যায় দেখা যাচ্ছে সাকিব ঢাকায়। সর্বশেষ মাসের হিসেব করলে দেখা যায়, সিরিজ চলাকালীন সময়ে মাঠের ব্যস্ততার সঙ্গে বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা পারিবারিক জমির কাজ সবই নিজ হাতে সামলেছেন সাকিব।

মাঠের ক্রিকেটের সঙ্গে পাল্লা দিয়ে বাইরের এতকিছু কিভাবে পারেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার? সাংবাদিকের করা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই। সাকিব বলেন ‘যে পারে সে সব পারে।’ বিষয়টা এমন সাকিবের কাছে এসব সামলানো এখন মামুলি ব্যাপার।

আজকের দিনটার কথাই ধরুন, দুপুর পর্যন্ত সাভারে ম্যাচ খেলেছেন এরপর হেলিকপ্টারে করে সন্ধ্যায় ঢাকায় ফিরে একটি বাইক কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সাকিবের সঙ্গে আজ গণমাধ্যম কর্মীদের কথা হয়েছে এই অনুষ্ঠানেই

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার কাছে কাজ মজা লা গে, আমি কাজ উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি, তাহলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই।’

সাকিব নিজের বাইক চালানোর অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে বলেন, ‘২০০৬/৭ হবে, আব্বু চালানো শিখিয়ে দিয়েছিলেন মাগুরাতে। প্রথমবার ওই সময়েই শেখা। মাগুরাতে যখনই থাকি বাইক চালানো হয়। আর বন্ধুদের সাথে যখন একসাথে বাইক নিয়ে বের হই, ওটার একটা আলাদা মজাই আছে। আমরা গ্রামের ভেতর চলে যাই, আড্ডা দিই। ওটার একটা আলাদা রকম ফিলিংস আছে।’

About admin

Check Also

সাকিবকে সব ধরণের আইনি সহায়তা দেবে বিসিবি

সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই …