আর্মি মেডিকেল কলেজ শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, বগুড়ার আর্মি মেডিকেল কলেজ অনেক জনপ্রিয় একটি কলেজ।
এটি বাংলাদেশের বগুড়া জেলার একটি মেডিকেল কলেজ এবং একটি সামরিক মেডিকেল কলেজ। কিছু দিন আগে আর্মি মেডিকেল কলেজ
অফিশিয়ালি তাদের জব সার্কুলার প্রকাশ করে। আর্মি মেডিকেল কলেজ চাকরির খবরের সকল তথ্য নিচে দেওয়া হলো । আপনি
যদি আর্মি মেডিকেল কলেজ চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন এবং নিজেক এই চাকরির পদের জন্য যোগ্য বলে মনে করেন তবে আপনিও আবেদন করতে পারেন ।
আর্মি মেডিকেল কলেজ শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সহকারী অধ্যাপক পদের জন্য ০৩ জনকে যথাক্রমে মেডিসিন-০১, সার্জারি-০১ ও অর্থোপেডিক্স-০১ বিভাগে নিয়োগ দেওয়া হবে
যাদের শিক্ষাগত যোগ্যতা বিএমএন্ডডিসি এর নীতিমালা অনুযায়ী ও পার্ট ১ সম্পন্ন প্রার্থীদের বিশেষ ভাবে অগ্রাধিকার দেওয়া হবে। এছারও বয়েছের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যান্ত হতে হবে।
প্রভাষক পদের জন্য ০৩ জনকে যথাক্রমে ফার্মাকোলোজি-০১, মাইক্রোবায়োলোজি-০১, বিভাগে নিয়োগ দেওয়া হবে যাদের
শিক্ষাগত যোগ্যতা বিএমএন্ডডিসি এর নীতিমালা অনুযায়ী ও বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
আর্মি মেডিকেল কলেজ সহ সকল যে কোন প্রকার সরকারি বা বেসরকারি চাকরির খবর সবার আগে আমাদের ওয়েবসাইটেই পাবেন,
তাই আমাদের ওয়েবসাইটের লিংক sottotv.com। আর্মি মেডিকেল কলেজ সম্পর্কে সকল তথ্য নিচের একটি ছবিতে দেওয়া দেওয়া আছে এছাড়া ও আরো
বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে দেখুন
আর্মি মেডিকেল কলেজ চাকরি বিজ্ঞপ্তি ২০২১
আবেদন শেষ তারিখঃ ০৮ আগষ্ট ২০২১
আবেদন করুন: www.amcbogra.edu.bd
আর্মি মেডিকেল কলেজ জব সার্কুলার
শর্তঃ
১। উপরে উল্লেখিত ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে ও সাথে ৫শত টাকা ব্যাংক ড্রাফট করে পাঠাতে হবে।
২। কর্মসংস্থানের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩। খামের উপর অবশ্যই আপনার পদের নাম লিখে আবেদন করতে হবে।
৪। অ-সম্পূর্ন কোন প্রকার আবেদন আসলে সেই টাকে বাতিল করে দেওয়া হবে ও আবেদনের শেষ তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।
৫। কতৃপক্ষ যেকোনো আবেদন প্রত্র গ্রহণ অথবা বাতিল করার অধিকার রাখে।
আর্মি মেডিকেলের ইতিহাস
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৮ সেপ্টেম্বর ২০১৪ এ মেডিকেল কলেজকে নীতিগত অনুমোদন দিয়েছে। কলেজটি আর্মি মেডিকেল কলেজ নামে পরিচিত। অনুমোদনের পরের দিনই জাতীয় প্রতিদিন এবং ওয়েবসাইটে দ্বিতীয় দিন ভর্তির নোটিশ দেওয়া হয়েছিল। ১০ জানুয়ারী, ২০১৫, প্রধানমন্ত্রী এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন করেছিলেন। কলেজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় দ্বারা অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত। এই মেডিকেল কলেজে প্রতি বছর ১০০ জন শিক্ষার্থী ভর্তি হন।
আর্মি মেডিকেল কলেজের লক্ষ্য: কলেজটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় (বিইউপি) এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএম অ্যান্ডডিসি) দ্বারা নির্ধারিত এমবিবিএস কোর্সের পাঠ্যক্রম অনুসরণ করেছে। বিইউপি পেশাদার পরীক্ষা পরিচালনা করে এবং এবিএমবিএস ডিগ্রির প্রশংসাপত্র সরবরাহ করে।