কুমিল্লায় সাত দিন আগে নিখোঁজ হওয়া চার বোনকে পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার ( ২ জুন) পিবিআইয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পিবিআই সূত্রে জানা গেছে, কুমিল্লার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনের পর চার বোনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পিবিআইয়ের উপপরিদর্শক (এস আই) সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ চার বোনের মামা সিদ্দিকুর রহমান বলেন, ভাগ্নিদের নিতে কুমিল্লা পিবিআইয়ের কার্যালয়ে এসেছি আমরা। এখন তাদের সঙ্গেই আছি। তাদের আমরা খুঁজে পেয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।
চার মেয়ের বাবা মুজিবুল হক বলেন, সন্তানদের খোঁজ পাওয়ার পর আমার স্ত্রী ও শ্যালক তাদের আনতে নাঙ্গলকোট থেকে কুমিল্লায় গেছে। তারা পিবিআইয়ের কার্যালয়ে আছে। মেয়েদের সন্ধান পেয়েছে বলে আমাকে মোবাইলে জানিয়েছে তাদের মা।
নিখোঁজ চার বোন উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। তারা স্থানীয় দুটি মাদরাসার শিক্ষার্থী। আত্মীয়-স্বজনসহ বন্ধু-বান্ধবীদের বাড়িতে খোঁজ করেও মেলেনি সন্ধান। এ ঘটনায় গত ২৭ মে রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন তাদের বাবা মুজিবুল হক। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে তাদের সন্ধান পাওয়া যায়।
প্রসঙ্গত, গত ২৫ মে মা-বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয় কুমিল্লার নাঙ্গলকোটের চার বোন। পরে অভিমান ভাঙাতে এসে নাতনিদের সঙ্গে করে নিয়ে যান তাদের নানি। পরদিন ২৬ মে সেই বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়।