গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলি আক্তার বাবলী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। বুধবার (২ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়িতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলী নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। গ্রেপ্তার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এসআই আশরাফুল ইসলাম বলেন, বেশি কিছু দিন আগে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। পরে দুজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সম্পৃক্ততা পাই। তিনি আরও বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে আটক করা হয়। গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাই উপজেলায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। পরে মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এই মুহূর্তে বলতে পারছি না।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, তিনি আমাদের সংগঠনেরই। আমি গ্রেফতারের বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে ধর্ম বদলে সঞ্জীত শীল থেকে সোলায়মান হলেন যুবক

সিরাজগঞ্জের শাহজাদপুরে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম শ্রী সঞ্জিত কুমার শীলের পরিবর্তে মোঃ সোলায়মান হোসেন গ্রহন করেছেন।

জানা যায়, উপজেলার পোরজনা বাজারে কর্মরত নরসুন্দর শ্রী সঞ্জিত কুমার শীল ইসলাম ধর্ম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে এবং ইসলামের ধর্মীয় রীতিনীতিতে আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (২ নভেম্বর) নোটারী পাবলিকের কার্যালয়, সমগ্র বাংলাদেশ মোকাম- সিরাজগঞ্জে হাজির হয়ে হলফনামার মাধ্যমে তিনি পাকাপাকি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে ৩১ অক্টোবর তিনি স্থানীয় একজন অভিজ্ঞ আলেমের মাধ্যমে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ঐদিন থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর আমলী আদালতে কর্মরত আইনজীবীর সহকারী মোঃ আশিকুজ্জামান জানান, নওমুসলিম মোঃ সোলায়মান হোসেন ১৯৮৬ সালে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্রী রাম চন্দ্র শীল এবং শংকরি রানী শীল। জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং পেশায় একজন নরসুন্দর। পেশার সূত্র ধরেই শাহজাদপুর উপজেলার পোরজনাতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এখানে থাকা অবস্থায় মুসলিম বন্ধুদের সাথে মিশতে মিশতে ইসলাম সম্পর্কে জানেন এবং মুসলিমদের ধর্মীয় রীতিনীতিতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।