বহুরূপী হিরো আলম এবার নারীর বেশে!

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম একজন বহুরূপী মানুষ। ভক্তদের একের পর এক চমক উপহার দিয়েই চলেছেন তিনি। পর্দায়

বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাকে। কখনও টারজান, কখনও আবার দৈত্য রূপে হাজির হলেও এবার নারী রূপে হাজির হচ্ছেন হিরো আলম।

বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন অভিনেতা। সেখানে নারীর সাজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শিগগিরই নতুন নাটক চলে আসতাছে, দেখতে হলে চোখ রাখুন।’

ছবিতে হিরো আলমকে দেখা যাচ্ছে- কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছেন তিনি। আর গায়ে জড়িয়েছেন টকটকে লাল শাড়ি এবং কাঁধে লেডিস ব্যাগ নিয়ে নারীর মতন দাঁড়িয়ে আছেন।

About admin

Check Also

নিপুণের জন্য একরাতে ১৭ বার কল দেন শেখ সেলিম

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী …