বৌদি ক্যান্টিন’ সামলাতে আসছেন শুভশ্রী

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করার সুবাদে তিনি এখন টলিপাড়ার বৌদি হিসেবেই বেশি পরিচিত। অভিনয়ের পাশাপাশি স্বামী, সন্তান ও সংসার তিনি নিজ হাতেই সামলান। শুভশ্রী এবার সামলাতে আসছেন ‘বৌদি ক্যান্টিন’।

‘বৌদি ক্যান্টিন’র বৌদি হচ্ছেন শুভশ্রী নিজেই। এটি মূলত একটি সিনেমার নাম। এর আগে কলকাতার ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বৌদি সংশ্লিষ্ট চরিত্রের সিনেমা হয়েছে। তবে এমন চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন তিনি। এ সিনেমায় তার বিপরিতে দেখা যাবে অভিনেতা ও সাংসদ সোহম চক্রবর্তীকে। এরইমধ্যে প্রকাশে এসেছে এই সিনেমার টিজার।

‘এবার পুজোয় পেটপুজো হোক বৌদি ক্যান্টিনে!’ এমন ক্যাপশনে কয়েকদিন আগেই উন্মুক্ত করা হয়েছে ‘বৌদি ক্যান্টিন’ ছবির ফার্স্ট লুক। আর এবার ছবির টিজারে সামনে এলেন সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করা পৌলমী। যার হাত ধরেই জন্ম নেবে ‘বৌদি ক্যান্টিন’। এ সিনেমাটি পরিচালনা করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

কলকাতার মেয়ে আসমা খান। জীবনের নানা চড়াই উৎরাই পাড়ি দিয়ে তিনি হয়ে ওঠেন বিশ্বের বিখ্যাত একজন রাধুনি। তার হাতের রান্নার গুণে মুগ্ধ সবাই। সুদূর লন্ডনে একাধিক রেস্তরাঁও রয়েছে তার। শুধু মাত্র রান্নার কাজ করে কিভাবে একজন গৃহবধূ তার নিজস্ব একটি পরিচয় তৈরি করতে পারেন, নিজেকে স্বতন্ত্র করে তুলতে পারেন তেমন গল্পই বলা হয়েছে ‘বৌদি ক্যান্টিন’এ। আর সে গল্পকে পরিচ্ছন্নভাবে সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন।

পরিচালক পরমব্রত জানান, একজন মহিলা রান্নার মাধ্যমেও পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন, সে বার্তাই দেবে ‘বৌদি ক্যান্টিন’। এ সিনেমায় আসমা খানের ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী। আর তার স্বামীর চরিত্রে দেখা যাবে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কেই। থাকছেন সোহম চক্রবর্তীও। এছাড়া অনসূয়া মজুমদারকে দেখা যাবে শুভশ্রীর শাশুড়ির ভূমিকায়।

প্রসঙ্গত, গত ৩ জুন মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজি’। সেই ছবিতেও স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত এবং শুভশ্রী। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে ছবিটি। ভালো ব্যবসাও করেছে। তারপরই পরমব্রতর পরিচালনায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …