জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম সই করা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। এ আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে। এ ব্যাপারে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী সাংবাদিকদের জানান, মশিউর রহমান রাঙ্গাকে পার্টির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তা করা হয়েছে আমি বলতে পারছি না। এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত
হুশিয়ারি: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরেই রাঙ্গা ক্ষোভ প্রকাশ করে বলেছেন তাকে অব্যাহতি দেওয়া চেয়ারম্যান জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী। তিনি বলেন, জিএম কাদেরকে নেতাকর্মীকে রংপুর নামতে দেবে না। বুধবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘জিএম কাদের আমাকে অব্যাহিত দেবেন? তাকে তো এরশাদ সাহেব অনেকবার বহিস্কার করেছেন।’ তার এমন সিদ্ধান্তের কারণে দলের নেতাকর্মীরা তাকে রংপুরে ঢুকতে দিবে না, এমন হুশিয়ারি দিয়ে রাঙ্গা বলেন, ‘তাকে (কাদের) যদি লালমনিরহাট যেতেই হয়, হেলিকপ্টারে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমাকে রওশন এরশাদের লোক বলা হয়। আমাকে জিএম কাদেরের রাইভাল (প্রতিদ্বন্দী) ভাবা হয়। আসলে আমি রাইভাল নয়।’ রাঙ্গা বলেন, ‘আমি যা বলেছি সত্য বলেছি এবং বলব। পার্টির বিভিন্ন বিষয়ে কথা বলার রাইট আমার আছে। আমাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী।’
সাম্প্রতি জিএম কাদের সম্পর্কে বেসরকারি ইলেট্রনিক মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করেন মশিউর রহমান রাঙ্গা। দলের চেয়ারম্যান বিভিন্ন ইস্যুতে যে সরকারবিরোধী অবস্থান নিয়েছেন তার মধ্যে জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু ইস্যুর সাথে একমত হলেও বেশির ভাগ ক্ষেত্রে ভিন্নমত রয়েছে রাঙ্গার।