মানিকগঞ্জের সিংগাইরে আয়েশা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাখার অভিযোগে দুই সন্তান ও গৃহবধূকে আটক করা হয়েছে। বৃদ্ধা মা গোয়াল ঘরে, ছেলেসহ পুত্রবধূ আটক মো. ইউসুফ আলী ১ মিনিটে পড়ুন সোমবার (১৩ জুন) সিংগাইর উপজেলার চারিগ্রাম
ইউনিয়নের মধ্য চারিগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই এলাকার মৃত হযরত আলী ওরফে আজারির স্ত্রী। আটক ব্যক্তিরা হলেন বৃদ্ধার সন্তান কলম (৫৫) ও মোস্তফা কামাল (৪৫) এবং গৃহবধূ মর্জিনা (৩২)। আরও পড়ুন: অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে স্ত্রী-সন্তানসহ মারা গেলেন ডা. বাসুদেব সাহা জানা যায়, প্রায় ৬ মাস আগে ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে গোয়াল ঘরে রাখেন তার এক গৃহবধূ ও সন্তানরা।
ঠিকমত খাবার না পেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। খাবারের জন্য প্রায় সময় ওই বৃদ্ধা কাকুতিমিনতি করতে থাকেন। প্রতিবেশীরা ওই অসহায় বৃদ্ধার দিকে সহায়তার হাত বাড়ালে গৃহবধূ খারাপ আচরণ করেন এমন অভিযোগও পাওয়া যায়। বিষয়টি থানা নজরে এলে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক বৃদ্ধাকে উদ্ধারের পাশাপাশি পুলিশ তার দুই ছেলে কলম ও মোস্তফা কামাল এবং গৃহবধূ মর্জিনাকে আটক করেন। আরও
পড়ুন: জমি পেতে মাকে গলা কেটে হত্যা করে মেয়ে এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। তার দুই সন্তান ও গৃহবধূকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।