বিসিএলের একই দলে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ-তাসকিন, দল পাননি সাব্বির

এবার জাতীয় ক্রিকেটের লীগের পরেই বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দশম আসরের পর্দা উঠছে আগামী রবিবার। টুর্নামেন্টের সামনে রেখে আজ অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটারদের ড্রাফট। চারটি দলের এই টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের বর্তমান সময়ের একাধিক তারকা ক্রিকেটার। তবে দল পাননি সাবির রহমান। দেখে নিন ড্রাফট শেষে চার দলের চূড়ান্ত স্কোয়াড-

বিসিবি সাউথ জোন: এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, রিশাদ হোসেন।

ইসলামী ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, শেখ মেহেদী, রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন, আশিকুর জামান, প্রীতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, নাবিল সামাদ, শরিফউল্লাহ।

সেন্ট্রাল জোন: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, হাসান মাহমুদ, নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আব্দুল মজিদ, সুমন খান, জাকের আলী, সালমান হোসেন, তাইজুল ইসলাম, মুশফিক হাসান।

বিসিবি নর্থ জোন: মাহমুদউল্লাহ, লিটন দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মন্ডল, নাঈম হাসান।

গতির ঝড় তুলতে বিপিএলে আসছেন ওয়াহাব-নাসিম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। যার প্রভাবে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সবশেষ ক্রিকেটার হিসেবে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সে যুক্ত হলেন পাকিস্তানের ব্যাটার আজম খান ও লঙ্কান ব্যাটার আভিষকা ফার্নান্দো।

এর আগে পাকিস্তানের দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ নাসিম শাহ। আজ মঙ্গলবার খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় বিষয়টি নিশ্চিত করেছে। আজই টাইগার ওপেনার তামিম ইকবালকে দলে ভেড়ানো খবর দিয়ে নিজেদের দল গুছানোর শুরুর কথা জানান দেয় খুলনা।

এদিকে ড্রাফটের আগেই বিদেশী তারকা কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানি তারকা শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে। রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে।

এছাড়া সিলেট স্ট্রাইকার্সের অধিনাযকের দায়িত্বে মাশরাফি বিন মর্তুজার সাথে বিদেশী হিসেবে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিসকে। ফরচুন বরিশাল ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। সঙ্গে ক্রিস গেইল, রাহকিম কর্নওয়াল, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ইফতিখারকে।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।