মৃত্যুর ১ বছর পরে স্বামী ফিরে এসেছেন গরু হয়ে; স্ত্রী ‘স্বামী’কে চিনে নিলেন আদরের ভঙ্গি দেখেই!

ঘাড়ের কাছে চুম্বন করে সিঁড়ি দিয়ে নেমে আসছিল। তা দেখে মুগ্ধ স্ত্রী। এবং নিমেষে চিনে নিলেন স্বামীকে।

‘স্ত্রী’র নাম খিম হাং। দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ার এই মহিলার বয়স ৭৪ বছর। এই বয়সেও প্রেম ও রোম্যান্টিক অনুভূতিতে ভরপুর তিনি। তিনি যাকে স্বামী হিসেবে নিমেষে চিনে নিয়েছেন, তিনি কিন্তু মানুষ নন, এক আস্ত গরু। যে গরুর আচরণ দেখে খিমের তাকে নিজের প্রয়াত স্বামী হিসেবে চিনে নিতে বিন্দুমাত্র ভুল হয়নি।

কী রকম আচরণ?

খিমের বয়ান এরকম– ‘গরুটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দিল। তারপর আমাকে আদর করে সিঁড়ি দিয়ে আমার পিছনে নামল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তার পর থেকেই আমার মনে হচ্ছে, আমার মৃত স্বামীই গরু হয়ে আমার কাছে ফিরে এসেছেন।’

খিমের স্বামী মারা গিয়েছেন গত বছর। এর মধ্যে একদিন একটি বাছুর খিমের মুখের কাছে মুখ এনে খিমকে ‘আদর করে’ (যে আদরকে প্রকারান্তরে ‘চুমু’) বলে দাবি খিমের। তারপর থেকেই খিমের কেন যেন মনে হচ্ছে, এই গরুই তাঁর মৃত স্বামী। তাঁর স্বামীরই পুনর্জন্ম হয়েছে গরুরূপে। তা মনে হওয়ায় আর দেরি করেননি তিনি। সটান বিয়েও করে নিয়েছেন গরুকে। গ্রামবাসীরাও উপস্থিত হয়েছিলেন খিমের সঙ্গে গরুর ওই বিয়েতে।

গরুটিকে বিয়ে করে নিজের ঘরেই তাকে রেখেছেন খিম। নিয়মিত স্নান করানো, খেতে দেওয়ার পাশাপাশি সব রকমের যত্ন নিচ্ছেন তিনি গরুটির। আরাম করে ঘুমানোর জন্য গরু-স্বামীর জন্য বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন!

Check Also

এক টুকরো কাপড়ের জন্য আমাদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে: মুসকান

ভারতের কর্নাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজ প্রাঙ্গনের একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, হিজাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *