সিডনির ড্রেসিং রুম ব্যবহার করতে দেয়নি বাংলাদেশকে

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রেকর্ড ১০৪ রানের ব্যবধানে হেরে যাওয়ার পর বাংলাদেশ দল থেকে অভিযোগ এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলকে এসসিজি আসল ড্রেসিংরুমটা দেওয়া হয়নি! অভিযোগ এখানেই সীমাবদ্ধ নয়, খেলা শেষে পার্কিংয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে টাইগার ক্রিকেটারদের। কারণ টিম বাস আসতে দেরি করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানানা, ‘আমাদের ক্রিকেটের মূল ড্রেসিংরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। দেওয়া হয়েছে রাগবির (এ মাঠে রাগবি, ফুটিও খেলা হয়) ড্রেসিংরুম, যেখান থেকে খেলাটা দেখাই যায় না। খেলা দেখতে হয়েছে ডাগআউটে বসে।’

আসলে এসসিজি মূলত আজ ভারতের জন্য অপেক্ষা করছিল। সিডনিতে আজকের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে আগেই শোনা যাচ্ছিলো। তবে, ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে দিনের দ্বিতীয় ম্যাচে টিকিটগুলি মূলত অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়রা কিনে নিয়েছিলো। ম্যাচ শুরু হতেই যেটা সবার নজরে আসে।

৪৮ হাজার সিটের গ্যালারি একেবারে কানায় কানায় পূর্ণ। অনেককে টিকিট না পেয়ে স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। অথচ সিডনিতে প্রায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি থাকলেও বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে গ্যালারিতে হাজার দশেকের বেশি দর্শক হয়েছে বলে মনে হয় না।

About admin

Check Also

আমরা ভারতকে হারালে সেটা অঘটন হবে: সাকিব

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে এশিয়ার অন্যতম দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। বিশ্বকাপে …