হ’জের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ জে’লার মো. জাহাঙ্গীর কবির (৫৯) মা’রা গেছেন। ১১ জুন ম’ক্কায় তার মৃ’ত্যু হয়। তার পাসপোর্ট নম্বর: A01012228।
গত ৫ জুন থেকে মোট ৭ হাজার ৫৭৩ জন হ’জযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর এই প্রথম কোনো বাংলাদেশি হ’জযাত্রী মা’রা গেলেন। সৌদি আরবে নিযু’ক্ত মৌসুমি হ’জ অফিসার মোহাম্ম’দ মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সৌদিতে হ’জযাত্রী পরিবহনে ১২ জুন পর্যন্ত ১৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১টি, সৌদি এয়ারলাইনস ৫টি ও ফ্লাইনাস ৩টি ফ্লাইটে হ’জযাত্রী নিয়ে গেছে।
চাঁদ দেখা সা’পেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হ’জ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হ’জ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হ’জে যেতে পারবেন।
গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হ’জ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হ’জ ফ্লাইট শুরু হয়। হ’জ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।
এবার ধ’র্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হ’জ এজেন্সির মাধ্যমে হ’জ কার্যক্রম পরিচালিত হচ্ছে।