প্রাক্তন স্বামীর বিয়ের খবরে শবনম ফারিয়ার পোস্ট, সাড়া ফেলল অনলাইনে

বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত একজন অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা কারন নিয়ে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে থাকেন তিনি। গত বছরেরেও স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনে রীতিমতো আলোচনায় ছিলেন তিনি

আসলে মানুষের জীবন নদীর মতো। কখনো জোয়ার, কখনো ভাটা। কিছু মানুষ আমাদের জীবনে আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না। একই ঘটনা ঘটেছে ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার জীবনে।

শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করলেও সংসার টেকেনি। তারা বেছে নিয়েছে ভিন্ন পথ। বিচ্ছেদ ভুলে দ্বিতীয় সংসার শুরু করেছেন ফারিয়া। এবার তার দেখানো পথ অনুসরণ করলেন প্রাক্তন স্বামী। আবার বিয়ে করলেন অপু। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের ডে-তে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি যুক্ত করে ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, শুভ কামনা।’

উল্লেখ্য, ২০১৮ সালে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হারুনুর রশীদ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শবনব ফারিয়া। তবে দাম্পত্য কলহের জের ধরে মাত্র ২ বছরের মাথায় সম্পর্কের ইতি টানেন তারা।

About admin

Check Also

ভারত থেকে খুনি এনে হত্যা করা হয়েছে সালমান শাহকে: মা নীলা চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার …