সেনাবাহিনীর সাধারণ জ্ঞান, সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতির জন্য, সেনাবাহিনীর ভাইভা প্রস্তুুতি ….

(১) বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বনাম কি = ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

(২) ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে = মেজর গণি।

(৩) বাংলাদেশ মিলিটারি একাডেমী কোথায় অবস্থিত = চট্রগ্রামের ভাটিয়ারিতে (পূর্বেছিলো কুমিল্লায়)

(৪) বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী = সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে

(৫) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবি কি = জেনারেল।

(৬) বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে = সুরাইয়া বেগম।

(৭) বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি = ৩ টি যথা:

সেনা বার্তা

সেনা প্রবাহ

আর্মি জার্নাল।

(৮) বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের “ট্যাংক” যুক্ত হয় কবে = ২০১২ সালে।

(৯) মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে = জেনারেল এমএজি ওসমানী।

(১০) সোর্ড অব অনার’ প্রদান করা হয় কাকে = সেনাবাহিনীর ক্যাডেটদের।

(১১) বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত = কুর্মিটোলা,ঢাকা।

(১২) বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্টিা কবে = ১২ জুলাই ১৯৭১ সালে।

(১৩) বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় = ঢাকা সেনানিবাস

(১৪) বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক কি = ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং কোণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা

(১৫) বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ট কতজন = ৩ জন।

সিপাহি মোস্তফা কামাল

সিপাহি হামিদুর রহমান

ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

(১৬) বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি প্রাপ্ত প্রথম জেনারেলের নাম কী = জেনারেল এমএজি ওসমানী।

(১৭) বাংলাদেশের প্রথম সেনাপতির নাম কি = জেনারেল এমএজি ওসমানী।

(১৮) বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী = ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং তার ওপরেকৌণিকভাবে জাতীয় ফুল শাপলা।

(১৯) বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত = ঢাকায়।

(২০) বাংলাদেশ সেনাবাহিনীর সবোর্চ্চ পদ কি = ফিল্ড মার্শাল।

(২১) বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাট্রুপার কে = ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।

(২২) বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরষ্কার লাভ করে = স্বাধীনতা পুরষ্কার-২০০৭।

(২৩) বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কী = বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্ট (BIR)

(২৪) বাংলাদেশ মিলিটারি একাডেমী কয়টি ও কোথায় অবস্থিত? ১টি = চট্টগ্রাম অবস্থিত

(২৫) বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেয়া হয় কোথায় = স্টাফ কলেজে।

(২৬) বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত = বিজয় সারণি, তেজগাঁও (ঢাকা)

(২৭) গোপন স্থান থেকে আক্রমন চালানোর স্থানকে কি বলে = ব্লাক আউট

১.বাংলাদেশে সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে?

উত্তরঃ ১৯৭১ সালে।

২.বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কী কী?

উত্তরঃ০৩টি। সেনাবার্তা,সেনা প্রবাহ ও আর্মি জার্নাল।

৩.বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকা সেনানিবাস।

৪.বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী?

উত্তরঃসমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।

৫.বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী?

উত্তরঃক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌনিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।

৬.বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল কে?

উত্তরঃমুহাম্মদ আতাউল গণি ওসমানী।

৭.বাংলাদেশর প্রথম সেনাপ্রধান কে?

উত্তরঃজেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।

৮.বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কত জন?উত্তরঃ ০৩ জন। সিপাহি মোস্তফা কামাল, সিপাহি হামিদুর রহমান ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

৯.বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে?উত্তরঃ ঢাকা, সাভার,মিরপুর(ঢাকা),রাজেন্দ্রপুর(গাজীপুর),বগুড়া, রাজশাহী, কাদিরাবাদ(নাটোর),শহীদ সালাউদ্দিন(টাঙ্গাইল),ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম,যশোর,জালালাবাদ(সিলেট),জাহানাবাদ(খুলনা),রংপুর, সৈয়দপুর,খাগড়াছড়ি ও রাঙামাটি।

১০.বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কী?

উত্তরঃ ইস্টবেঙ্গল রেজিমেন্ট।

১১.ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ মেজর গণি।

১২.মেজর গণিকে কোন যুদ্ধে ‘টাইগার’ উপাধি দেওয়া হয়?

উত্তরঃ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে।

১৩.গোপন স্থান থেকে আকষ্মিক আক্রমণ চালানোর স্থানকে কী বলে?

উত্তরঃ ব্লাক আউট।

১৪.বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃবিজয় সারণি,তেজগাঁও(ঢাকা)।

১৫.বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত?

উত্তরঃ চট্টগ্রামের ভাটিয়ারীতে।

১৬.’সোর্ড অব অনার’ উপাধি প্রদান করা হয় কাকে?

উত্তরঃ সশস্ত্র বাহিনীর ক্যাডেটদেরকে।

সেনাবাহিনী ভাইভা প্রস্তুুতি || ১০০+ প্রশ্ন-উত্তর সহজ করবে তোমার সেনাবাহিনীর ভাইভা। ||

বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। দেশের একজন সু-নাগরিক হিসাবে দেশের সেবা করা প্রত্যেকেরি দায়িত্ব। আমরা সবাই কম বেশি এই দায়িত্ব পালন করে থাকি। কিন্তুু বাংলাদেশ সেনাবাহিনী হলো সেই দায়িত্বে অটুট। আমরা সবাই যেখান থেকে হাল ছেড়ে দেয় তারা সেখান থেকে পথ চলা শুরু করে। তারা নির্ভিক,তারা দয়ালু,তারা দেশের পরম বন্ধু। যারা সেনাবাহিনীতে আছেন তারা হলো এই বাংলা মায়ের সেরা সন্তান। আর যারা এই সেরা সন্তান হওয়ার জন্য আশাবাদি তাদের সাহায্য করতে আমাদের এই ছোট্ট পদক্ষেপ। সেনাবাহিনী যোগাদানের ক্ষেত্রে ভাইভা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রশ্ন গুলো জানা থাকলে নির্ভয়ে পারবেন ভইভা পাড়ি দিতে।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে?

⏩উত্তরঃ ১৯৭১ সালে।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনবাহিনীর প্রকাশনা কতটি ও

কী কী?

⏩উত্তরঃ ৩টি। সেনাবার্তা (Shena Barta),

সেনা

প্রবাহ (Shena Probaho) ও

আর্মি জার্নাল (Army Journal)।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন?

⏩উত্তরঃ ৩ জন।

সিপাহী মােস্তফা কামাল,

সিপাহী হামিদুর রহমান,

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

প্রশ্মঃ- ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?

⏩উত্তরঃ মেজর গণি।

প্রশ্মঃ- মেজর গণিকে কোন যুদ্ধে ‘টাইগার’ উপাধি

দেয়া হয়েছিল?

⏩উত্তরঃ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে।

প্রশ্মঃ- বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে?

বা, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কে?

⏩উত্তরঃ প্রেসিডেন্ট।

WATCH VIDEO ON TOUTUBE

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী?

⏩উত্তরঃ সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে।

প্রশ্মঃ- সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কী?

⏩উত্তরঃ বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্ট।

প্রশ্মঃ- বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কী?

⏩উত্তরঃ জেনারেল এম. এ. জি. ওসমানী।

প্রশ্মঃ- বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?

⏩উত্তরঃ ২১ নভেম্বর।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী?

⏩উত্তরঃ ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং ওপর কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।

ঢাকা মেট্রোরেল প্রকল্প ১০০ + প্রশ্ন।

প্রশ্মঃ- বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে?

⏩উত্তরঃ ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর কুমিল্লা,যশাের, চট্টগ্রাম, রংপুর, সৈয়দপুর, বগুড়া,খুলনা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান,ঘাটাইল ও রাজশাহী।

প্রশ্মঃ- সামরিক অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জাম বিভাগকে কী বলা হয়?
⏩উত্তরঃ অর্ডিন্যান্স বিভাগ ।

প্রশ্মঃ- বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?

⏩উত্তরঃ তেজগাঁও (বিজয় সরণির পাশে)

প্রশ্মঃ- জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত?

⏩উত্তরঃ খুলনায়।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি?

⏩উত্তরঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

প্রশ্মঃ- বাংলাদেশ মিলিটারি একাডেমী কোথায় অবস্থিত?

⏩উত্তরঃ চট্টগ্রামের ভাটিয়ারীতে (পূর্বে কুমিল্লায় ছিল)।

প্রশ্মঃ- বাংলাদেশ মিলিটারি একাডেমী প্রতিষ্ঠিত হয় কত সালে?

⏩উত্তরঃ ১১ জানুয়ারি, ১৯৭৪ সালে কুমিল্লায় ।

⏩ MOre এক নজরে শেখ হাসিনা ১০০ + প্রশ্ন।

প্রশ্মঃ- বাংলাদেশ মিলিটারি একাডেমী কুমিল্লা থেকে চট্টগ্রামের ভাটিয়ারীতে স্থানান্তরিত করা হয় কত সালে?

⏩উত্তরঃ ১৯৭৬ সালে।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়ােগ প্রাপ্তক কমিশন অফিসারের প্রথম পদবি কী?

⏩উত্তরঃ সেকেন্ড লেফটেন্যান্ট।

প্রশ্মঃ- গােপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানাের স্থানকে কী বলে?

⏩উত্তরঃ ব্লাক আউট।

প্রশ্মঃ- সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌ-বাহিনীর পদকে কী বলে?

⏩উত্তরঃ এডমিরাল ।

প্রশ্মঃ- বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কবে?

⏩উত্তরঃ ১৯৭৫ সালে।

প্রশ্মঃ- সর্বশেষ কবে বাংলাদেশে সামরিক শাসন জারি হয়?

⏩উত্তরঃ ১৯৮২ সালে।

প্রশ্মঃ- ‘সাের্ড অব অনার’ সম্মান প্রদান করা হয় কাকে?

⏩উত্তরঃ সেনাবাহিনীর ক্যাডেটদেরকে।

প্রশ্মঃ- বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথা থেকে?

⏩উত্তরঃ আর্মি স্টাফ কলেজ।

প্রশ্মঃ- বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত?

⏩উত্তরঃ ঢাকার মিরপুর সেনানিবাসে।

প্রশ্মঃ- Inter Service Selection Board (ISSB) কী?

⏩উত্তরঃ সামরিক বাহিনীতে নিয়ােগ ও বাছাই বাের্ড।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?

⏩উত্তরঃ ঢাকায়।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কী?

⏩উত্তরঃ ফিল্ড মার্শাল।

প্রশ্মঃ- বাংলাদেশের সামরিক সদর দফতর কোথায়?

⏩উত্তরঃ ঢাকার কুর্মিটোলায় ।

প্রশ্মঃ- টাস্কফোর্স’ কী?

⏩উত্তরঃ সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল।

প্রশ্মঃ- বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে?

⏩উত্তরঃ সুরাইয়া বেগম।

প্রশ্মঃ- প্রথমবারের মতাে ‘সাের্ড ভুব অনার’ এ ভূষিত মহিলা কে?

⏩উত্তরঃ মারজিয়া ইসলাম।

প্রশ্মঃ- সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশনপ্রাপ্ত অফিসার নিয়ােগ করা হয় কত সালে?

⏩উত্তরঃ ২০০০ সালে।

প্রশ্মঃ- বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতাে কতজন মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন?

⏩উত্তরঃ ২০ জন।

প্রশ্মঃ- স্থল বাহিনীর একটি প্লাটুনে কত সৈন্য থাকে?

⏩উত্তরঃ ৪৬ জন।

প্রশ্মঃ- সি-ব্যাট কী?

⏩উত্তরঃ বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।

প্রশ্মঃ- বাংলাদেশ মিগ-২৯ যুদ্ধ বিমান কিনে কোন দেশ হতে?

⏩উত্তরঃ রাশিয়া।

প্রশ্মঃ- মিগ-২৯’ বাংলাদেশ বিমান বাহিনীতে সংযােজিত হয় কবে?

⏩উত্তরঃ ২৩ মার্চ, ২০০২ সালে ।

WATCH VIDEO ON YOUTUBE

প্রশ্মঃ- সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কী নামে পরিচিত?

⏩উত্তরঃ অপারেশন ক্লিনহার্ট ।

প্রশ্মঃ- বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়?

⏩উত্তরঃ ১টি (যুক্তরাষ্ট্র)।

প্রশ্মঃ- ২০০৫ সালে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ৯ জন সেনা সদস্য কোন দেশে মারা যান?

⏩উত্তরঃ কঙ্গোর ইতুরি প্রদেশে (২৫ ফেব্রুয়ারি ২০০৫)।

BGB পরিক্ষায় ৫০ গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন ও উওর।

প্রিয় পাঠক আপনি যেন এই প্রশ্ন-উত্তর গুলো সৃতিতে ধরে রাখতে পারেন এবং আপনার স্বপ্ন যদি হয় একজন সৈনিক হিসাবে দেশের সেবা করবার তহলে যেন সেটি সফল হয়, সেই দোয়া রইলো। আপনার জ্ঞান হক অসিম।

প্রশ্ন গুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে অতি মূল্যবান। ভালোলাগলে একটি লাইক দিবেন প্লিজ। আর আপনি যদি চান যে আপনার মাধ্যমে আপনার কোন বন্ধু বা স্পেশাল কেউ এই তথ্য গুলো জানুক তাহলে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন।

°°°°°°°°°°°°°°°°°°°°Thank You°°°°°°°°°°°°°°°°°°°

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …