রাত আড়াইটায় প্রেমিকার বাসায় প্রবেশ, বের হলেন লাশ হয়ে

রাজধানীর কদমতলীতে প্রেমিকার বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে কদমতলী মাতুয়াইল মেডিক্যাল গলিতে একটি ভবনের পাঁচতলা থেকে পিন্টুর মরদেহ উদ্ধার করে কদমতলী থানা পুলিশ। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আশিকুল হক পিন্টু নামের ওই যুবক একটি ইংরেজি পত্রিকায় সার্কুলেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ।

ওসি প্রলয় কুমার বলেন, ‘পিন্টুর শরীরে ক্ষতের কোনো চিহ্ন পাওয়া যায় নাই। পিন্টুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, ‘শাফিয়া বেগম তার ভাবিসহ ওই বাড়িতে থাকতেন। ভাবি গ্রামের বাড়িতে গেছেন। এ কারণে তিনি একাই ছিলেন বাসায়। শাফিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিন্টু রাত আড়াইটার দিকে ওই বাসায় আসেন। কিছুক্ষণ পর থেকে তিনি অসুস্থবোধ করেন। রাত ৪টার দিকে পিন্টু চরম অসুস্থ হয়ে পড়েন।

‘পরে দারোয়ানসহ ওই বাসার অন্যদের ডাকেন শাফিয়া। প্রথমে কেউ আসে নাই। পরে শাফিয়া কান্নাকাটি, চেঁচামেচি শুরু করলে লোকজন এসে দেখেন ওই যুবক মারা গেছেন। পরে থানায় এসে আমাদের সংবাদ দেন শাফিয়া। তিনি জানিয়েছেন, তিন মাসের মতো মোবাইলে তাদের প্রেমের সম্পর্ক।’

About admin

Check Also

‘আপা আপা’ বলা কে এই তানভীর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি …