জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘২৫ জুন সব জেলায় একসঙ্গে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উদযাপিত হবে। এটি দেশের মানুষের জন্য এক বড় চমক। এ ছাড়া ৩০ জুন পর্যন্ত সভাস্থলে উদযাপিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।’ শনিবার (১১ জুন) সকাল ১০টায় মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে। মানুষের সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে বিভিন্ন দফতর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে। সেগুলো কীভাবে নোঙর করা হবে, সে বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। জনগণকে কীভাবে সঠিক সেবা দেওয়া যায়, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে ৫০ বছরের ইতিহাসে এমন উৎসবমুখর অনুষ্ঠান হয়নি।’
তিনি আরও বলেন, ‘বাংলাবাজার ও শিমুলিয়া ঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন হয়ে না পড়ে, সে বিষয়েও শেখ হাসিনা সরকার উদ্যোগ গ্রহণ করেছে।’
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online