নর্দান ইউনিভার্সিটির ছাত্রের আত্মহত্যা; প্রেমিকা মিম গ্রেপ্তার

খুলনায় নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র প্রমিজ নাগ আত্মহত‌্যা প্ররোচনার অ‌ভিযোগে দায়ের করা মামলায় তার প্রেমিকা সুরাইয়া ইসলাম মি‌মকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকা‌লে নড়াইল জেলার মাসুম‌দিয়া এলাকার এক আত্মীয়ের বা‌ড়ি থেকে তাকে আটক করা হয়।

মিমের গ্রেপ্তা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হর‌সিৎ মন্ডল। প্রমিজ মারা যাওয়ার পর থেকে ‌মিম খুলনা থেকে পা‌লিয়ে নড়াইলে আত্মগোপনে ছিল। মিম নড়াইল জেলার কা‌লিপুর উপ‌জেলার বাবুপুর গ্রামের মোঃ আবুল কালাম আজা‌দের মেয়ে।

স্ত্রীকে মানলেন না বাবা-মা, প্রাণ দিল স্বামী অচিন্ত স্ত্রীকে মেনে না নেওয়ায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অচিন্ত কুমার (২৭) নামে এক ফ্রিল্যান্সার আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের মন্দিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসি। নিহত অচিন্ত কুমার(২৭) উপজেলার দলগ্রাম ইউনিয়নের মন্দিরপাড়া এলাকার শংকর চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাস তিনেক সাইফুল ইসলাম লাল নামের এক ব্যক্তির মাধ্যমে গোড়ল ইউনিয়েনের শিয়ালখোওয়া এলাকায় এক মেয়েকে বিয়ে করেন। প্রায় ৩মাস অচিন্ত কুমার পরিবারকে রাজি করতে চেষ্টা চালায়। কিন্তু তার পরিবার এই বিয়ে মেনে নেননি। বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সাথে ঝগড়া করে রাতে ঘুমাতে যান। পরে সকালে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে অচিন্ত কুমারের মরদেহ উদ্ধার করেন।

এদিকে শুক্রবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলেও অচিন্তের আত্মহত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তার পরিবার। এছাড়াও ঘটক সাইফুল ইসলাম লাল অচিন্তের আত্মহত্যা করার বিষয়টি চাপা রাখতে তার ফেসবুক ওয়ালে হৃদ রোগে মারা গেছে- এমন স্টাটাস দেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, বিষয়টি দুপুরে জেনেছি। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি, অচিন্ত কুমারের মৃতদেহ সৎকার করেছেন তার পরিবার। পরিাবরের কোন অভিযোগ না থাকায় পুলিশ পাঠানো হয়নি বলেও তিনি জানান।

About admin

Check Also

সারদায় পুলিশের আড়াই শতাধিক ক্যাডেট এসআইকে অব্যাহতি, যে কারণে চাকরি হারাচ্ছেন ২৫২ ক্যাডেট এসআই, যা জানা গেল

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট এসআই ৮২৩ জনের মধ্যে ২৫০ জনের অধিক প্রশিক্ষনার্থীকে …