ফ্রিতে যদি ভাইরাল হই, সমস্যা কী: সুবাহ

সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের করা মামলায় তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ। আদালতে সুবাহর পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

আগাম জামিন পেয়ে সুবাহ গণমাধ্যমকে জানান, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এনে ইলিয়াস মামলা করেছিলেন। আমি বিচারিক আদালতে এসব বিষয় তুলে ধরব। এদিকে জামিনে থাকা সুবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব। তবে কিছুক্ষণ আগে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে সুবাহ লেখেন, ‘ও এখন পাগলা কুকুর হয়ে গেছে। আমাকে নিয়ে যত বেশি মিথ্যা প্রচার করা হবে তত বেশি ভাইরাল হব। আমার ৪টা বাচ্চাও আছে, তাতে কার বাবার কী! আর যতই নাটক করো, যতই কাহিনি রটাও দেনমোহর না দেওয়ার ভয়ে, তাতে কোনো লাভ নেই। মামলা তুলব না।’

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের পর সপ্তাহ পার না হতেই শুরু হয় ঝামেলা। সুবাহর অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …