বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, বর্ডার গার্ড বাংলাদেশ এ যােগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হােন ডিজিটাল পদ্ধতিতে ৯৭তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করত টেলিটক প্রিপেইড মােবাইল হতে এসএমএস প্রেরণের মাধ্যমে রেজিষ্টেশন করতে আহ্বান করা যাচ্ছে।

আরো চাকুরিরি খবর দেখুন

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)

  • পদ সংখ্যা: ০৮ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমান পাস।
  • বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ওয়েন্ডার (পুরুষ)

  • পদ সংখ্যা: ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
  • বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: পেইন্টার (পুরুষ)

  • পদ সংখ্যা: ০৩ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
  • বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

বিজিবি নিয়োগ ২০২১

পদের নাম: মেশন (পুরুষ)

  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
  • বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ভলকানাইজার (পুরুষ)

  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
  • বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: বাবুর্চি (মহিলা)

  • পদ সংখ্যা: ০৫ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বিজিবি নিয়োগ

শারীরিক যােগ্যতা:

পুরুষ

  • উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার (৫’:০”)।
  • ওজন: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি। তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম/বেশী হবে।

মহিলা

  • উচ্চতা: মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার (৪’-৮”)।
  • ওজন: মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি। তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম/বেশী হবে।

বুকের মাপ:

  • পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: ৮১.২৮ – ৮৬.৩৬ সেঃ মিঃ ( ৩২”-৩৪”)।
  • মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: ৭৬.২০ – ৮১.২৮ সেঃ মিঃ (৩০”-৩২”)। উভয় ক্ষেত্রে সম্প্রসারণ- ৫.০৮ সেঃ মিঃ (২” কমপক্ষে)।

দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তে নিয়োগ বিজ্ঞপ্তি

 

অফিসিয়াল ওয়েবসাইট: www.bgb.gov.bd

আবেদন শেষ সময়: ১৭ মার্চ ২০২১ তারিখে।

বয়স: ক।অবিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ০১-৭-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছর (জন্ম তারিখ ০২-৭-১৯৯১ হতে ০১-৭-২০০৩ এর মধ্যে হতে হবে)।

খ। বিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৭-২০১৬ এবং মহিলা ০২-৭-২০১০ তারিখের পরে হতে হবে)।

গ। অবিবাহিত মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে ০১-৭-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর (জন্ম তারিখ ০২-৭-১৯৮৯ হতে ০১-৭-২০০৩ এর মধ্যে হতে হবে)।

ঘ। বিবাহিত মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৭-২০১৪ এবং মহিলা ০২-৭-২০০৮ তারিখের পরে হতে হবে)। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেডিট গ্রহণযােগ্য নয়।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযােগ্য নহে)।

ভর্তির স্থান ও তারিখ: রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।

About admin

Check Also

নায়িকা শাবানার সন্তানেরা কে কী পেশায় আছেন না জানলে জেনে নিন ! সত্যি বিশ্বাস করা যায় না!

শাবানার সন্তানরা কে কি করছেন: সন্তানদের ভবিষতের কথা চিন্তা করে চলচ্চিত্রের ৩৬ বছরের সোনালী ক্যারিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *