ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। বুধবার (১৩ জুলাই) আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে সূত্রে জানা যায়, গতকাল ৯৩ টাকা ৪৫ পয়সা দরে বিক্রি করা হলেও একদিনের ব্যবধানে ৫০ পয়সা বেড়ে যায়। যা বেড়ে ৯৩ টাকা ৯৫ পয়সা হয়েছে।
এ ছাড়া আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা করে, যা গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করেছিল। সে হিসাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫০ পয়সা।
অপরদিকে ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দরও বেড়েছে। ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বাড়ায় আজকেও কেন্দ্রীয় ব্যাংক বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে।
স্বর্ণের দাম ৯ মাসের মধ্যে সর্বনিম্ন: ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। নয় মাসের মধ্যে এটাই সর্বনিম্ন। মঙ্গলবার (১২ জুলাই) এ দরপতনের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে মার্কিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা। এটি ফেডারেল রিজার্ভ ব্যাংককে তাদের আগ্রাসী মুদ্রানীতি আরও জোরদার করতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। খবর নাসডাকের।
খবরে বলা হয়, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে যায়। প্রতি আউন্সের মূল্য স্থির হয় ১ হাজার ৭২৮ ডলার ৫৮ সেন্টে। এর আগে ধাতুটির দাম ১ হাজার ৭২২ ডলার ৩৬ সেন্টে নেমে গিয়েছিল, যা গত বছরের ৩০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭২১ ডলারে নামতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭২৭ ডলার ২০ সেন্টে।সূত্র-টাইমস অব ইন্ডিয়া।