নিলয়ের টানে বাংলাদেশে স্প্যানিশ সুন্দরী

বর্তমান সময়ে প্রায় মাঝে মধ্যেই বাংলাদেশি যুবকের টানে ছুটে এসেছে ভিনদেশি তরুণী এ ধরণের খবর শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে সম্পর্ক এরপর সেই সম্পর্ক গড়াচ্ছে বিয়েতে, এরকম চিত্রেরও দেখা মিলছে।

তারই ধারাবাহিকতায় এবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন স্প্যানিশ সুন্দরী। তবে এ ঘটনায় চমকানোর কিছু নেই। কারণ, নিলয়ের ঘটনাটি বাস্তবে নয়, ঘটবে টেলিভিশনের পর্দায়। অর্থাৎ, নাটকের দৃশ্যে নিলয়ের প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসবেন স্প্যানিশ তরুণী। নাটকের নাম ‘প্রেমের টানে প্রেমিকা দেশে’।

অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। সেখানে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আজান ও আফি প্রমুখ। নাটকটির রচয়িতা অনামিকা মণ্ডল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক ব্যাধি, তাকে ব্যঙ্গ করেই নির্মিত হয়েছে এই নাটক। সামাজিক যোগাযোগের ইতিবাচক-নেতিবাচক যে দিক রয়েছে, তারই একটি অংশ নাটকের গল্পে উঠে এসেছে।’

নাটকের গল্পে দেখা যায়, নিলয় এবং হিমির কোনো কারণে প্রেমের সম্পর্ক ভেঙে যায় । কিন্তু নিলয় তা মেনে নিতে পারে না। প্রেমিকা হিমিকে শাস্তি দেওয়ার জন্য ফন্দি আঁটে। সে অনুযায়ী স্প্যানিশ এক মেয়েকে নিয়ে ঢোকে হিমিদের বাড়িতে। সেখানে গিয়ে হিমির বাবা-মাকে বলে এই মেয়েটির নাম ওটিলা।

এরপর কী হয়, তা দেখতে চোখ রাখতে হবে বৈশাখী টেলিভিশনের পর্দায়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১০টায় নাটকটি এই চ্যানেলে প্রচারিত হবে। নাটকটি দর্শকদের ভরপুর বিনোদন দেবে বলে আশাপ্রকাশ করেন এটির রচয়িতা অনামিকা মণ্ডল।

বিমানবাহিনীর পাইলট থেকে যেভাবে নায়ক হন রিয়াজ

ঢাকায় সিনেমার রোমান্টিক তারকাদের মধ্যে অন্যতম নায়ক রিয়াজ। অভিনেতার পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক হলেও রিয়াজ নামেই অধিক পরিচিত। অনেক বসন্ত পার করে ৪৬ বছরে পা দিয়েছেন তিনি। ১৯৭২ সালের ২৬ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। সিনেমা বা টেলিভিশন দুই পর্দাতেই তিনি তার অসাধারণ প্রতিভা দেখিয়েছেন। তবে তার পথচলার শুরুটা সিনেমা জগতে না হয়ে একটু ভিন্ন আবহেই কেটেছে।

অভিনেতা রিয়াজ বিমানবাহিনীতে পাইলট হিসেবে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। নিজেকে পাইলট হিসেবে দেখতেই তখন বেশি স্বাছন্দ্যবোধ করতেন। স্বপ্ন দেখতেন সেই আকাশ ছোঁয়া, তবে সেই স্বপ্ন থেকে ছিটকে এসেও তিনি অন্য এক জগতের আকশ ঠিকই ছুঁয়েছেন। সিনেমা জগতে তার খ্যাতি উপচেপড়া। এক রিয়াজ নামেই যেন কতজনের মুখ উজ্জ্বল হয়ে উঠত।

প্রয়াত নায়ক জসীমের হাত ধরে ১৯৯৫ সালে ‘বাংলার নায়ক’ নামের চলচিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রিয়াজ। ১৯৯৭ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবির মাধ্যমে জনপ্রিয় নায়কে পরিণত হন রিয়াজ। এরপর তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ঢাকায় সিনেমার এই অভিনেতা হুমায়ূন আহমেদের দুই দুয়ারী চলচ্চিত্রে রহস্য মানব চরিত্রে, তৌকির আহমেদের দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে শুভ্র চরিত্রে এবং কি যাদু করিলা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। রিয়াজের অভিনীত সাম্প্রতিকতম চলচ্চিত্রগুলো হলো সুইটহার্ট ও কৃষ্ণপক্ষ।