এখন বাংলাদেশে ফুটবল মানেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস। আর চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল ঘিরে এই সমর্থকদের উচ্ছ্বাস উৎসাহের কমতি থাকে না। নিজেদের খুশিমতো উদযাপন করে সমর্থকরা। আর এবারের কাতার বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।
ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা আর্জেন্টাইন সমর্থকদের এক ভিডিও টুইটারে শেয়ার বিশ্বজুড়ে জানিয়ে দিয়েছে এই ‘পাগলা ফ্যানদের’ উন্মাদনার কথা। এদিকে আর্জেন্টাইন গণমাধ্যমে বাংলাদেশের জয়ের নায়ক মিরাজকে অভিনন্দন জানিয়েছে। তবে এতে এনামুলের ছবি ব্যাবহার করেছেন।
এরপর একে একে পুরো বিশ্ব জেনে গিয়েছে বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থকদের কথা। আর্জেন্টাইন সাংবাদিক ইয়োসেন তো রীতিমতো বাংলাদেশি সমর্থকদের নিয়ে টুইটের পর টুইট করেই চলেছেন। তিনি বিভিন্ন আর্জেন্টাইন গণমাধ্যমে বলেছেন, যেকোনো বিশ্ব আসরে তিনি বাংলাদেশকে সমর্থন করবেন।
এদিকে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের বিভিন্ন ভিডিও ও ছবি দিয়ে একের পর এক টুইট করে চলেছেন এই সাংবাদিক। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের ভিডিও দিয়ে তিনি বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, বাংলাদেশে আর্জেন্টাইন ফ্যানদের উদযাপনের ছবিও তিনি পাওয়ার আগ্রহ দেখিয়েছেন।
এছাড়াও আর্জেন্টিনার একাধিক গণমাধ্যমে দেখা গেছে বাংলাদেশের জয়ের ছবি। বাংলাদেশের জয় আনন্দিত তারাও বলে জানিয়েছেন অনেক গণমাধ্যম। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টনটন উত্তেজনা নাটকীয়ভাবে এক রানে জয় পেয়েছে বাংলাদেশ।
একাদশে ফিরছেন তাসকিন, কপাল পুড়বে কার
বর্তমান সময়ে বল হাতে ফর্মের তুঙ্গে আছেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু পিঠের ব্যথায় ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে তাঁর খেলার কথা রয়েছে। কিন্তু একাদশে ফিরলে খেলবেন কার পরিবর্তে?
ইতিমধ্যে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম জয়ে টাইগারদের আত্মবিশ্বাস বেড়েছে অনেক। হয়তো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু ইনজুরি কাটিয়ে তাসকিন ফিরলে কে বাদ পড়বেন?
এদিকে প্রথম ম্যাচে বল হাতে উইকেট নিয়ে সাকিব আল হাসানের সাথে পাল্লা দিয়েছেন এবাদত হোসেন। ৮.২ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাই দ্বিতীয় ম্যাচে তাঁর বাদ পড়ার কোন সম্ভাবনা নেই।
এদিন বল হাতে ম্যাজিক দেখিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৭ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়েছেন। তবে খরচের বোলিং করেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ৭ ওভারে ৪০ দিয়েছেন।
এখন যদি টিম ম্যানেজমেন্ট তাসকিনকে একাদশে অন্তর্ভুক্ত করেন তাহলে বাদ পড়তে পারেন হাসান মাহমুদ। তবে কি করবে সেটি টিম ম্যানেজমেন্ট ভালো জানে। আপাতত চোট কাটিয়ে তাসকিন দলে ফিরুক এটাই সকলের চাওয়া।