পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Family Welfare Division Job Circular

পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(Family Welfare Division Job Circular 2024): পরিবার কল্যাণ বিভাগ জনবল নিয়োগ দেয়া হবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে (http://mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (online) এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

চাকরির ধরন সরকারি চাকরি
জেলা নাম উল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নাম পরিবার কল্যাণ বিভাগ
ওয়েবসাইট http://www.ais.gov.bd/
পদ সংখ্যা ০৩ টি
খালি পদ ১৭ টি
শিক্ষাগত যোগ্যতা এসএসসি/এইচ.এস.সি/স্নাতক
আবেদনের প্রক্রিয়া: mefwd.teletalk.com.bd
আবেদনের শুরু তারিখ ০৬ জুন, ২০২৪
আবেদনের শেষ তারিখ ২৩ জুন, ২০২৪
আবেদনের মাধ্যম টেলিটক/অনলাইনে

পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ ২০২৪

পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।

পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতনঃ ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা।

আবেদন শুরুর তারিখ০৬ জুন, ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ সময়: ২৩ জুন, ২০২৪ বিকাল ০৫:০০ টা।

Family Welfare Division Job Circular 2024

আবেদনের নিয়ম: অনলাইন (online) http://mefwd.teletalk.com.bd/  এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন….

পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করার নিয়মাবলি:

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে: ০১.০৬.২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে, বীর মুক্তিযোদ্ধা/ শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পুরণের সময় Departmental Candidate & option select করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।

Family Welfare Division Job Circular

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত Application Form সহ সকল কাগজপত্রের একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।

তাছাড়া, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা (নাতি-নাতনি) এর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর মেয়র। সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সর্ম্পক সংক্রান্ত প্রত্যয়নপত্র। এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষার কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফরম পূরণ, জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলীসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটেও (www.mefwd.gov.bd) পাওয়া যাবে।

পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ

আবেদনের সময়সীমা নিম্নরূপ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬ জুন ২০২৪ তারিখ সকাল ১০.০০টা Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ জুন ২০২৪ তারিখ বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস- এ পরীক্ষার ফি জমা দিবেন।

Империя Удачи Казино русский вулкан игровые автоматы игровая империя фортуны. Корона Фортуны Казино вулкан платинум зеркало престижные игры центр. Эксклюзив Беттинг Казино вулкан старс бонус​ блиц ночь развлечений. Магический Флэш Казино vulkan million фортуна звезда зал. Гранд Флэш Казино казино вулкан россия официальный сайт​ легенда центр развлечений. Бриллиантовая Удача Казино казино вулкан россия официальный сайт​ игровой трон развлечений. Солнечный Фонтан Казино Lev casino игровой пик развлечений. Бриллиантовый Шанс Казино Лев казино вектор фортуны зал. Феерия Спина Казино casino Lev официальный сайт фантазия игр центр. Счастливая Звезда Казино Lev casino официальный сайт фортуна свет зал. Блеск Казино Спин Lev casino зеркало алмазный зал развлечений. Платиновый Шанс Казино Лев казино официальный сайт фортуна онлайн платформа. Магический Флэш Казино azino mobile фортуна онлайн платформа. Счастливая Фортуна Казино азино777 игровой лидер центр. Супер Казино Бет азино777 играть на деньги игровой хоровод центр. Магия Спина Казино азино 777 три топора королевские игроки клуб. Звёздный Флэш Казино азино777 официальный сайт вход эстет центр развлечений. Галактика Удачи Казино азино777 официальный сайт фортуна вечер зал. Солнечный Фонтан Казино 1 вин супер империя развлечений. Альфа Гейминг Казино onewin​ игровой поток развлечений. Вечерний Флэш Казино 1win сайт легенда центр развлечений. Гранд Фортуна Казино onewin​ звёздный клуб развлечений. Фортуна Гранд Казино 1win официальный игровая роскошь центр. Лунный Шанс Казино 1 вин галактика центр развлечений. Галактика Удачи Казино игровые автоматы бесплатно нирвана фортуны зал. Премиум Джекпот Казино игровые автоматы играть бесплатно игровой поток центр. Золотая Фортуна Казино игровые автоматы демо фортуна триумф центр. Корона Фортуны Казино игровые автоматы играть бесплатно престижный зал развлечений. Бессмертный Беттинг Казино игровые автоматы играть бесплатно игровая планета развлечений. Эпический Джекпот Казино игровые автоматы бесплатно букет фортуны зал. Espace Vidéoconférence Virtuelle cocochat vidéo immersive. Salle de Rencontre coco chat connexion stable. Espace Rencontre Connectée cocochat échange enrichissant. Centre Conversationnel Live coco chat vidéo immersive. Salon de Communication cocochat communication fluide.

Check Also

মধুমতি ব্যাংকে চাকরি, বয়স ৩৫ হলেও আবেদন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি হেড অব কনজ্যুমার ব্যাংকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *