আ.লীগের ভরাডুবি, ১১ পদের ১০টিতেই বিএনপি

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির (জেলা বার) বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও মহাজোট ঐক্য পরিষদ মনোনীত ‘নৃপেন-আফজাল পরিষদ’ প্যানেলের ভরাডুবি হয়েছে।

এবারের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের তরুণ-শাহীন প্যানেল’ ১১টি পদের মধ্যে শুধুমাত্র যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নৃপেন-আফজাল পরিষদের প্রার্থীদের মধ্যে একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মো. খলিললুর রহমান মণ্ডল নির্বাচিত হয়েছেন। শনিবার জয়পুরহাট জেলা বারের আইনজীবী ভবনে ২০২১ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত ফলাফল অনুসারে- জয়পুরহাট জেলা বারের এ বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের তরুণ-শাহীন প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম তালুকদার (তরুণ) প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলকে এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মো. শাহনূর রহমান শাহীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মো. আফজাল হোসেনকে পরাজিত করে পুনরায় নির্বাচিত হয়েছেন।

বিএনপি প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পেয়েছেন ৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট শাহনূর রহমান শাহীন ১১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের অ্যাডভোকেট আফজাল হোসেন পেয়েছেন ৭৭ ভোট।

এছাড়া বিএনপি প্যানেলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আইয়ুব আলী, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মামুনুর রশিদ, নিরীক্ষা সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মওদুদ শাহরিয়ার ও অ্যাডভোকেট নুর-ই আলম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে মোট ১৯৭ জন ভোটারের মধ্যে ১৯১ জন ভোট প্রদান করেন বলে প্রধান নির্বাচন কমিশনার জানান। জয়পুরহাট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

About admin

Check Also

সারদায় পুলিশের আড়াই শতাধিক ক্যাডেট এসআইকে অব্যাহতি, যে কারণে চাকরি হারাচ্ছেন ২৫২ ক্যাডেট এসআই, যা জানা গেল

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট এসআই ৮২৩ জনের মধ্যে ২৫০ জনের অধিক প্রশিক্ষনার্থীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *