কমলাপুরে মানুষের ঢল

ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি যেতে কমলাপুর রেলওয়ে স্টেশন উপচে পড়া ভিড় দেখা গেছে। অতিরিক্ত যাত্রীর কারণে স্টেশনে শৃঙ্খলা আনা সম্ভব হচ্ছে না বলে জানান কর্তৃপক্ষ। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকেই স্টেশনে যাত্রীদের চাপ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ঢল নামে। তবে সিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীরা।

রাজশাহীর যাত্রী মোবারক হোসেন বলেন, ট্রেনের জন্য দুপুরের পর থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করছি। কবে আসবে ট্রেন, কবে যাব বাড়ি, কিছুই বলতে পারছি না। মুশফিক নামের একজন বলছেন, ট্রেনের অপেক্ষা করতে করতে চোখ ব্যাথা হয়ে গেছে। পরিবার নিয়ে খুবই বিপদে আছি।

স্টেশন কর্তৃপক্ষ বলছেন, গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া গেলেও আজ সম্ভব হচ্ছে না। বিপদ যেনেও নিয়ম না মেনেই ট্রেনের ছাদে উঠছেন যাত্রারী।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকাল থেকেই স্টেশনে যাত্রীদের চাপ ছিল। ফলে রেলওয়ে পুলিশ দিয়ে ট্রেনের ছাদ থেকে যাত্রী নামানো সম্ভব হচ্ছে না। যাত্রীদের ট্রেনের ছাদে, বাফারে এবং ইঞ্জিনে না উঠতে নিষেধ করা হয়েছে, কিন্তু যাত্রীরা কারও কথা শুনছেন না। সিডিউল বিপর্যয়ের বিষয়ে মাসুদ সারওয়ার বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো সময় মতোই ছাড়ছে। কিন্তু উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না।

About admin

Check Also

ঢাকা কলেজের সামনে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

ঢাকা কলেজের সামনে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

ঢাকা কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। …