2023 সালে কত দিনের স্কুল ও কলেজ ছুটি? ক্লাস কয়দিন হবে? জানতে পারা

2023 সালে কত দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তারপরও শিক্ষার্থীদের জানা উচিত তাদের আসলে কত দিনের ছুটি দেওয়া হচ্ছে।

এখানে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিভিন্ন ধরনের ছুটি। কারণ শিক্ষার্থীরা এখন জানলেই হবে

হতে পারে যখন তারা সারা বছর ছুটির দিন পাবে তখন তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা সাজানো সুবিধাজনক হবে।

আরও পড়ুন:

শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে ছুটির বিষয়ে জানানো হয়েছে, যেখানে 2023 সালের ছুটির দিন সংখ্যার কারণ উল্লেখ করা হয়েছে।

এছাড়া কলেজ পর্যায়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

1 ফেব্রুয়ারি এবং তাদের বার্ষিক পরীক্ষা 16 আগস্ট অনুষ্ঠিত হবে এবং 5 সেপ্টেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

এর পর তাদের দ্বাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম পরিচালিত হবে। তাছাড়া ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা

তাদের পরীক্ষায় অংশগ্রহণ 2023 সালে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তাদের নির্বাচনী পরীক্ষার প্রেক্ষাপটে

আগামী ৩০ ও ১৫ এপ্রিল তাদের বাছাই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

মে পরীক্ষা শেষ হবে এবং কলেজগুলিকে 21 মে এর মধ্যে ফলাফল ঘোষণা করতে বলা হয়েছে।

আরও পড়ুন:

নীচে 2023 সালে স্কুল এবং কলেজ ছুটির তালিকা রয়েছে:
  • শ্রী শ্রী সরস্বতী পূজা – ২৬ জানুয়ারি
  • মাঘী পূর্ণিমা – ৫ ফেব্রুয়ারি
  • শবে বরাত – ১৯ ফেব্রুয়ারি
  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১ ফেব্রুয়ারি
  • শুভ দোলা যাত্রা – ৭ মার্চ
  • শবে বরাত – ৮ মার্চ
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ।
  • পবিত্র রমজান স্বাধীনতা দিবস নববর্ষ শব কদর ঈদ-উল-ফিতর গ্রীষ্মকালীন ছুটি – 23শে মার্চ থেকে 27 এপ্রিল
  • মে দিবস – ১ মে
  • বুদ্ধ দিবস – ০৪ মে
  • পবিত্র ঈদুল আজহা – 25 জুন থেকে 6 জুলাই
  • হিজরি নববর্ষ – 20 জুলাই
  • আশুরা – ২৯ জুলাই
  • জাতীয় শোক দিবস – 15 আগস্ট
  • শুভ জন্মাষ্টমী – ৬ সেপ্টেম্বর
  • আখেরি চাহার সোম্বা – 13 সেপ্টেম্বর
  • ঈদে মিলাদুন্নবী – ২৮ সেপ্টেম্বর
  • দুর্গাপূজা – 20 অক্টোবর থেকে 28 অক্টোবর
  • কালী পূজা – 12 নভেম্বর
  • বিজয় দিবস এবং শীতকাল – 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ছুটি
  • মোট – ৭১ দিন ছুটি

About admin

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২3 থেকে ২০২4

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২3 থেকে ২০২4 nu.ac.bd এ প্রকাশিত হয়েছে। অনার্স ১ম বর্ষের আবেদন …