চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলামের জন্য ১২১৪ জন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে নিলামে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয় এবং ৩২জন বিদেশী ক্রিকেটারকে রাখা হয়েছে এই ক্যাটাগরিতে। বিদেশীদের তালিকায় রাখা হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের নাম। নিলামে তাদের ডাক শুরু হবে ২ কোটি রুপি থেকেই।
সাকিব-মুস্তাফিজের সাথে একই ক্যাটাগরিতে আছেন- মুজিব উর রহমান, ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাং, ফাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো ও ওডেন স্মিথ।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন- রবিচন্দ্রন অশ্বিন, যুযবেন্দ্র চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঈশান কিষাণ, ভুবনেশ্বর কুমার, দেবদূত পাড়িক্কাল, ক্রুনাল পান্ডিয়া, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহাম্মদ শামি, শারদুল ঠাকুর, রবিন উথাপ্পা, উমেশ যাদব।
এছাড়াও, অ্যারন ফিঞ্চ, ইয়ন মরগান, জনি বেয়ারস্টো, ক্রিস লিন, ডেভিড মালান, জিমি নিশাম, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যালেক্স হেলস, অ্যাডাম মিলনে, কলিন মানরো, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরানরা আছেন ১.৫ কোটি ভিত্তিমূল্যের তালিকায়।
গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে বাংলাদেশের অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাকে এবার ধরে রাখেনি কলকাতা। ফলে ফের নিলামে উঠছে তার নাম। গতবার মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে তার ভিত্তিমূল্যেই কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে।