আজ আমি তোমাদের জন্যে ফানি পোস্ট, fb funny post bangla শিরোনামে মজার একটি আর্টিকেল উপহার দেব। ফেসবুক আইডি ও গ্রুপে মজা করার জন্যে এবং মাতিয়ে রাখার জন্যে অনেক সময় ফানি পোস্ট করার প্রয়োজন হয়। তো আমি তোমাদের সুবিধার্তে এখানে তোম জন্যে অনেকগুলো funny post bangla Collection করেছি।
ফেসবুক ফানি পোস্ট বাংলা
1. আপনি কি জানেন মোহ মায়া কাকে বলে? ঐ যে আপনি বার বার whatsapp এবং facebook খুলে ইনবক্স চেক করেন, সেটাই হলো কলিযুগে মোহমায়া.
2. হৃদয় চিরে দেখো কোনো ব্যাথা খুঁজে পাবে না, কারণ ব্যাথা আমার দাঁতে।
3. যে সব ছেলে মেয়েদের ছোটবেলায় তার বাবা মায়েরা টেনে হিঁচড়ে স্কুলে পৌঁছে দিয়ে আসতো, তারাই এখন ফেসবুক এবং হোয়াটস্যাপ এ স্ট্যাটাস দেয় i miss my school days.
4. জানিনা সে কিভাবে জীবন ছেড়ে চলে গেলো মরার দেশে, সে কোনোদিনও কাউকে এক পয়সাও ছাড়েনি.
5. বর্তমান পৃথিবীতে ডায়াবেটিসের আশঙ্কা এতটাই বেড়েছে যে,
আমরা কেবল মিষ্টি খাবার ত্যাগ করা ছেড়েছি না,
মিষ্টি কথা বলাও ছেড়ে দিয়েছি,
6. আজ কাল যাকেই দেখি কাদতে দেখি,
মনে হয় এই কান্নার পেছুনে কোনো ভালোবাসার টিসু পেপার কোম্পানির সড়যন্ত্র রয়েছে,
7. ভালো ভাবে থাকার চেষ্টা করেছি কিন্তু আনন্দ খুঁজে পাইনা,
খুশি সবসময় আসে যখন পাগল টাইপ আচরণ করি।
8. হ্যালো ডিয়ার! এই যে আমার দৈনন্দিন জীবনের সমস্যা গুলো,
দয়া করে আমাকে কিছু ডিসকাউন্ট দিন,
আমি আপনার নিয়মিত গ্রাহক,
9. হতে পারে প্রেম অন্ধ, তবে বিবাহের পর চোখ আপনা থেকেই খুলে যায়, আর বাস্তব চিত্র ধরা পরে,
10. প্রত্যেক মানুষের একবার প্রেমে পড়া দরকার, যাতে সে যেনো বুঝতে পারে যে কেনো প্রেম করা উচিৎ নয়,
11. জীবন তো কটা দিনের জন্য মাত্র, ভালোবাসা সবার জন্য সমান সমান আমার গার্লফ্রেন্ড হোক বা অন্যের, কিছু যায় আসেনা.
12. Gf এর সাথে তর্ক করা মানে grandmother কে smartphone ব্যাবহার করা শেখানো,
13. আমার একটি gf/bf এর প্রয়োজন, কারণ আমি কখনও পেত্নী/গরু দেখিনি,
14. দুজন মহিলা একে অপরের সাথে কতপকথন, এখন যা যুগ এসেছে মঙ্গল সুত্র পরলে ইয়াংগ ছেলেরা তাকায়, আর সোনার গহনা পরলে চোরের ভয়,
Funny status on WhatsApp in Bengali
15. কিছু কিছু লোকের সেলফি দেখে মনে হয়, ওই সমস্ত মানুষের ফোনে ফ্রন্ট ক্যামেরার পরিবর্তে পিস্তল থাকা দরকার ছিল
16. একটি মেয়ের ফোনে ব্যাংক থেকে কল এলো, ব্যাংক কর্মী: হ্যালো ম্যাডাম আমি ব্যাংক থেকে বলছি আপনার কিএ ক্রেডিট কার্ড প্রয়োজন, মেয়ে টি বললো না আমার বয়ফ্রেন্ড আছে।
17. আমার girlfriend/boyfriend এখন ইংরেজি বইয়ের মতো হয়ে গেছে, পড়তে ভালো লাগে কিন্তু বুঝতে কিছুই পারিনা,
18. সূর্যের আলো নিভিয়ে দিয়ে, চাঁদের আলো দিনে দেখাবো, তুমি যদি হ্যাঁ বলো প্রথম প্রেমকে ভুলে যাবো,
19. একটি মেয়ের কাছে অন্য কোন মেয়ের প্রাংশা করা, চৈত্র মাসের রোদের মতো না পুড়েই ছাই।
20. সময় নষ্ট যখন করবো ফেসবুকেই সবার সবার সাথে করবো, একা একা বসে বসে সময় কেনো কাটাবো।
21. এটা সবাই জানে যে আমার হৃদয় বিশাল সমুদ্র, কিন্তুু এই সমুদ্রে একটি মাছেরও বাঁসা নেই, খুব দুঃখের বিষয়।
22. সবসময় বন্ধুদের কথা মন দিয়ে শুনতে হয়, কারণ তাদের কথা বাড়ির কেউ শোনেনা।
23. শুধু শুধু আমাকে Facebook আর WhatsApp এ খুঁজে সময় নষ্ট করে লাভ নেই, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি এখন ব্লাঙ্কেট এর মধ্যে হারিয়ে গেছি।
24. তোমার মনে হারিয়েছে এই মন, কি যে করি আমি পাইনা খুঁজে এখন,
25. মনে মনে আঁকব ছবি হৃদয়ে নিয়েছে রঙতুলি,
একটু তোমার WhatsApp নাম্বার দাও দু-একটা কথা বলি,
Bengali funny caption on fb
26. কিছু কিছু প্রেম সরকারি কেসের মতো হয়,
না ফাইল বন্ধ হয় আর না এগিয়ে যায়,
মাঝ খানেইই থমকে থাকে,
27. বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার পড়াশোনা কেমন চলছে?
ছেলে: পড়াশুনা চলতে চলতে অনেক দূরে চলে গেছে বাবা,
28. কথায় আছে শীতের কাঁথা আর বর্ষার ছাতা যে না নেবে সে আস্ত গাধা
29. ভালোবাসার রাস্তায় শুধু ব্যাথা আর ব্যথা,
আমি ভাবছি ওই রাস্তায় একটা মেডিকেল সপ খুলবো! দরুন চলবে,
30. যৌবনে এমন কেলেঙ্কারি করো যা বুড়ো বয়সে কাহিনী বলা বলা শেষ না হয়,
31. মেয়দের হাসি আর যে বলে তোমাকে ভালোবাসি তাদের উপর কখনও এই দুটো বিষয়ে কখনোই ভরসা করতে নেই,
32. এখনকার বেশির ভাগ Relationship ফেসবুক আর হোয়াটসঅ্যাপ BLOCK এর মাধ্যমে শেষ হয়, কি যুগ এলো!
33. আজকাল ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং হ্রাস হওয়া আয় এর উপর ভিত্তি করে,
আধার কার্ড নয়, ক্রেডিট কার্ডের বেশি প্রয়োজন,
34. Gf রা বেশি মিথ্যা কথা বলে কারণ, Bf রা সবসময় সত্যির প্রশ্ন গুলো করে,
35. 10 মিনিটের কথা বার্তায় বিবাহ ফিক্স হয়ে যায় কিন্তু 1 ঘন্টার ইন্টারভিউ দিয়েও চাকরি মেলেনা।
Bangla Funny Status for friend
36. ভেবেছিলাম জীবনের প্রতিটি বাঁকে তোমাকে পাবো, কিন্তুু কত দূর চলে এলাম একটা বাঁকও চোখে পড়ল না।
37. আজকাল মেয়েরা ছেলের থেকে কোনো অংশেই কম নেই, কেননা মেয়েরা বাড়ির কোনো কাজই করেনা।
38. মাঝে মাঝে ভবি আমার জীবনে এতো দুঃখের কারণ হল, ফেসবুক আর হোয়াটসাপে পাওয়া ভগবান সম্পর্কিত ছবির মেসেজ বার্তা গুলো 10 জনের কাছে শেয়ার না করার ফল।
39. কি করে সেইসব বন্ধুদের সাথ আমি ছেড়ে দেবো, যাদের বিগড়ে যাওয়ার প্রধান কারণ ছিলাম আমি,
41. আমি একদিন আমার এক বন্ধুর থাপ্পড় মেরে গাল লাল করে দিলাম, কারন সে বলেছিল শারীরিক অত্যাচার সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অত্যাচার সহ্য করা যায় না।
42. কিছু কিছু মেয়ে দেখতে এতো বেশি সুন্দর হয় যে, আমি নিজেই মনে মনে নিজেকে বাতিল করে দিই
43. আমার সাথে বন্ধুত্ত্ব করেছো তো মরেছ, যখন তখন দেবো এস এম এস ছেড়ে, বুঝবে তখন যে, কি জ্বালাতনে তুমি পড়েছ।
44. কতো ঝড়-মেঘ দুঃখ-হাসি মানুষের জীবনে,
মনটা শুধু ভরে ওঠে বন্ধু তোর আগমনে
45. অতীত কালে ইয়াং জেনারেশন দের মধ্যে লক্ষ্য ছিল বড় হয়ে ডাক্তার হবো, ভবিষ্যতের লক্ষ্য ছিলো বড়ো হয়ে পুলিশ হবো,
আর এখন বর্তমানে ছেলে পুলেদের লক্ষ্য হলো ভাই আমি একটা তোর WhatsApp একটা লিঙ্ক সেন্ড করেছি ক্লিক কর 50 পাবি।
46. সফল জীবন কাকে বলে? যে জীবনে কোনো সখ নেই তাকেই সফল জীবন বলে,
47. আগে একটি ২০ টাকার বল কেনার জন্য ১১ জন বন্ধু মিলে টকা সংগ্রহ করা হতো, আর আজ একটি বল কেন হাজারটা বল একাই কিনে আনতে পারবো, কিন্তু খেলার জন্য বন্ধু নেই কি ভাগ্য মাইরি,
48. এখন যাদের তাড়াহুড়ো করে বিয়ে করতে দেখি তাদের দেখে যীশু পিতার সেই বিখ্যাত বাণী মনে পরে যায়, “হে ঈশ্বর ওকে ক্ষমা করে দাও, ও জানে না ও কি ভুল করছে”
49. সেন্টেরফ্রুট, চুইংগাম, মেন্ট্রোফ্রেস্ এই জাতীয় খাবার খাবার সময় পেটও ভাবতে থাকে সলা খাচ্ছে টা কি? নিচে নামার নাম নেই!
50. মেয়েদের একটা special গুণ আছে তারা শোনে 2 লাইন বোঝে 1 লাইন আর কথা বাড়ায় 5 লাইন.
আরও পড়ুন: funny comment Bangla মজার লেখা ফানি কমেন্ট
51. শাড়ির সাথে ম্যাচিং করা লিপস্টিকটাও দামি, তুমি পয়সাওয়ালা বাপের মেয়ে জেনে গেছি আমি, তবু তুমি করলে দেখা দিলে আমায় ডেট, সুযোগটাও হাতছাড়া নয় করতে আমি সেট, তোমায় নিয়ে স্বপ্ন আমি দেখি অন্তহীন, প্রানের সাথী হয়ে তুমি থাকবে চিরদিন,
52. কি যুগ এলো ক্লাস 11 – 12 তো দূরের কথা এখন ক্লাস এইট থেকেই উড়ার ডানা গজিয়ে উঠেছে, অবাক কান্ড!
53. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে চিন্তার কোন কারন নেই, তার বপের নাম ধরে ডাক ঠিক তেরে ছুটে বেরিয়ে আসবে।
54. বউয়েরা কোথাও বেড়াতে গেলে 10 দিন আগে থেকে ব্যাগ গুছিয়েও শেষ করে উঠতে পারেনা, আর ঝগড়া করে যখন বাপের বাড়ি যায় 1 মিনিটও লাগেনা গোছ-গাছ করতে।
55. শীতে চান করার সময় মিঠুন দার সেই বিখ্যাত ডায়লগ পারফেক্ট ম্যাচ করে যায়, “প্রথম কাপুনি তার পর ঝাকুনি”,
56. খুব টনশনে আছি বিয়ে হচ্ছেনা, এর কারণ কি? ভেবে দেখি! ছোটো বেলায় যাদের সঙ্গে বর বউ খেলিছি, তাদের তো এখনও ডিভোর্স দেয়াই হয়নি,
57. তার হাসি সারাদিন আমাকে কনফিউস করে রাখে, কিছুতেই বুজতে পারিনা হেসে দেখলো নাকি দেখে হাসলো,
58. তোমাকে ভোলার জন্য হৃদয়ে যে পাথর চাপা ছিল, সেই পাথর এখন সরে গিয়ে কিডনি তে চলে গেছে, তাই এখন ব্যাথা আরো বেড়েছে,
Cute Funny Status Bangla
59. মন্টু ভীষণ দুঃখী, তাই দেখে একজন তাকে জিজ্ঞাসা করলো কি ব্যপার বস এতো মন খারাপ কেনো? মন্টু বললো আর বলবেন না ভাই প্লাস্টিক সার্জারি করার জন্য আমার এক বন্ধু অনেক গুলো টাকা ধার নিয়েছিল, এখন আর তাকে চিনতে পারছিনা
60. পৃথিবীর সবচেয়ে বিপদজনক জন্তু হলো হরিণ যে সত্য যুগে রাম আর কলিযুগে সালমান খানের চোখের ঘুম কেড়ে নিয়েছে,
61. একটি ছেলে একটি ময়েকে বললো তোমার মনটা আমাকে দেবে? মেয়েটি বললো কি হবে মন দিয়ে? ছেলেটি বললো ভালো বাসবো, মেয়েটি বললো ঠিক আছে কাল দেবো……. কাল মেয়েটি একটি পাখি ধরে এনে ছেলেটি কে দিয়ে বললো এই নাও, ছেলেটি বললো এটাতো পাখি, মেয়েটি বললো মনতো পাখি,
62. গার্লফ্রেন্ড থাকলে সাথে দিতে হবে রেস্টুরেন্টের বিল, দূরে থাকলে ভরতে হবে মোবাইলের বিল, তাই নিজেকে রাখো একা লাগবেনা কোনো টাকা,
Funny Jokes Bngla font
63. চাঁদ খুব অদ্ভুত একটি জিনিস, শৈশবে যখন তার দিকে তাকিয়ে থাকতাম মনে হতো মামু, আর এখন যখন তাকাই মনে হয় ওটা আমার জানু.
funny status bangla jokes facebook
64. নন্টু: স্যার আমি একটা জিনিস আবিষ্কার করেছি যার সাহায্যে আপনি দেয়ালের এপার থেকে ওপার পর্যন্ত দেখতে পাবেন,
স্যার: বাহ! ভেরি interesting তা সেটা কি?
নন্টু : স্যার সেটা ছিদ্র,
স্যার: কাছে আয় লাগাই তোকে একটা থাপ্পর,
65. অক্ষয় কুমারের ছবি toilet যেদিন রিলিজ হয়, গার্লফ্রেন্ড কে বললাম চলো দুজনে toilet দেখতে যাই, যেই বলি অমনি একটা থাপ্পরেরে সাথে love breakup হয়ে গেলো,
66. একটি মেয়ে পারফিউম স্প্রে করে বাসে উঠেছে, একটি ছেলে তখন তার বন্ধু দের সঙ্গে কটপকথন করে বলছে আজকাল ফিনাইল এর ব্যাবহার এতো বেড়েছে…..!
মেয়েটি তা শুনে তখন বললো তবু আরশোলা গুলো মরছে না………
Bangla Fanny status for Instagram
67. দেখাশোনা করতে গিয়ে পাত্র পাত্রীর মধ্যে কথা হচ্ছে পড়াশোনা কতো দুর করেছো, পাত্রী বললো MF.I.A.S,
ছেলেটি নিজের কথা ভেবে মনে মনে চিন্তা করলো, আমাকে যদি রিজেক্ট করে দেয়, তাই আর বেশি কিছু জিজ্ঞাসা করলোনা,
কিছু দিন পর বিবাহ সম্পন্ন হলো, ছেলেটি বউকে জিজ্ঞাসা করলো আচ্ছা এম.এফ.আই.এ.এস এর মানে কি? বউ বললো “ম্যাথ ফেইল ইন অল সাবজেক্ট” শুনে ছেলে অজ্ঞান……
68. ভাবছি রাতে পায়ে বুট পরে ঘুমাতে যাবো, কারণ স্বপ্নে কখন কোথায় চলে যেতে হয় কোনো ঠিক ঠিকানা থাকেনা, কাল রাতে দেখি খালি পায়েই শশুর বাড়ি চলে গিয়েছিলাম।
69 বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো, দুটো তারই ঠিকঠাক কানেকশন হতে হবে, ভুল হলেই ফিউস উরে অন্ধকার,
70. শুধু এলার্জি হলেই যে চুলকানি হবে তার কোনো কথা নেই, অনেক সময় আপনি যখন ভালো থাকবেন তা দেখেও অনেকের শুকনো চুলকানি হতে থাকে,
71. একটা ছিলো রাজা আর একটা ছিলো রানী,
রাজা রানীকে বললো হাই! আর রানি রিপ্লে দিলো বলো ভাই!
তখনি শেষ হয়ে গেল রাজা রানীর কাহিনী।
Fb funny status bengali
72. Instagram Influence রা শুধু হার্ট রিয়্যাক্ট করতে বোঝে, আমার হৃদয়টা বোঝেনা,
73. প্রেম আর গোলাপ ফুলের মধ্যে অদ্ভুত মিল আছে, দুটোই অপূর্ব সুন্দর, কিন্তু হাত দিলেই কাঁটা খেতে হয়।
74. স্যার: যে সব মেয়েরা দুদিন ছাড়া বয়ফ্রেন্ড চেঞ্জ করে তাদের কি বলে?
নান্টু: জানি স্যার! ছেলে ধরা…
75. শনোগো ফেসবুকের সকল ফেমাস নারী,
তোমাদের জন্য অপেক্ষা করছে রান্না ঘরের হাঁড়ি।
76. আচ্ছা তুমি কখনো কারোর ফেসবুক বা হোয়াটস অ্যাপের ডিসপ্লে পিকচার (DP) হতে পেরেছে? আমিও পারিনি! কারণ আমরা বানের জলে ভেসে আর হওয়ায় উরে এসেছি,
WhatsApp Bangla funny status
77. এক ভিক্ষুক বললো দীর্ঘ্য ২১ বৎসর এই বিউটি পার্লারের সামনে বসে আছি; অনেক মহিলাকে এই পার্লারের মধ্যে প্রবেশ করতে দেখেছি, কিন্তু বেরিয়ে আসতে কাউকে কোনো দিন দেখতে পাইনা। মন্টু তখন বললো আরে দেখবেনা কেনো? নিশ্চয় দেখেছো! কিন্তু চিনতে পারনি।
78. শুধু প্রেম করলেই যে ভালোবাসার মানুষের আশার অপেক্ষা করতে হয় তা কিন্তু নয়, যারা প্রেম করেনি তাদেরকে ও ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করতে হয়।
79. ফেসবুকের প্রোফাইল পিকচার লক করা আছে, কিছুতেই ছবিটি দেখার উপায় নেই, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করলাম, অ্যাকসেপ্ট করার পর প্রোফাইল চেক করে আবার অনফ্রেইন্ড করে দিলাম, সোজা হিসাব।
80. বিয়ের পর মোটা ও ফর্সা হবো, এরকম আশা আর বুক ভরা স্বপ্ন নিয়ে বেঁচে আছে অনেক মেয়ে।
81. তুমি যতোই শিক্ষিত ও বিদ্ধুমান মানুষ হয়ে বসে থাকো, যদি বউ একবার বলে দেয় ‘ও তুমি বুঝবে না’ তাহলে তুমি বুঝবেনা ব্যাস,
82. যে বলে তোমার তোমাকে আমার প্রয়োজন, তোমার মতো কতো এলো আর গেলো, তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার এই ব্যবসা ভালো করে চলতে থাক,
83. আগে জানতাম প্রেম গোলাপ ফুলের মতো, দেখতে অপূর্ব কিন্তু কাঁটা আছে, এখন মনে হচ্ছে ইলিশ মাছের মতো খেতে সুন্দর কিন্তু কাঁটা দিয়ে ভরা।
Bangla Funny Shayari
84. ভালোবাসা এক আজব জিনিস, বেকার থাকলে মেয়ের ফ্যামিলি মানতে চায়না, আর চাকরি করলে ছেলের ফ্যামিলির লোকজন মানতে রাজি হয়না,
85. মেয়েদের হাতে ফোন ধরে থাকার মনে কি ফ্যাশন দেখানো, নাকি সিগনাল দিচ্ছে আমার বয়ফ্রন্ডে আছে দূরে থাক,
ফেসবুক ফানি স্ট্যাটাস
১। ফানি পোস্ট
প্রচন্ড গরম লাগছিলো, পরে বুদ্বি করে মমতাজ আপার পাংখা পাংখা গানটা শুনলাম। আহ, এখন ঠান্ডা লাগতেছে।😀
২। ফানি পোস্ট
চুল মেয়েদেরও পড়ে ছেলেদেরও পড়ে, বাট এটা বুঝে আসে না যে, দিন শেষে ছেলেরাই কেন টাকলা হয়?🤔🤔
৩।ফানি পোস্ট
Husband: আমি প্রধানমন্ত্রী হলে পুরো দেশ বদলে দিতাম 😇
wife: সকাল থেকে আমার পেটিকোট পড়ে আছো, আগে সেটা বদলাও🤭
৪। ফানি পোস্ট
ঘুমিয়ে ছিলাম, হঠাৎ শুনতে পেলাম কে যেন চিৎকার করে বলছে I Love You, চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল।
খুশিতে নাচতে নাচতে বাইরে গিয়ে দেখি লেবুওয়ালা স্টাইল করে বলতেছে ””অ্যাই ল্যা বু” কেমনডা লাগে। 🙄
৫। fb funny post bangla
রাত দশটায় মাহফিলে বসে বসে ঝিমাচ্ছিলাম, ঢলে পড়ে যাব এমন সময় হুজুর মাইকে বললেন ‘দাড়ান’। আমি কিছু না বুঝেই দাঁড়িয়ে গেলাম। তখন সবাই আমাকে বাহবা দিতে লাগলো। মাশাল্লাহ মারহাবার বন্যা বয়ে যাচ্ছে। আমার নামে স্লোগান উঠছে। ব্যপারটা মোটেও বুঝে উঠতে পারছিলাম না। খানিকক্ষণ পর হুজুর বললেন, ‘আলহামদুলিল্লাহ মাহফিলে ৫ লাখ টাকা দান করবে এমন একজন ভাই পেলাম, আর কে কে আছেন দাঁড়ান জলদি’। রাত দশটার পরে এগারোটা না বেজে আমার বারোটা বেজে গেল।😀
৬। fb funny post bangla
-হ্যালো আন্টি! সাদিয়া কি বাসায় ফিরেছে?
-হ্যাঁ বাবা, কিন্তু মেয়েটা কেন জানি ভালোভাবে হাঁটতে পারছে না, দাঁড়াতেও পারছে না।🤔
৭। ফানি পোস্ট
এক লোক স্ট্যাটাস দিছে “জীবনটা বেদানার” আমি কমেন্টে বললাম, ভাই, বানান ভুল হইছে, ঠিক করে লিখেন, ওইটা ‘বেদানার’ না ‘বেদনার’ হবে। সে উলটা ঝাড়ি দিয়ে রিপ্লে করল, বানান ঠিকই আছে, আপনার বোঝার ভুল। আমি বললাম ক্যাম্নে? কয় আমার গার্লফ্রেন্ডের নামই ‘বেদানা’।🤨
৯। fb funny post
মগা ছামাদ পোস্ট করল ”গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয়, ফড়িং বসলে নাকি প্রেম হয়, আমার গায়ে শুধু মশা বসে, তাহলে আমার কি হবে”?
-টাকলা মুরাদ কমেন্ট করলো, ‘তোমার ম্যালেরিয়া বা ডেঙ্গু হবে গো’।
১০। fb funny post
নারীর সাথে যুক্তিতর্কে না পারলেউ বেডা মানুষ “women women” শুরু করে।😃
১১। ফানি পোস্ট
সামনে বিয়ে করবো, কী গাছের কাঠ দিয়ে খাট বানালে ভালো হবে অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি…😎
১২। fb funny post bangla
যখন আপনি জানেনই বাসায় মানবে না, তখন রাত তিনটা পর্যন্ত ‘আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি’ বলাটা কী খুব জরুরি?
১৩। হাসির পোস্ট
বিয়ের পর অফ হয়ে যাওয়া আইডিটার পাশে হঠাৎ সবুজ বাত্তি জ্বললে বুজবেন হেতি বাপের বাড়ি বেড়াতে এসেছে। 😀
১৪। মজার পোস্ট
বউ হতে হবে কাষ্টমার কেয়ারের মতো শান্তশিষ্ট। জামাই উত্তেজিত হলেও বলবে স্যার আপনি শান্ত হোন। আমি বিষয়টি দেখছি।🤔
১৫। fb funny post bangla
৯০ ভাগ নারী স্বামীর বান্ধবীকে ঘৃণা করে। কিন্তু ৯৯ ভাগ স্বামীই তার স্ত্রীর বন্ধঅবীকে পছন্দ করে। হ্যাঁ এটাই পুরুষের উদারতা। 😀
১৬।fani post
চাইলে বিদেশি মেয়েও পটাইতে পারতাম।পটাই না শুধুমাত্র দেশের অসহায় মেয়েগুলোর কথা ভেবে।🤣
১৭। fani post
বাচ্চাদের সাথে থাকলে দুনিয়ার সব অদ্ভুত প্রশ্ন শুনা যায়। উঠানে হাঁস দেখে বলতেছে, ‘ আব্বু! হাসের জুতা কই? হাঁস জুতা পড়ে নাই কেনো?☹️
১৮। fani post
ইতিহাস সাক্ষী, ছেলেরা বিয়ে ছাড়া মামা হতে পারে কিন্তু মেয়েরা বিয়ে ছাড়া মামী হতে পারে না।😂😂
১৯। ফানি পোস্ট
ছোট বেলায় যদি জানতাম এত্ত সহযে মন ভেঙে যাবে! তাহলে হরলিক্স না খেয়ে বসুন্ধরা সিমেন্ট খেতাম।😁
২০। মজার পোস্ট
ব্যপারটা বুঝে আসে না,
সরকারি চাকুরী পেলে মেয়েরা পরিবারের চাপে বিয়ে করে নেয় কেন?
২১। funny comment bangla
টিউশনিতে প্রতিদিন রঙ চা দেয়।এইটারে দুধ চায় রূপান্তর করার কোনো টেকনিক থাকলে কেউ দেন।
একজন কমেন্ট বিজ্ঞানী এসে পরামর্শ দিল আরে এটাতো সহজ, ছাত্র কে রং চায়ের অপকারীতা আর দুধ চায়ের উপকারীতা সম্পর্কে শুনিয়ে শুনিয়ে একটু বয়ান করে দিলেই তো হয়।🤣
২২। fb funny post bangla
টাকলা মুরাদ পোস্ট দিল, ব্রেকিং নিউজ, এক সঙ্গে ২১ সন্তানের মা হলেন আমাদের বাসার মুরগী। 🤗
২৩। মজার কমেন্ট
টাকলা মুরাদ পোস্ট দিল, রাত ১২টায় ঘড়ির কাটাও একে অপরের উপর উঠে যায় আর আমি বসে বসে দীর্ঘশ্বাস ফেলি।🙂
মগা ছামাদ রিপ্লে দিল ‘ঘড়ির কাটার মতোই এক মিনিটে কাজ সেরে ফেললে কেউ কি আর তার ওপরে উঠতে দেবে’? 🙌 🤔
২৪। ফানি পোস্ট
রমজান মাসে পাব্লিক যা করে—
-সেহরির সময়: আরে এটাতো আমাদের মসজিদের আজান না! (একটু বেশি খেয়ে নিলে অসুবিধে নেই😋)
-ইফতারির সময়ঃ আরে আজান তো আজানই, এক মসজিদে হলেই হল।😃
২৫। হাসির পোস্ট
হঠাৎ করে বড়লোক হওয়া মানুষের বাড়িতে যেতে ইচ্ছে করে না! কারণ, গেলেই বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম শুনাতে থাকে। 😀
২৬। fb funny post bangla
‘চান্স পাও আর না পাও তুমিই আমার ডাক্তার’ মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসা এক মাইয়্যাকে তার বয়ফ্রেন্ড এভাবেই সাহস দিচ্ছিল।😀
২৭। ফানি পোস্ট
ভাত খেয়ে লুঙ্গিতে হাত মোছা ছেলেটাও রেষ্টুরেন্টে টিস্যুটিস্যু বলে চিল্লায়।😃
২৮। হাসির কমেন্ট
নিজ শ্বাশুড়িকে বৃদ্বাশ্রমে রেখে অনেক মেয়ে বাপের এসে ভাই বউকে বুঝায় শ্বাশুড়ির খেদমত করবা কখনো অবহেলা করবা না।🤭
২৯| funny post
নানির সাথে রিকশাতে করে যাচ্ছিলাম। কোন হালায় জানি পিক তুলে ফেসবুকে স্ট্যাটাস দিছে ‘সত্যিকারের ভালোবাসা বয়স মানে নাহ।😎
৩০। funny post
বরযাত্রী যাওয়া প্রতিটা লোক কনে পক্ষের বাড়ি যাওয়ার পর নিজেকে সেলেব্রিটি ভাবে।😃
৩১। funny post bangla
বাবার নামে আইডি খুলে বাবার বন্ধুকে ম্যাসেজ দিলাম, কীরে বন্ধু, তোর মেয়েতো দেখতে মাশাল্লাহ! আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দে।😀
৩২। ফানি পোস্ট
Gf password না দিলে বুঝবেন ভেজাল আছে। আর দিলে বুঝবেন আরেকটা আইডি আছে।🙂
৩৩। মা যখন তোর মতন মেয়ে আর কারো বাড়িতে নেই।
আমিঃ আরে মা, ভালো মেয়ে দুনিয়াতে একখানই জন্মায়।
৩৪। মেয়েদের জন্য হাত কাটবো কেন? নুনু কাটছি এটাই অনেক😎
৩৫। ভাগ্যিস, জুম্মার নামাজে মেয়েরা যায় না।
নইলে জিলাপি নিয়ে চুল ছিরাছিরি করতো 🙄🤭
৩৬। প্রেম হইলো বেসরকারি চাকরির মতন।দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় অন্য কাউকে বসিয়ে দিবে।
৩৭। আচ্ছা, মেয়েরা কি তেলাপোকা সত্যিই ভয় পায়? নাকি ছেলেদের জড়িয়ে ধরার ধান্দা!😒
৩৮। দোষটা নিজের তা জেনেও ঝগড়া করে জেতার চেষ্টা করে, হ্যাঁ এটাই বেডি মানুষ।
৩৯। মোবাইলটা বাড়িতে ফেলে রেখে বাজার করতে গিয়েছিলাম, বিশ্বাস করুন, নিজের কোলের বাচ্চাকে বাড়িতে ফেলে রেখে আসার মতো ফিলিংস হয়েছে।
৪০। ‘M’ সোজা আর সোঁজা W উল্টো কেনো হয় জানেন? কারণ ‘M’ (Man) সবসময়ই সোজা টাইপের আর ‘W’ (Woman) সবসময়ই উল্টো বুঝে। 😃
৪১। funny post bangla
হাত থেকে মোবাইল রাখলেই ফ্যামেলির সবাই: ”কিরে MB শেষ নাকি Charge শেষ?”
৪২। হাসির পোস্ট
দেশের অর্ধেক পুরুষ নষ্ট করেছে সাদিয়া আর মিম, আর বাকি অর্ধেক সুমাইয়া আর নুসরাত।😀
৪৩। মজার পোস্ট
আমিঃ মামা, মধুর কেজি কত?
-দোকানদারঃ মধু একদাম ১০০০ টাকা কেজি।
আমিঃ মধু অরিজিনাল তো.?
দোকানদারঃ হ্যাঁ স্যার একদম খাঁটি মধু.!
আমিঃ তো এত দাম চাচ্ছেন কেন, কিছু কম নেন.!
দোকানদার মামাঃ কম নেয়া যাবে না। চিনির দাম বেড়ে গেছে। 🙂
৪৪। fb post
-কাইশ্যা, দুখের কথা কারো কই,
১৮ বছরের আগে বিয়ে হলে বাসায় পুলিশ এসে বিয়ে বন্ধ করে দেয় কিন্তু ১৮ পেরিয়ে ৩৬ হয়ে গেলেও বাসায় পুলিশ এসে বিয়ের জন্যে চাপ দেয় না কেন।😎
৪৫। fanny post
এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না।
এখনতো টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। 😃
৪৬।funny post
মেয়ে হয়ে ভাবছো ছেলেরা কত স্বাধীন।ছেলে হইলে বুঝতা শুক্রবারে জিলাপি নেওয়া কত কঠিন😁
৪৭। ফানি পোস্ট বাংলা
তুচ্ছ একটা কারণে গার্লফ্রেন্ড বেকাপ করে চলে গেলো।কারণটা হলো তাকে না জানিয়ে আরেকটা প্রেম করেছিলাম😂
৪৮।হাসির পোস্ট
নেশা তো সে রাতেই করেছিলাম, যে রাতে ফোনের আলো দিয়েই সারারাত ঘরে ফোন খুজছিলাম।😝
৪৯। ফেসবুক ফানি পোস্ট
মাছওয়ালা আধঘন্টা ধরে মাছের উপর পানি দিচ্ছে! আমার পাশ থেকে একজন বলে উঠলো ভাই মাছের জ্ঞান ফিরলে আমাকে ১ কেজি মাছ দিয়েন।🤭
৫০। funny post bangla
TikTok করলে হয় টিকটকার, Youtubing করলে হয় ইউটুবার
আমিতো পোস্ট করি তাহলে আমি পোষ্টার।😃
৫১।fb funny post bangla
তুই কি ফোন দিয়ে টাকা আয় করতি চাস? হ্যা কিন্ত কীভাবে? একদম সিম্পল, ফোনটা বিক্রি করে দে😂
৫২। bangla funny jocks
যেখানে লাখলাখ টাকা কাবিনের বিয়ে টিকেনা সেখানে তোর ফ্রি মেসেঞ্জারের প্রেম কেমনে টিকবে রে ভাই বুঝা আমারে। ☹️
৫৩। funny post fb
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ
উপরের লাইনটা যে পড়েছে সে আমার বউ😀
৫৪। fani post
just একজন ফ্রেন্ড দেখাও যে কিনা সবসময় বেডি মানুষ নিয়ে ব্যস্ত।😀
৫৫। funny Facebook status
ফেসবুকে নিজের বানোয়াট পোস্ট লিখে নিচে হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা বন্ধ করুন।
-কাজী নজরুল ইসলাম। 😉
৫৬। funny post bangla
স্বামী ভুল করলে তাকে বকা দিবেন না, কারণ সে ভুল করেছে বলেজ আজ আপনি তার বউ হতে পেরেছেন😁
৫৭। কে বলছে মেয়েদের পেটে কথা থাকে না কয়টি প্রেম করছে জিঙ্গেস করে দেখুন উওর দিবে না😂
হাঁসির মজার স্ট্যাটাস
অনেকেই হাঁসির মজার স্ট্যাটাস ফেসবুকে দিতে চায়। আপনি যদি ভালোবাসার হাঁসির মজার স্ট্যাটাস আপনার ফেসবুক টাইমলাইন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান। তাহলে আজকের এই পোস্টের সাহায্যে হাঁসির মজার স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারবেন। আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন।
১। মেয়েঃ তুমি আমার জীবনের সূর্য হবে? :
ছেলেঃ অবশ্যয়!
মেয়েঃ তাহলে ৯৩ মিলিয়ন মাইল দূরে থাক।
২। প্রশ্নঃ একটি কম্পিউটার খাবারের জন্য কি খায়?
উত্তরঃ মাইক্রো চিপস।
৩। স্ত্রীঃ আজকে স্বপ্নে দেখলাম তুমি আমাকে একটি ডায়মন্ড রিং কিনে দিয়েছ।
স্বামীঃ আমিও স্বপ্নে দেখলাম বিলটা তোমার বাবা পে করেছিল।
৪। শিক্ষকঃ অংকটির সমাধান কর, ধর তোমার আব্বু সপ্তাহে ৫০০০ টাকা আয় করে এবং তার অর্ধেক তোমার আব্বুর কাছে কাছে কি থাকবে?
ছাত্রঃ “হার্ট এট্যাক”
হাঁসির মজার স্ট্যাটাস
৫। স্ত্রীঃ আজকে একটা স্বপ্ন দেখলাম, তুমি একটি নেকলেস গিফট করেছ। এর মানে জান?
স্বামীঃ তুমি আজকে রাতে জানতে পারবে।
(স্বামী বাইরে গেল আর একটি বই কিনে আনল ” The Meaning of Dreams”)
৬। এখনকার বিচ্ছেদ প্রেমিক-প্রেমিকার হয় আর সাজা ভোগ করে প্রোফাইল পিকচার আর স্ট্যাটাস।
৭। আজকের সময়ের সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে নিজের মোবাইলের চার্জার খুলে আরেক জনের মোবাইল চার্জে দেয়া।
৮। যদি চাও মানুষ তোমাকে মনে রাখুক, তাহলে টাকা ধার করা শুরু কর।
৯। আজকের দিনে বাবা-মায়ের দুইটি দুশ্চিন্তা তাদের ছেলে মেয়েদের নিয়ে, প্রথমটি হচ্ছে তাদের ছেলে কি ডাউনলোড করছে আর অন্যটি তাদের মেয়ে কি আপলোড করছে।
১০। শিক্ষকঃ অক্সিজেনের আবিষ্কার হয়েছে ১৭৭৩ সালে।
ছাত্রঃ বাঁচলাম, অই সময়ের আগে জন্ম নিলে মরে যেতাম।
১১। (বল্টু গেল দোকানে আয়না কিনতে)
বল্টুঃ এই আয়নার গ্যারান্টি কি?
দোকানদারঃ এই আয়না ১০০ তলা বিল্ডিং এর ছাদ থেকে ফেলা হলে ৯৯ তলা পর্যন্ত এর কিছুই হবে না।
১২। (বল্টু এবং তার গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে খাওয়া শেষে)
বল্টুঃ আমি শেষ বারের মত বলতেছি, আমাকে বিয়ে করবা কিনা?
গার্লফ্রেন্ডঃ না।
বল্টুঃ আচ্ছা, ওয়েটার!!!!! খাবার এর বিলা আলাদা হবে।
১৩। (নন্টে এক রুটি নিজে খাইতেছিল আরেক রুটি মুরগীকে খাওয়াচ্ছিল)
ফন্টে জিজ্ঞেস করলঃ তুই কি করছিস?
নন্টেঃ মুরগীর সাথে রুটি খাইতেছি।
১৪। শিক্ষকঃ বল, এনার্জি কাকে বলে?
ছাত্রঃ সম্পূর্ণ মনে নাই কিন্তু শেষের দিকে মনে আছে।
শিক্ষকঃ আচ্ছা তাহলে শেষের অংশ বল।
ছাত্রঃ তাকেই এনার্জি বলে।
১৫। শিক্ষক বলল, যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে আগে ক্লাস থেকে বের হতে পারবে। তা দেখে নন্টে তার ব্যাগ বাইরে ছুড়ে ফেলে দিল। শিক্ষক চিৎকার করে উঠল, এই ব্যাগ কার? নন্টে বলল, আমার। এইবার ক্লাসের বাইরে যেতে দিন।
বাংলা ফানি জোকস
অনেকেই আছেন যারা বাংলা ফানি জোকস ফেসবুক স্ট্যাটাস পেতে চান। তারা যাতে খুব সহজেই বাংলা ফানি জোকস সংগ্রহ করতে পারেন। তার জন্য আজকের এই পোস্ট এর নিচের অংশে বাংলা ফানি জোকস তুলে ধরা হয়েছে। তাই আপনার পছন্দের বাংলা ফানি জোকস ফেসবুক স্ট্যাটাস টি সংগ্রহ করে নিন।
১। নন্টেঃ তর আজ ডক্টর এর কাছে যাওয়ার কথা ছিল না?
ফন্টে আজ যাওয়া হবে না, শরীরটা ভীষণ খারাপ।
২। কিডনাপারঃ তোর বউ আমার কাছে আছে, একটি আঙ্গুল কেটে পাঠালাম প্রমাণ স্বরূপ।
স্বামীঃ বিশ্বাস করিনা, মাথা কেটে পাঠাও।
৩। স্ত্রীঃ ডক্টর, আমার স্বামী ঘুমের ঘোড়ে কথা বলে।
ডক্টরঃ আপনার স্বামী যখন জেগে থাকে, তখন তাকে কথা বলার সুযোগ করে দিন আগে।
৪। শিক্ষকঃ ১ গ্রাম কত টুকু?
ছাত্রঃ ঐটা নির্ভর করে আপনি কি চাচ্ছেন।
৫। নন্টেঃ জকে রাতে চাঁদ এর আলো দেখা যাচ্ছে না অনেক অন্ধকার হয়ে আছে, তাই না?
ফন্টেঃ জানি না, আমিতো কিছুই দেখতে পারছিনা।
৬। শিক্ষকঃ আমরা মুরগী থেকে কি পাই?
ছাত্রঃ চিকেন ফ্রাই।
শিক্ষকঃ আর গরু থকে কি পাই?
ছাত্রঃ বাড়ীর কাজ।
৭। আমার এক বন্ধু বলল খাবারের মধ্যে একমাত্র পেয়াজ নাকি কাদায়। আমি তখন তার মুখে নারিকেল ছুড়ে মারলাম, এখন ও কাদতেছে!
৮। প্রশ্নঃ গুগল ছেলে নাকি মেয়ে?
উত্তরঃ মেয়ে, কারণ গুগল বাক্য শেষ করার আগেই সাজেশন দিতে শুরু করে।
৯। শিক্ষকঃ কোন বইটি তোমার জীবনে সব থকে বেশি সহযোগিতা করেছে।
ছাত্রঃ আমার বাবার চেক বই।
১০। কখনও কার মন ভাঙবেন না, হাড় ভাঙ্গুন। কারণ হাড় ২০৬ আর মন ১ টি।
১১। মা তার ছেলে কে বলতেছে, ঐদিকে দেখ একটা ছেলে কত নম্র এবং ভদ্র, কোন খারাপ ব্যবহার করে না। ছেলে তার মা’কে বলছে, মনে হয় ছেলেটার মা-বাবা ভাল।
১২। ছেলেঃ আমি আমার আমিকে, তোমাকে উপহার দিতে চাই।
মেয়েঃ দুঃখিত, আমি সস্তা উপহার গ্রহণ করি না।
১৩। তুমি তখনই বুঝবা যে তুমি মোটা হচ্ছ, যখন তুমি তোমার বন্ধুদের সামনে বলবা “মোটা হয়ে যাচ্ছি” আর তারা তোমাকে সংশোধন করায় না।
১৪। তোমার দাঁতের মাঝ খানের ফাকা অংশ দেখে মনে হচ্ছে, তোমার জ্বিব জেলের ভিতরে আছে।
১৫। শিক্ষকঃ বলত, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
ছাত্রঃ স্যার, গরু হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী,
শিক্ষকঃ কিভাবে?
ছাত্রঃ কারণ, অতি চালাকের গলায় দড়ি।
ফানি ক্যাপশন
যারা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য ফানি ক্যাপশন খুজছেন। তারা ঠিক জায়গাতেই এসেছেন। আপনাদের কথা চিন্তা করে আজকের পোষ্টে আমরা তুলে ধরেছি ফানি ক্যাপশন বাংলা। তাই নিচ থেকে সংগ্রহ করে নিন ফানি ক্যাপশন বাংলা।
১। শ্বাশুড়িঃ ২-২ টা চোখ আছে, চাল থকে পাথর আলাদা করতে পার না?
বউঃ ৩২ টা দাঁত আছে, দাঁত গুলা ব্যাবহার করলেই হয়।
২। নন্টেঃ বুঝলি ফন্টে, আজকে তর জন্য ২ টা সংবাদ আছে, একটা দুঃখের আরেকটা সুখের। কোনটা আগে শুনবি?
ফন্টেঃ দুঃখের টা বল।
নন্টেঃ দুঃখের সংবাদ হচ্ছে, আজকে তর কোন সু-সংবাদ নাই আর সুখের সংবাদ হচ্ছে আজকে তর কোন দুঃখের সংবাদ নাই।
৩। সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্ট গেল ভাইভা দিতে এবং ভাইভা শেষে অফিসার তাকে জিজ্ঞেস করল,
অফিসারঃ মাসিক, কি রকম সেলারি তুমি এক্সপেক্ট করছ?
সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টঃ ১২০০০০ টাকা। তবে ডিপেন্ড করে আপনি কি রকম প্যাকেজ অফার করছেন।
অফিসারঃ আসলে, প্যাকেজে থাকছে ৫ সপ্তাহের ছুটি, ১৪ টি পেইড হলিডে, ফুল মেডিক্যাল এবং ডেন্টাল সাপোর্ট। এবং সাথে থাকছে ৫০% সেলারির অবসর ফান্ড।
সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টঃ আপনি কি আমার সাথে মজা করছেন?
অফিসারঃ শুরু কে করেছিল?
৪। ওয়েটারঃ আপনি সমুসা এর ভিতরের সব খেলেন কিন্তু বাইরের সব অংশ খেলেন না কেন?
বল্টুঃ কারণ ডক্টর বলেছেন, বাইরের খাবার না খেতে।
৫। বাবাঃ রেজাল্ট এর কি খবর?
ছেলেঃ একটা সু-সংবাদ আরেকটা দুঃসংবাদ।
বাবাঃ সু-সংবাদ বল।
ছেলেঃ আমি পরীক্ষায় পাস হইছি।
বাবাঃ আর দুঃসংবাদ বল।
ছেলেঃ সু-সংবাদ টা মিথ্যা।
৬। ছেলেঃ তুমি পৃথিবীর যে জায়গায়ই থাক, আমি তোমাকে- তোমার ঘ্রাণেই খুঁজে বের করে ফেলব।
মেয়েঃ আমি আগেই জানতাম, তুই যে কুকুর।
৭। ডক্টরঃ আপনার স্বামীর অনেক ঘুম এবং বিশ্রামের প্রয়োজন। এই নিন ঘুমের ঔষধ।
স্ত্রীঃ কখন খাওয়াব?
ডক্টরঃ এগুলো আপনার জন্য।
৮। স্বামী তার স্ত্রী এর সাথে ঝগড়া করার পর বাসা থেকে বেরিয়ে পরে তারপর রাতে ফোনে মেসেজ করে,
স্বামীঃ আজকে খাবারে কি কি আছে?
স্ত্রীঃ বিষ!!!!
স্বামীঃ আমার আসতে দেরী হবে। তুমি খেয়ে নাও তাহলে।
৯। স্ত্রীঃ তুমি সবসময় আমার ছবি তোমার কাছে রাখ কেন?
স্বামীঃ যখন আমি কোন সমস্যায় থাকি যত অসম্ভবই হোক না কেন, তোমার ছবি দেখা মাত্রই সমস্যা দূরে চলে যায়।
স্ত্রীঃ দেখেছ, আমি কত পাওয়ারফুল।
স্বামীঃ আমি তোমার ছবি দেখি আর ভাবি তোমার থেকে বড় সমস্যা আর কি হতে পারে।
১০। যখন একজন পুরুষ গাড়ির দরজা খোলে তার স্ত্রীর জন্য; এইটা পরিস্কার যে, হয় গাড়িটি নতুন না হয় স্ত্রী।
১১। বল্টু ডায়েরী লিখছে,
আজকে আমার বোনের সন্তান হবে, কিন্তু বুঝতে পারছি না; মামা হব নাকি মামী।
১২। শিক্ষকঃ বল্টু ট্রেন বানান করত।
বল্টুঃ ট্রে,,,ট্রে,,,ট্রে,,,
শিক্ষকঃ মানে কি? এতক্ষণ লাগতেছে কেন?
বল্টুঃ স্যার! ট্রেন অনেক বড়, এই কারনেই বেশি সময় নিচ্ছে।
ফেসবুকে যত সব মজার মজার পোস্ট
আরও পড়ুন: ফানি স্ট্যাটাস বাংলা ২০২২, ফানি স্ট্যাটাস বাংলা ২০২৩, ফানি পোস্ট মেয়েদের, রোমান্টিক ফানি ক্যাপশন, বাংলা ফানি স্ট্যাটাস, ফেসবুক ফানি স্ট্যাটাস বাংলা, ফানি পোস্ট ফেসবুক, ছোট ফানি স্ট্যাটাস, সিঙ্গেল ফানি স্ট্যাটাস, 18 funny status bangla, ফানি ক্যাপশন বাংলা, funny caption bangla for fb, funny status bangla 2023
সর্বশেষ কথা
আশা করি আজকের পোস্ট এর সাহায্যে ফেসবুক স্ট্যাটাস ফানি খুঁজে পেয়েছেন। আজকের এই পোষ্ট ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আরো নতুন নতুন সফেসবুক স্ট্যাটাস ফানি পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।