মুখের হাড় ও চোয়াল ভেঙে গেছে সৌদি ফুটবলারের

গতকাল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক ইনজুরিতে পড়েছেন সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানি। তার চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব।

এদিন ম্যাচের শেষদিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এসময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটু বেশ জোরে আঘাত করে স্বদেশি ইয়াসির আলি শাহরানির মুখে।

অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই ফুটবলারকে।
এক্স-রের পর জানা গেছে, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে।

ভেতরে রক্তক্ষরণ হওয়ায় দ্রুত তাকে পাঠানো হয় সার্জারির টেবিলে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।

মেসিদের হারানো সৌদির ফুটবলাররা পাচ্ছেন রোলস রয়েস ফ্যান্টম

গতকাল আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস ভাঙা জয় উদযাপন করতে এরই মধ্যে সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যারা নিয়ে এলেন এ জয়, তাদেরও উদযাপনের সুযোগ করে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। দলের প্রত্যেককে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে বলে জানা গেছে। গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের প্রথম অঘটনটি উপহার দেয় সৌদি আরব। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা।

এর পরপরই বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই প্রস্তাবে বাদশাহ অনুমোদন দেন। ফলে সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় আজ বন্ধ থাকছে। পরে সেই যুবরাজই আবার ঘোষণা দেন, আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি পুরস্কার দেওয়া হবে।

এদিকে সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে যায় দেশটিতে। এমনিতে ফুটবলপাগল দেশ সৌদি আরব। অবিস্মরণীয় এ জয়ের পর রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন হাজার হাজার লোক। আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা, জয়োল্লাসে বুঝিয়ে দিয়েছেন তারা। এদিকে ম্যাচ জেতার পর তার পুরো কৃতিত্ব দলের কোচ হার্ভে রেনার্ডকে দিয়েছেন ফুটবলাররা।

সৌদির মিডফিল্ডার আবদুল্লাহ আল-মালকি বলেছেন, ম্যাচ শুরুর আগে কোচ আমাদের সবাইকে ডেকে দেশের জন্য নিজেদের ২০০ শতাংশ উজাড় করে দিতে বলেছিলেন। আমরা কিভাবে এতটা পথ পাড়ি দিয়েছি, সে গল্প শুনিয়েছিলেন আমাদের। সে সব কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলাম আমরা। বাড়তি তাগিদ পেয়েছিলাম আসলেই কিছু করার জন্য।

গতকাল আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমার্ধে এক পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে সৌদি আরব। প্রথমার্ধটা এভাবেই পার হয়। বিরতিতে কোচের দেওয়া উৎসাহে দ্বিতীয়ার্ধে সৌদি আরব ফিরে আসে নতুন রসদ নিয়ে। খেলতে থাকে আক্রমণাত্মক মনোভাবে। পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল দলকে এগিয়ে নেন আলশেহরি ও আলদাওশারি। সেই সাথে একের পর এক মেসিদের ঠেকিয়ে দিয়ে গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস জানিয়ে দেন, আজ দিনটি আমাদের।

মেসিদের বিপক্ষে ঐতিহাসিক জয়, সিজদায় লুটিয়ে পড়লেন সৌদি যুবরাজ

চলতি কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে সৌদি আরব। এ জয়ে আনন্দের বন্যা বইছে সৌদিজুড়ে। জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে বাদশাহ থেকে ফকিরকে। প্রতিবেশী কাতারে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে দলের জয় নানাভাবে উদযাপন করেছেন সৌদির নাগরিকরা।

দেশটির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জয় কীভাবে উদযাপন করেছেন, তা প্রকাশ হয়েছে তার ভাই প্রিন্স সৌদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ছবিগুলোতে। আলঅ্যারাবিয়া নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইনস্টাগ্রামে একটি ছবিতে দেখা যায়, টিভির পর্দায় পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখার সময় আনন্দে ভাইকে জড়িয়ে ধরেছেন এমবিএস।

আরেক ছবিতে টেলিভিশন থেকে দূরে গিয়ে সিজদায় লুটিয়ে পড়তে দেখা যায় সৌদি যুবরাজকে। এমবিএস ও প্রিন্স সৌদের সঙ্গে বসে খেলা দেখেছেন তাদের বড় ভাই প্রিন্স আবদুলাজিজ, যিনি সৌদির জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্রীড়াবিশ্বকে হতবিহ্বল করে গতকাল লাতিন জায়ান্ট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। ওই ম্যাচের মধ্য দিয়ে ১৮তম বারের মতো বিশ্বকাপে খেলে আর্জেন্টিনা। বিপরীতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামে সবুজ বাজপাখিরা।

এদিকে ম্যাচে আর্জেন্টিনার জয়ের বিষয়ে অনেকেই নিশ্চিত ছিলেন, তবে প্রথমার্ধে অফসাইডে তিন গোল বাতিল হওয়া এবং দ্বিতীয়ার্ধে সৌদির দাপটে হার নিয়ে মাঠ ছাড়েন মেসিরা। বিশ্বকাপের প্রথম ম্যাচের জয় উদযাপনে আজ বুধবার সৌদিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

কাতার বিশ্বকাপে গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপানি দর্শকরা

আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বেশ প্রশংসিত জাপানিরা। খেলা শেষে বিভিন্ন স্টেডিয়াম বা অনুষ্ঠানের ভেন্যু পরিষ্কার করে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন জাপানি দর্শকরা। চলমান কাতার বিশ্বকাপের ম্যাচ শেষে দেখা গেছে এমন ঘটনা।বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গত রবিবার ২০ নভেম্বর স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল ইকুয়েডর।

এদিন ম্যাচ শেষে অন্যরা চলে গেলেও গ্যালারিতে থেকে যান জাপানি দর্শকরা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে দোহার আল বায়াত স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করছেন দর্শক সারিতে থাকা জাপানি দর্শকরা।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জনপ্রিয় বাহরাইনি ইউটিউবার ওমর আল-ফারুক। এতে দেখা যায়, ভিড় কমে যাওয়ার পরে বড় বড় ব্যাগ নিয়ে গ্যালারির ময়লা পরিষ্কার করছেন জাপানিরা।

এ সময় ওমর ফারুক তাদের জিজ্ঞেস করেন, আপনারা কেন এমন করছেন? জবাবে একজন হাসিমুখে বলেন, আমরা জাপানি। আমরা আবর্জনা ফেলে যাই না এবং আমরা জায়গাটিকে সম্মান করি।

সেই ভিডিওতে কয়েকজনকে স্টেডিয়ামে পড়ে থাকা পতাকাও সংগ্রহ করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই জাপানি দর্শকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রশংসা করছেন।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।