বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(Bangladesh Bank Job Circular 2024): বাংলাদেশ ব্যাংক নিয়োগ শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | বাংলাদেশ ব্যাংক |
ওয়েবসাইট | http://www.bb.org.bd/ |
পদ সংখ্যা | ০৩ টি |
খালি পদ | ০৬ টি |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচ.এস.সি/স্নাতক |
আবেদনের প্রক্রিয়া | erecruitment.bb.org.bd |
আবেদনের শুরু তারিখ | ০৬ জুন, ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ০৮ জুলাই, ২০২৪ |
আবেদনের মাধ্যম | টেলিটক/অনলাইনে |
বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৪
পদের নামঃ সহকারী পরিচালক (এক্স ক্যাডার-পাবলিকেশন্স)
পদ সংখ্যাঃ ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/ প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স/ ইংরেজী/ বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
বেতনঃ বিজ্ঞপ্তিতে দেখুন।
পদের নামঃ অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন্স)
পদ সংখ্যাঃ ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/ প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স/ ইংরেজী/ বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
বেতনঃ বিজ্ঞপ্তিতে দেখুন।
পদের নামঃ অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন্স) (ফটোগ্রাফার)
পদ সংখ্যাঃ ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
বেতনঃ বিজ্ঞপ্তিতে দেখুন।
Bangladesh Bank Job Circular 2024
- আবেদন শুরুর তারিখ: ০৬ জুন, ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা।
- আবেদনের শেষ সময়: ০৮ জুলাই, ২০২৪ বিকাল ১১.৫৯ টা।
আবেদনের নিয়ম: অনলাইন (online) http://erecruitment.bb.org.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন….
নিয়োগের শর্তাবলিঃ
আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ০৮/০৭/২০২৪ তারিখ, রাত ১১.৫৯ টা। ফি প্রদান ও Payment Verification এর শেষ তারিখ ও সময়: ১১/০৭/২০২৪ তারিখ, রাত ১১.৫৯ টা। আবেদন ফি: অফেরতযোগ্য টাকাঃ ২০০/- Bangla QR এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। সহকারী পরিচালক (এক্স ক্যাডার-পাবলিকেশন্স) পদে নিয়োগের ক্ষেত্রে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২টিতে এবং অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন্স) পদে নিয়োগের ক্ষেত্রে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১টিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ থাকতে হবে। উল্লিখিত পদসমূহে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ গ্রহণযোগ্য হবে না।
Bangladesh Bank Job Circular
গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শাঃ১১/৫-১ (অংশ)/৫৮২ ও শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমানে প্রচলিত জি.পি.এ বা ক্ষেত্রমত, সি.জি.পি.এ-এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ নিম্নরূপে নির্ধারিত হবে।
এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১১/০৬/২০২৪ তারিখ হতে ০৮/০৭/২০২৪ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ০৮/০৭/২০২৪ তারিখ বা তৎপূর্বে যাদের ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী অথবা স্নাতকোত্তর ডিগ্রীর ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তারা আবেদনের যোগ্য হবেন।
আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ যাদের CV রয়েছে, তারা তাদের উক্ত CV এর মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম এবং পিতা ও মাতার নাম এস.এস.সি/সমমানের সনদে যে ভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সে ভাবে লিখতে হবে। নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে প্রার্থীগণ আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন/আপডেট করে নিবেন।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং নির্ধাবিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা Formal রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি/বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রে অসামঞ্জস্য/ভুল তথ্য থাকলে পরবর্তীতে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে।