বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান

বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান

বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র-মালিকানাধীন ও রাষ্ট্র-পরিচালিত রেল পরিবহন সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ১৯৯০ খ্রিষ্টাব্দে এই সংস্থা নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন নিজের কার্যক্রম পরিচালনা করে। মোট ২৫০৮৩ জন নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কিমি রুট রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর PDF সহ

১. প্রশ্ন : দেশের সর্বপ্রথম নির্মিত মিটারগেজ রেলপথ কোনটি?
উত্তর : ঢাকা-নারায়ণগঞ্জ।

২. প্রশ্ন : কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার?
উত্তর : ব্রিটিশ সরকার।

৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের কত ধরনের লাইন আছে?
উত্তর : ৩ ধরনের।

৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়েতে কী কী লাইন আছে?
উত্তর : ব্রডগেজ, মিটারগেজ ও ন্যারোগেজ।

৫. প্রশ্ন : কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে?
উত্তর : ন্যারোগেজ।

৬. প্রশ্ন : দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়?
উত্তর : কমলাপুর (ঢাকা)। দৈর্ঘ্য ৩,০০০ ফুট।

৭. প্রশ্ন : ন্যারোগেজ লাইন কোথায় ছিল?
উত্তর : খুলনা ও বাগেরহাটে।

৮. প্রশ্ন : বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?
উত্তর : ৪০টি।

৯. প্রশ্ন : আন্তঃনগর ট্রেন চালু হয় কবে?
উত্তর : ১৯৮৬ সালে।

১০. প্রশ্ন : ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে?
উত্তর : ১৯৯১ সালে।

১১. প্রশ্ন : দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কী?
উত্তর : সুবর্ণ এক্সপ্রেস।

১২. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয়?
উত্তর : ১৯৯৮ সালে।

১৩. প্রশ্ন : রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি?
উত্তর : কুষ্টিয়া।

১৪. প্রশ্ন : কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়?
উত্তর : ১৮৬৪ সালে।

১৫. প্রশ্ন : ষাটের দশকের মধ্য পর্যন্ত এ দেশে কোন যান একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল?
উত্তর : রেলওয়ে।

১৬. প্রশ্ন : রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত?
উত্তর : পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক (শুধু স্লিপার), পার্বতীপুরে ওয়ার্কশপ আছে।

১৭. প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?
উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।

১৮. প্রশ্ন : দেশে কতগুলো রেল যান আছে?
উত্তর : ইঞ্জিন ২৭৭টি, ১২৭৫টি যাত্রীবাহী বগি, ১০,৭৭৮টি ওয়াগন, ১৩৬টি অন্যান্য কোচিং যান।

১৯. প্রশ্ন : রেলপথে ঢাকার সঙ্গে খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের দূরত্ব কত?
উত্তর : যথাক্রমে ৬২৭ কিলোমিটার, ৩১৯ কিলোমিটার, ৩৬৯ কিলোমিটার, ৩৬৪ কিলোমিটার।

২০. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে?
উত্তর : ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত।

২০. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে?
উত্তর : ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত।

২১. প্রশ্ন : বাষ্পীয় ইঞ্জিন কবে আবিষ্কৃত হয়?
উত্তর : ১৮০১ সালে।

২২. প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ কোনটি?
উত্তর : হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।

২৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে ক’টি অঞ্চলে বিভক্ত?
উত্তর : ২টি।

২৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের অঞ্চল কী নামে?
উত্তর : পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দফতর।

২৫. প্রশ্ন : পূর্বাঞ্চলীয় সদর দফতর কোথায়?
উত্তর : চট্টগ্রাম।

২৬. প্রশ্ন : পশ্চিমাঞ্চলীয় সদর দফতর কোথায়?
উত্তর : রাজশাহী।

২৭. প্রশ্ন : রেলওয়ের সার্বিক সদর দফতর কোথায়?
উত্তর : ঢাকা।

২৮. প্রশ্ন : দেশে মোট রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তর : ২৮৮০.০৭ কিলোমিটার।

২৯. প্রশ্ন : রেলপথের ব্রডগেজ কত?
উত্তর : ৬৬০.২২ কিলোমিটার।

৩০. প্রশ্ন : রেলপথের ডুয়েলগেজ কত?
উত্তর : ৩৬৫.০০ কিলোমিটার।

৩১. প্রশ্ন : রেলপথের মিটারগেজ কত?
উত্তর : ১৮৫৪.৮৫ কিলোমিটার।

৩২. প্রশ্ন : বাংলাদেশের রেলস্টেশনের সংখ্যা কত?
উত্তর : ৪৮৯টি।

৩৩. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে ব্রডগেজ কতটি?
উত্তর : ১৫২টি।

৩৪. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে মিটারগেজ কতটি?
উত্তর : ৩৩৭টি।

৩৫. প্রশ্ন : দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কী?
উত্তর : ঢাকার কমলাপুর স্টেশন।

৩৬. প্রশ্ন : দেশে রেল পুলিশ থানা কতটি?
উত্তর : ২১টি।

৩৭. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কোন ধরনের সেতু?
উত্তর : রেলসেতু।

৩৮. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কবে নির্মাণ করা হয়?
উত্তর : ১৯১৫ সালে।

৩৯. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজের প্রকৌশলী কে ছিলেন?
উত্তর : স্যার রবার্ট উইলিয়াম সেলস।

৪০. প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করে কবে থেকে?
উত্তর : ২১ জানুয়ারি

মেট্রোরেল নিয়ে প্রশ্নোত্তর # ঢাকা মেট্রো কি নামে পরিচিত?
উত্তর ঢাকা মেট্রো ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (MRT) নামে পরিচিত।

মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় কবে?
উত্তর: 2013 সালে

# কত সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়।
উত্তর: 2016 সালে

# কত সালে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।
উত্তর: ২০১৬ সালের ২৬ জুন

# কত সালে ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে?
উত্তর: ২০১২ সালের ১৮ ডিসেম্বর

# প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি-৬ কত কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারন করা হয়?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার

# এ প্রকল্পের মোট ব্যয় কত ?
উত্তরঃ ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা।

# প্রকল্প সহায়তা হিসেবে জাইকা কত টাকা দেবে?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা।

# উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দু’দিক থেকে ঘণ্টায় কত যাত্রী পরিবহন করা সম্ভব হবে?
উত্তরঃ ৬০ হাজার

# এমআরটি-৬ এর চূড়ান্ত রুট কি কি?
উত্তরঃ উত্তরা তৃতীয় ধাপ-পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে (চন্দ্রিমা উদ্যান-সংসদ ভবন) খামারবাড়ী হয়ে ফার্মগেট-সোনারগাঁও হোটেল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত।

# এ রুটের স্টেশন কয়টি?
উত্তরঃ ১৬টি

# এ রুটের স্টেশন কি কি ?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

# ট্রেন চালানোর জন্য ঘণ্টায় কত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট

# বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে কয়টি?
উত্তরঃ পাঁচটি

ভিডিওতে দেখুন: বাংলাদেশের রেলপথ ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান।

# এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে ?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

# কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ?
উত্তরঃ ২০১৬ সালের ২৬ জুন।

# মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।

# মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোন জায়গা থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।

# মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।

# মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।

# মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি কত?
উত্তরঃ ১ লক্ষ ৮ শত পার ডে।

# মেট্রোরেলের প্রকল্প বাজেট কত?
উত্তরঃ ২.৮ বিলিয়ন মার্কিন ডলার

# মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা

# মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা।

# মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ দুই মিটার।

# মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।

# মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০-৪০ কি.মি।

বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান pdf

১. প্রশ্ন : বাষ্পীয় ইঞ্জিন কবে আবিষ্কৃত হয়?
উত্তর : ১৮০১ সালে।

২. প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ কোনটি?
উত্তর : হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।

৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে ক’টি অঞ্চলে বিভক্ত?
উত্তর : ২টি।

৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের অঞ্চল কী নামে?
উত্তর : পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দফতর।

৫. প্রশ্ন : পূর্বাঞ্চলীয় সদর দফতর কোথায়?
উত্তর : চট্টগ্রাম।

৬. প্রশ্ন : পশ্চিমাঞ্চলীয় সদর দফতর কোথায়?
উত্তর : রাজশাহী।

৭. প্রশ্ন : রেলওয়ের সার্বিক সদর দফতর কোথায়?
উত্তর : ঢাকা।

৮. প্রশ্ন : দেশে মোট রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তর : ২৮৮০.০৭ কিলোমিটার।

৯. প্রশ্ন : রেলপথের ব্রডগেজ কত?
উত্তর : ৬৬০.২২ কিলোমিটার।

১০. প্রশ্ন : রেলপথের ডুয়েলগেজ কত?
উত্তর : ৩৬৫.০০ কিলোমিটার।

১১. প্রশ্ন : রেলপথের মিটারগেজ কত?
উত্তর : ১৮৫৪.৮৫ কিলোমিটার।

১২. প্রশ্ন : বাংলাদেশের রেলস্টেশনের সংখ্যা কত?
উত্তর : ৪৮৯টি।

১৩. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে ব্রডগেজ কতটি?
উত্তর : ১৫২টি।

১৪. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে মিটারগেজ কতটি?
উত্তর : ৩৩৭টি।

১৫. প্রশ্ন : দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কী?
উত্তর : ঢাকার কমলাপুর স্টেশন।

১৬. প্রশ্ন : দেশে রেল পুলিশ থানা কতটি?
উত্তর : ২১টি।

১৭. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কোন ধরনের সেতু?
উত্তর : রেলসেতু।

১৮. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কবে নির্মাণ করা হয়?
উত্তর : ১৯১৫ সালে।

১৯. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজের প্রকৌশলী কে ছিলেন?
উত্তর : স্যার রবার্ট উইলিয়াম সেলস।

২০. প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করে কবে থেকে?
উত্তর : ২১ জানুয়ারি ২০০১।

বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি

১. প্রশ্ন : দেশের সর্বপ্রথম নির্মিত মিটারগেজ রেলপথ কোনটি?
উত্তর : ঢাকা-নারায়ণগঞ্জ।

২. প্রশ্ন : কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার?
উত্তর : ব্রিটিশ সরকার।

৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের কত ধরনের লাইন আছে?
উত্তর : ৩ ধরনের।

৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়েতে কী কী লাইন আছে?
উত্তর : ব্রডগেজ, মিটারগেজ ও ন্যারোগেজ।

৫. প্রশ্ন : কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে?
উত্তর : ন্যারোগেজ।

৬. প্রশ্ন : দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়?
উত্তর : কমলাপুর (ঢাকা)। দৈর্ঘ্য ৩,০০০ ফুট।

৭. প্রশ্ন : ন্যারোগেজ লাইন কোথায় ছিল?
উত্তর : খুলনা ও বাগেরহাটে।

৮. প্রশ্ন : বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?
উত্তর : ৪০টি।

৯. প্রশ্ন : আন্তঃনগর ট্রেন চালু হয় কবে?
উত্তর : ১৯৮৬ সালে।

১০. প্রশ্ন : ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে?
উত্তর : ১৯৯১ সালে।

১১. প্রশ্ন : দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কী?
উত্তর : সুবর্ণ এক্সপ্রেস।

১২. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয়?
উত্তর : ১৯৯৮ সালে।

১৩. প্রশ্ন : রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি?
উত্তর : কুষ্টিয়া।

১৪. প্রশ্ন : কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়?
উত্তর : ১৮৬৪ সালে।

১৫. প্রশ্ন : ষাটের দশকের মধ্য পর্যন্ত এ দেশে কোন যান একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল?
উত্তর : রেলওয়ে।

১৬. প্রশ্ন : রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত?
উত্তর : পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক (শুধু স্লিপার), পার্বতীপুরে ওয়ার্কশপ আছে।

১৭. প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?
উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।

১৮. প্রশ্ন : দেশে কতগুলো রেল যান আছে?
উত্তর : ইঞ্জিন ২৭৭টি, ১২৭৫টি যাত্রীবাহী বগি, ১০,৭৭৮টি ওয়াগন, ১৩৬টি অন্যান্য কোচিং যান।

১৯. প্রশ্ন : রেলপথে ঢাকার সঙ্গে খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের দূরত্ব কত?
উত্তর : যথাক্রমে ৬২৭ কিলোমিটার, ৩১৯ কিলোমিটার, ৩৬৯ কিলোমিটার, ৩৬৪ কিলোমিটার।

২০. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে?
উত্তর : ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত।

আরও: বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান 2022, বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান pdf, বাংলাদেশ রেলওয়ে জংশন কয়টি কি কি, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রীর নাম, বাংলাদেশ রেলওয়ের সকল তথ্য, বাংলাদেশ রেলওয়ে থানা কয়টি, বাংলাদেশে রেলওয়ে গেজ কয়টি, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান 2022, বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পরীক্ষা

About admin

Check Also

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন প্রশ্নঃ কোন ফল খাওয়ার যায় না? উত্তরঃ পরীক্ষার ফল প্রশ্নঃ কোন …