‘মারা গেছেন’ নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ

ক্রিকেটার নাসির ও গায়ক ইলিয়াসকে জ’ড়িয়ে আ’লোচনায় ওঠে আসা নবীন নায়িকা হুমায়রা সুবাহকে ফেসবুকে তাকে মৃ’ত বা ‘রিমেমবারিং’ দেখাচ্ছে। সোমবার সকাল থেকেই সুবহাকে ফেসবুকে মৃ’ত দেখাচ্ছে।

যদিও তিনি বেঁচেই আছেন এবং তার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মু’ক্তির প্রতীক্ষায় রয়েছে। সুবাহ বলেন, আমি তো বেঁচেই আছি। হঠাৎ করেই কেন এ রকম দেখাচ্ছে, বুঝতে পারছি না। বিষয়টা আমি এরই মধ্যে সাই’বার ইউনিট জানিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন।

এ মুহূর্তে সুবহা তার অভিনীত প্রথম ছবি ‘বসন্ত বিকেল’ মু’ক্তির অপেক্ষায় দিন গুনছেন। ছবিতে তিনি অভিনয় করেছেন ‘দেশা দ্য লি’ডার’ খ্যাত অভিনেতা শিপন মিত্রের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করছেন রফিক শিকদার।

এটি প্রযোজনা করেছেন সামসুজ্জামান রিমন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস।

About admin

Check Also

সারদায় পুলিশের আড়াই শতাধিক ক্যাডেট এসআইকে অব্যাহতি, যে কারণে চাকরি হারাচ্ছেন ২৫২ ক্যাডেট এসআই, যা জানা গেল

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট এসআই ৮২৩ জনের মধ্যে ২৫০ জনের অধিক প্রশিক্ষনার্থীকে …