বাংলাদেশ ব্যাংক 10টি ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি 2023 প্রকাশ করেছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির 10টি ব্যাংক এবং আর্থিক সিনিয়র অফিসার (সাধারণ) সদস্য পদে মোট 922 জন কর্মকর্তা নিয়োগ করা হবে। সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেওয়া হবে সোনালী ব্যাংকে (৩৯৩ জন)। অনলাইনে আবেদন করুন (https://erecruitment.bb.org.bd) 31 জানুয়ারী 2022 রাত 11.59 PM থেকে 5 ফেব্রুয়ারি 2023 11.59 PM এর মধ্যে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 29 ডিসেম্বর 2022 তারিখে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
10 ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ 2023
নিয়োগ প্রক্রিয়া: | সমন্বিত ব্যাংক নিয়োগ |
কর্তৃপক্ষ: | বাংলাদেশ ব্যাংক-ব্যাংকার্স সিলেকশন কমিটি |
মোট ব্যাঙ্কের সংখ্যা: | 10 ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান |
পদের নাম: | সিনিয়র অফিসার (সাধারণ) |
মোট পদের সংখ্যা: | 922 |
কাজের আইডি নম্বর: | 10180 |
আবেদনের শেষ তারিখ: | 5 ফেব্রুয়ারি 2023 |
অনলাইন আবেদন লিংক: | https://erecruitment.bb.org.bd |
একটি ব্যাংকে কয়টি চাকরি?
সিনিয়র অফিসার (জেনারেল) পদে মোট ৯২২ জনকে নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে-
- সোনালী ব্যাংকে ৩৯৩ জন
- জনতা ব্যাংকে ৯৪ জন
- অগ্রণী ব্যাংকে ১৫০ জন
- রূপালী ব্যাংকে ২৫ জন
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংকে ২৬ জন
- বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন
- বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১৭ জন
- প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে ১১ জন
- কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন ও
- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ৬ জন
আবেদনের যোগ্যতা ও বেতন
যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। এই পদে নিয়োগ হলে বেতন স্কেল হবে 22,000-53,060 টাকা।
প্রার্থীর বয়স
আবেদনের সর্বোচ্চ বয়স 30 বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, 25 মার্চ 2020 তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করুন। আবেদন জব আইডি নং 10180। ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে 200 টাকা আবেদন ফি জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে।
ইন্টিগ্রেটেড 10 ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি 2023
10টি ব্যাঙ্কের সিনিয়র অফিসার জেনারেল জব সার্কুলার 2023 পিডিএফ
সিনিয়র অফিসার (সাধারণ) নিয়োগ পরীক্ষার পদ্ধতি কি হবে?
সমন্বিত ব্যাংক নিয়োগ প্রক্রিয়ায় সিনিয়র অফিসার (জেনারেল) পদের জন্য পরীক্ষা ৩ ধাপে অনুষ্ঠিত হবে। 1ম ধাপ হল প্রাথমিক পরীক্ষা (100 নম্বরের MCQ), 2য় ধাপ হল 200 নম্বরের লিখিত পরীক্ষা এবং 3য় ধাপ হল 25 নম্বরের ভাইভা (মৌখিক পরীক্ষা)।