সেমিতে ৮ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রাব্বানি ছোটনের শীর্ষরা।

এদিন শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে থাকার পরে দ্বিতীয়ার্ধে আরও ৪ গোলের দেখা পেয়েছে বাঙালী নারী দল। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যান লাল-সবুজরা। ১৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা।

পরবর্তীতে ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ৩-০-তে এগিয়ে যায় বাংলাদেশ। আর ৩৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে ৪-০ লিডে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

বিরতির নয় মিনিট পর অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন। সংঘবদ্ধ আক্রমণে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল নিয়ে ঠাণ্ডা মাথায় প্লেসিং করেন এই ফরোয়ার্ড। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে নেয়া সাবিনার ফ্রি কিক গোলরক্ষকের হাত থেকে ফস্কে গেলে সামনে দাঁড়িয়ে থাকা মাসুরা পারভীন টোকা দিয়ে বল জালে পাঠান।

শেষ সময়ে তহুরা খাতুন ব্যবধানটা ৭-০ করেন। এরপর একেবারে শেষ মুহূর্তে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। তাতে বাংলাদেশ ৮-০ গোলের বিশাল জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে ফেলে।

About admin

Check Also

সাকিবের মামলা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। সাকিবের …