যখন দরকার হয় তখন পাই না সাকিবকে

সাকিব আল হাসানকে পাওয়া না-পাওয়া নিয়ে অনিশ্চয়তা নতুন নয়। কখনো তিনি নিজে খেলতে চান না। কখনো ইনজুরি, পারিবারিক সমস্যায় তার খেলা হয় না। এবার করোনার ধাক্কা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা পজিটিভ হয়েছেন তিনি।

খেলতে পারবেন না শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমাদের যখন সবচেয়ে বেশি দরকার হয় তাকে, তখনই সাকিবকে পাই না!’

বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন ওর কোনো সমস্যা নেই। কয়েকদিন পর আবার পরীক্ষা হবে।’

নাজমুল হাসান বলেন, ‘তার না থাকা অবশ্যই দলের জন্য বড় ধাক্কা। শ্রীলংকা শক্তিশালী দল। আর টেস্টে আমরা এখনো দুর্বল। এ কারণে এটা একটা বড় সুযোগ ছিল আমাদের। এখন অভিজ্ঞরা যদি ভালো খেলতে পারে, তাহলে না জেতার কারণ নেই।’ তিনি বলেন, ‘তাসকিন থাকলে ভালো হতো। চাইলে শরীফুল খেলতে পারবে। ইবাদত-খালেদও খারাপ না। ফর্ম ধরে রাখতে পারলে তারাও বিশ্বমানের হবে। তবে সাকিব থাকলে আমাদের একজন ব্যাটার বেশি থাকে। সেটা কমে গেল। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। যখন দরকার হয় তখনই আমরা তাকে পাই না। এখন আমরা শুধু তার সুস্থতাই কামনা করতে পারি।’

About admin

Check Also

সাকিবকে সব ধরণের আইনি সহায়তা দেবে বিসিবি

সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই …