বলিউড অভিনেতা সালমান খান যে প্রশ্নের সম্মুখীন হন, নিজেকেও ঠিক একই প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলেকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছে আপনি বিয়ে করছেন কবে, প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, বোম্বতে যেমন সালামান খান বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্নের সম্মুখীন হয়, আমিও সেই প্রশ্নে সম্মুখীন হই।
জায়েদ খান বলেন, সিনেমা জগতের আমার আগে বলেন, পরে বলেন অনেকেই বিয়ে করে সন্তানের বাবা হয়েছেন। যারা ঢাকার কেউ আমাকে দেখে না। তারা অনেকেই মনে করে আমি পিরোজপুর বিয়ে করেছি। ভাগিস্য আপনারা আমার বাসায় এসে দেখেন আমি বিয়ে করিনি। আপনারা তো টিভিতে প্রচার করতে পারবেন। অনেকে মনে করে আমি বাড়িতে লুকিয়ে রেখেছি আমার বউ।
আমার বাবা যখন জীবিত ছিলেন বিয়ের চেষ্ঠা করেছেন। মাও বলেছেন আমাকে বউয়ের মুখ দেখে যেতে চান। আমি বিশ্বাস করি বিয়ে অনেক সময় নিজেরে ইচ্ছেতে হয় না। আল্লাহর রহমতও লাগে। আমার বিয়ে নিয়ে অনেক সময় নিউজ হয়েছে আমাকে ভাইরাল করেছে।
তিনি আরও বলেন, মাঝে মাঝে আমাকে একা মনে হয়। আমার-ভাই বোনের মধ্যে আমি সবার ছোট্ট। সবাই বিয়ে করেছে তাদের সন্তানও আছে।এখন রাতে কাজ শেষে বাড়িতে আসলে নিজেকে একা মনে হয়।হঠাৎ করে মনে হয় বাবা-মা দেখে যেতে পারলে ভালো হতো। আমি বিয়ে করলে ঢাক-ডোল পিটিয়ে বিয়ে করবো। সাবাই জানবে আমার বিয়ে।
অবশেষে শাকিবকে বিয়ের তারিখ জানালেন বুবলী
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাকিব খানকে বিয়ে করার তারিখ জানালেন নায়িকা শবনম বুবলী। সোমবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এই রহস্যের জট খোলেন ‘বসগিরি’ নায়িকা।
বুবলী তার পেজে জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। যে সন্তানের ছবি ও নাম কদিন আগেই জানিয়েছেন শাকিব ও বুবলী। দুজনের পুত্রসন্তানের নাম শেহজাদ খান বীর।
এর আগে তুমুল আলোচনার জন্ম দিয়ে বেবি বাম্পের ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী, এরপর ছেলে এবং ছেলের বাবার ছবি দিয়ে দিলেন সত্যভাষণ। গত রোববার সকালে নিজের ফেইসবুক ওয়ালে ছেলে শেহজাদ খান বীরের দুটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, আমার ছেলে শেহজাদ খান বীরকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বীরকে আপনাদের প্রার্থনায় রাখবেন
ছবিতে দেখা গেছে, নীল রঙের পাঞ্জাবির উপরে স্টাইলিশ হাফহাতা কটি চড়িয়েছে বীর। সাদা রঙের একটি গোল টুপিও দেখা যাচ্ছে শাকিব খান-বুবলীর ছেলের মাথায়। ছবি পোস্টের আধা ঘণ্টার মধ্যেই লাইক-কমেন্টে ভেসে গেছে তারকা জুটির ছোট্ট বীর। ছবির নিচে শুভেচ্ছা-ভালোবাসা-স্নেহের অজস্র মন্তব্যের জোয়ার। তবে কমেন্ট বক্সে শাকিব-বুবলীর প্রতি তীর্যক মন্তব্যও করেছেন অনেকে।
শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জন চলে। তবে এর মধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ছেলে শিশুকে প্রকোশ্যে এনে জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং এই সন্তান তাদেরই।