আর এক ম্যাচ জিতেও সেমিতে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দুই ম্যাচে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতে টেবিলে চার পয়েন্ট নিয়ে তিনে এখন সাকিবরা। বাংলাদেশের শেষ দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। সমীকরণ যা দাঁড়িয়েছে তাতে দুই ম্যাচেই না জিতলে সেমিফাইনালে যাওয়া কঠিন হবে টাইগারদের। আর এশিয়ার দুই জায়ান্টকে হারানো সাকিবদের জন্য মোটেও সহজ হবে না। তবে বাস্তবতা কঠিন হলেও কাগজ-কলমের হিসেবে আর মাত্র এক ম্যাচ জিতেও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ। আর দুই ম্যাচ জিতলে থাকবে না কোনো যদি বা কিন্তুর সমীকরণ। সে পথে ৫ পয়েন্ট নিয়ে এক পা দিয়ে এরইমধ্যে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে, খারাপ আবহাওয়ায় কপাল পুড়তে পারে ভারতের। আর, সমীকরণ থেকে অনেকটাই ছিটকে যাওয়ার পথে জিম্বাবুয়ে ও পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে বাংলাদেশের বিদায়টা অনেকেই দেখে ফেলেছেন। তবে কাগজে কলমের হিসেবে বেশ ভালো সম্ভবানা এখনও রয়েছে টাইগারদের। সেক্ষেত্রে অবশ্য বাংলাদেশকে জিততে হবে পরের দুই ম্যাচেই। শুধুমাত্র তাহলেই পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে আর কোনো সমীকরণের মুখোমুখি হতে হবে না সাকিবের দলকে।

আর মাত্র এক ম্যাচ জিতেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের। তবে সেক্ষেত্রে টেবিল টপার দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়েকে হারতে হবে পরের সব ম্যাচেই। আর বাংলাদেশকে অবশ্যই জিততে হবে পাকিস্তানের বিপক্ষে। এমন জটিল সমীকরণে বেশ ফুরফুরে মেজাজেই আছে দক্ষিণ আফ্রিকা। বৈরি আবহাওয়ায় একটি ম্যাচ বাতিল হওয়া ছাড়া অন্য দুই ম্যাচে পাওয়া সহজ জয়ে পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ টু এর শীর্ষ দল প্রোটিয়ারা। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও নেদারল্যান্ডস। একটিতে জয় পেলেই শেষ চারের টিকিট নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান ৩ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে অনেকটাই পিছিয়ে তারা। নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকেও। এদিকে, এতো সমীকরণের পরও বাকি থাকবে আরও একটি সমীকরণ। আগামী ৬ নভেম্বর মেলবোর্নে ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিন বৃষ্টি নামার সম্ভবনা ৬৯ শতাংশ। আর এতে যদি খেলা পণ্ড হয়; তবে কপাল পুড়তে পারে রোহিত শর্মাদেরও। বাংলাদেশ-ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের অ্যাডিলেড ম্যাচে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার সিডনি ম্যাচে বা ভারত-জিম্বাবুয়ের মেলবোর্ন ম্যাচে বৃষ্টি হানা দিলে কার কপালে কী ঘটবে বলা মুশকিল।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।