সাকিব, তামিমকে ছাড়িয়ে শীর্ষ ধনী মাশরাফী!

এখন বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটার সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে আছেন এই সাবেক অধিনায়ক। তার মোট সম্পত্তি ৫১০ কোটি টাকা। আর ৪০৭ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

সাম্প্রতিক ক্রিকেট পারফরমেন্স নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ। ইমপ্যাক্ট, ইনটেন্ট ও পাওয়ার হিটিংয়ের মারপ্যাচে খাবি খাচ্ছে দেশের ক্রিকেট। এমন সব প্রতিবন্ধকতার মধ্যেই প্রায়ই স্পটলাইটে থাকে ক্রিকেটারদের আয়ের উৎস। এবার বাংলাদেশের শীর্ষ ১০ ধনী ক্রিকেটারের তালিকা তৈরি করেছে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার।

আর এই তালিকার ১০ নম্বরে আছেন সাবেক টাইগার দলপতি মুমিনুল হক। পারফরমেন্সের কারণে দলের বাইরে থাকলেও ক্রিকট্র্যাকারের প্রতিবেদনে আবারও তিনি এসেছেন স্কোয়াডে। তার সম্পত্তির মোট পরিমাণ ৩০ কোটি টাকারও বেশি। তালিকার ৯ নম্বরে থাকা পেসার রুবেল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় একই।

৪৬ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক গতি তারকা তাসকিন আহমেদের অবস্থান ৮ নম্বরে। মাঠে দুর্দান্ত ফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তাসকিনের চাহিদা এখন আকাশচুম্বী। ৭ নম্বরে আছেন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে জায়গা হারানো মাহমুদউল্লাহ রিয়াদ। তার সম্পত্তির পরিমাণ ৭১ কোটি টাকারও বেশি। পরের স্থানেই আছেন মোস্তাফিজুর রহমান।

প্রতিবেদন অনুযায়ী তার মোট সম্পত্তি ১৩১ কোটিরও বেশি। ১৫২ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকার ৫ নম্বরে আছেন লিটন কুমার দাস। বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানে আছেন তামিম ইকবাল। সেই সাথে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায়। প্রতিবেদন অনুযায়ী, এই ওপেনারের সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকারও বেশি।

এরপর মুশফিকুর রহিম আছেন তৃতীয় স্থানে। তার মোট সম্পত্তির পরিমাণ ২৫৫ কোটি টাকা। টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আছেন দ্বিতীয় স্থানে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। এছাড়াও তার সংগ্রহে আছে নামি-দামি সব গাড়ী। সাকিবের মোট সম্পত্তির পরিমাণ ৪০৭ কোটি টাকা।

তবে অবাক করা বিষয় হলো, এই তালিকার শীর্ষে আছেন মাশরাফী বিন মোর্ত্তাজা। লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকলেও বিভিন্ন মার্কেটিং স্ট্রাটেজির প্রথম পছন্দ নড়াইল এক্সপ্রেস। তবে নিয়মিতভাবে তিনি আছেন ঘরোয়া ক্রিকেটের আসরগুলোতে। ক্রিকট্র্যাকারের তথ্যমতে, মাশরাফীর মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

বাংলাদেশ সফরের জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা, নেই বুমরাহ

চলতি বছরের আগামী ১ ডিসেম্বর তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। ফুটবল বিশ্বকাপের মাঝে এ দুটি সিরিজের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

আর এই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে দুই তারকাকে দলে রাখা হয়েছে। নিউজিল্যান্ডে ভারতের টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া এবং ওয়ানডেতে সেই দায়িত্ব পালন করবেন শিখর ধাওয়ান।

এদিকে আগামী ১৮ নভেম্বর সিরিজের প্রথম টি–টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে ভারত। ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে শেষ ওয়ানডে খেলার পর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে ভারতের ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে রোহিত–কোহলিদের বাংলাদেশ সফর।

এরপর আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সফরের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঈষান কিষাণ, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।