বোনকে শ্লীলতাহানি থেকে বাঁচাতে বুক পেতে দিল ভাই

কক্সবাজার শহরের সমিতি পাড়ায় মামার বাড়ি বেড়াতে গিয়েছিলেন নাফিজা আক্তার রিনা (১৪) নামের এক তরুণী। দুইদিন পর ভাইয়ের সাথে বাড়ি ফিরছিলেন সে। আর তাকে ঘিরেছিল কয়েক বখাটে যুবক। দূর থেকে বোনকে দেখে এগিয়ে গেল ভাই আব্দুল মোনাফ। বিষয়টি আঁচ করতে পেরে বোনকে তাড়াতাড়ি চলে যেতে বলে তিনি। এ সময় বখাটে জামাল, রায়হান ও আরমান তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা করে। প্রতিবাদ করলে বেধড়ক পিটিয়ে মোনাফকে জখম করে।

গত ৩১ মে সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকুলের আশ্রয়ন প্রকল্প সংলঘ্ন মনুপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১১ জুন) রাতে বোনের ইজ্জত রক্ষা ভাইয়ের প্রাণপণ চেষ্টা এবং বেধড়ক মার খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভিড়িওতে দেখা যায়, বোরকাপড়া এক তরুণীকে এক যুবক বুকে আগলে রেখেছেন। গালাগাল দিতে দিতে কয়েকজন বখাটে গাছের ডাল নিয়ে তাদের উপর্যুপরি মারতে থেকে। মারতে মারতে ডাল ভেঙ্গে গেলে লাথি, কিল ও ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে বখাটেরা চলে যায়।

ঘটনায় ভুক্তভোগী আব্দুল মোনাফ বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঝিনুক বিল্ডিংয়ে আমরা থাকি। সেখান থেকে আমার বোন মামার বাড়ি শহরের সমিতি পাড়ায় বেড়াতে গিয়েছিলেন। ৩১ মে বোন বাড়ি ফেরার পথে খুরুশকুল মনুপাড়ার আরমান, জামাল ও রায়হানসহ ৬/৭ জন আমার বোনকে শ্লীলতাহানির চেষ্টা করে।

তারা এসময় বোনের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ‘পরে আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বার বার পথ আটকাচ্ছিল। আমি কিছুটা দুর থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এসময় তার গায়ে কেন হাত দিয়েছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।’

মোনাফের অভিযোগ, সেদিন আহত হয়ে তিনি হাসপাতালে যান। কিন্তু বোনের সম্ভ্রম রক্ষায় বিষয়টি গোপন করে একটি ছিনতাইয়ের অভিযোগ দেন থানায়। পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। এরপর থেকে বখাটেরা মোনাফকে উপর্যুপরি হুমকি দিয়ে আসছে। তবে, ভিডিও ছড়িয়ে পড়ার পর তারা সবাই এখন গা-ঢাকা দিয়েছে। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবী মোনাফের।

হামলার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি বলেন, ‘এলাকার আরমানসহ কয়েকজন বখাটে এলাকার বিভিন্ন মেয়েকে উত্ত্যক্ত করত। বখাটেদের ভয়ে একা একা ওই এলাকার মেয়েরা ঘরের বাইরে যেতে পারত না। কয়েক দিন আগে রাতে এক প্রতিবেশীর ঘরে ঢুকে পড়ে ওই চার বখাটে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। মোনাফ তার বোনের জন্য প্রতিবাদ করায় তার উপর হামলা চালায় বখাটেরা।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, ‘ভিকটিমের পরিবারের লোকজন ওই কিশোরীকে শ্লীলতাহানিসহ মোনাফকে মারধরের বিষয়টি গোপন করে থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দেন। পরে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এধরনের আলামত না পেয়ে রহস্য উদ্ঘাটনে কিছুটা সময় লেগেছে।’
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

About admin

Check Also

পুলিশি তদন্তে নতুন মোড়; মাকে হ-ত্যা করেনি ছেলে, জানাগেল আসল সত্য

পুলিশি তদন্তে নতুন মোড়; মাকে হ-ত্যা করেনি ছেলে, জানাগেল আসল সত্য

বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে, নিহতের …