আমাকে শীর্ষ সন্ত্রাসী বানাতে নাটক সাজানো হচ্ছে: মামুনুল হক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমাকে জাতির কাছে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে প্রতিদিন নাটক সাজানো হচ্ছে। আমার দুই হাতেই হাতকড়া দেওয়া হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) মামুনুলকে নাশকতার মামলায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪-এর বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকার আদালতে হাজির করা হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় উত্তেজিত হয়ে এসব কথা বলেন তিনি।

বর্তমানে নাশকতার মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। তবে এদিন দিন মামলার কোনো সাক্ষী আদালতে হাজির হননি। মামুনুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, আজ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ছিল। তবে সাক্ষ্য দিতে কোনো সাক্ষী আদালতে হাজির হননি।

এর আগে ২৯১৫ সালের ১৪ জানুয়ারী মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা গাড়ি ভাংচুর ও আগুন দেয়। এ ঘটনায় মিরপুর মডেল থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজীব আহমেদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম। ২০১৭ সালের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

উল্লাপাড়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, অপসারণের দাবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বরহর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা শারমীনের বিরুদ্ধে নানান অনিয়ম ও সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারনে প্রধান শিক্ষিকা শামীমা শারমীমকে অপসারণের দাবিতে, বিদ্যালয় পরচিালনা কমিটি, শিক্ষক ও অবিভাকগণের লিখিত অভিযোগ দাখিল করছেন এবং অভিযোগের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লিখিত অভিযোগ ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা শারমিন দীর্ঘ দিন ধরে ক্ষমতার অপব্যবহার ও অনেক অনিয়ম-দুর্নীতি করে আসছিলেন। এ ঘটনা গুলোর প্রতিকার চেয়ে গত ৯ জুন প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল এবং ঐ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করা হয়। দাখিলকৃত লিখিত অভিযোগে ঐ বিদ্যালয়ের পরচিালনা কমিটির সভাপতি, শিক্ষক ও অবিভাকগণ স্বাক্ষর করেন।

এর পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ঐ তদন্ত কমিটিতে রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদকে আহবায়ক এবং কামারখন্দের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে এম শরিফুল ইসলাম ও বেলকুচির সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। এ ঘটনা গুলো তদন্ত করার জন্য আসছে ১৮ অক্টোবর সকাল ১০টায় উল্লাপাড়া শিক্ষা অফিসে বিবাদী ও বাদীগণকে নোটিশের মাধ্যমে ডাকা হয়েছে।

এদিকে সরজমিনে বরহর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সোমবার বেলা ২.৩০টার দিকে গেলে প্রধান শিক্ষিকা শামিমা শারমীনকে অনুপস্থিত পাওয়া যায়। সহকারী অনান্য শিক্ষক শিক্ষিকারা জানান, প্রতিনিয়ত দেরিতে আসেন এবং ছুটির সময়ের আগেই চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক বরহর দক্ষিণ পাড়া এলাকার অনেকেই বলেন, আলমগীর চেয়ারম্যান (সাবেক) এর ভাতিজি ও স্থানীয় প্রভাবশালী বংশের মেয়ে হওয়ায় স্কুলে আসার পর থেকেই সহকারী শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক এমন কি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন তালুকদারের সাথেও অসদাচরণ করেন। এতে জালাল উদ্দীন তালুকদার নিজেই সভাপতির দায়িত্ব ছেড়ে দেন।

এছাড়া উপজেলার তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন এক সহকারী শিক্ষিকার চুল টেনে ছিড়ে ফেলায় স্কুল ম্যানেজিং কমিটির অভিযোগের কারণেই তাকে সেখান থেকে বদলি করা হয় এ নিয়ে ঐ সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিকবার লেখালেখিও হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, তেতুলিয়া স্কুলে সহকারী শিক্ষিকার সাথে অসৌজন্যমূলক আচরণের কারনে তাকে বদলি করে এখানে পাঠানো হয়। এখানে আসার পর থেকে প্রায় প্রতিদিনই অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে ঝামেলা আছেই। তাই আমরা অভিযোগ দিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা শামীমা শারমিনের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, আমার কাজ থাকায় ২.৩০ মিনিটের দিকে স্কুল থেকে চলে এসেছি, আপনারা সরকারী স্কুলে অনঅধীকার প্রবেশ করেছেন কেন, আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েই এসেছি। অভিযোগের বিষয়ে কিছু জানতে চাইলে তাদের কাছ থেকে জেনে নিবেন।

এলাকাবাসী ও স্কুলের কোমল মতি শিশু অভিভাবকদের দাবি প্রধান শিক্ষিকা শামীমা শারমীন কে আপসারন ও শাস্তির ব্যবস্থা করে উর্ধতন কর্মকর্তারা স্কুলের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে। যাতে কোন শিক্ষক শিক্ষিকা (মানুষ গড়ার কারিগড়) ভবিষ্যতে কোন অভিভাবক, সদস্য, ও সহকারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করতে না পারে।

About admin

Check Also

মেয়ের সঙ্গে ঈদ করা হলো না বাবার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবু জাহের। দীর্ঘ চার বছর পর বিদেশ থেকে দেশের মাটিতে ফিরেছেন। দেশে …