আজ রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান

প্রতি বারের মতো এবারের পবিত্র ঈদুল আজহায় গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। আজ রবিবার (১০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে ‘রঙের দুনিয়া’ নামের সেই অনুষ্ঠান টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা প্রচার করবে। প্রতি বছর দশটি গান দিয়ে তার একক সংগীতানুষ্ঠান সাজানো হলেও এবার গান রাখা হয়েছে ৯টি।

গানগুলোতে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং মাহফুজুর রহমান নিজেও। গানগুলোর শিরোনাম হলো- তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের ওপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য আমি। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়িত হয়েছে।

প্রতি বছরই সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা। আর সে কারণেই তার গানের সঙ্গে যুক্ত হওয়া। ২০১৬ সাল থেকেই ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

About admin

Check Also

আর দেখা যাবে না ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’

দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’। এটির নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটির জনপ্রিয়তা এতটাই ছাড়িয়ে …