৪০০ পদে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-Ansar Job Circular

আনসার ব্যাটালিয়ন বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদ পূরণের লক্ষ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে। আজ আবার নতুন জব সার্কুলার প্রকাশ করেছে।আনসার ব্যাটালিয়ন ০১ টি পদে মোট ৪১৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করা যাবে ০৬ মে ২০২৩ ইং তারিখ সকাল ১০.০০ টা হতে ১৫ মে ২০২৩ ইং তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত।

এক নজরে আনসার ব্যাটালিয়ন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

পদের সংখ্যা: ৪১৮ জন

বয়স: ১৮-২২ বছর

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ

চাকরির ধরন : সরকারি

অফিসিয়াল ওয়েব সাইটে : www.ansarvdp.gov.bd

আবেদনের শুরু তারিখ: ০৬ মে ২০২৩

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৩

আবেদনের মাধ্যম: অনলাইনে

আবেদনের ঠিকানা: www.ansarvdp.gov.bd

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

পিডিএফ ডাউনলোড করুন 

বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

  1. ভিজিট করুন www.ansarvdp.gov.bd ওয়েবসাইট।
  2. ২৪তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার- ২০২২-২৩ এর আবেদন” অপশন-এ ক্লিক করুন।
  3. “আবেদন করুন” অপশন-এ ক্লিক করুন।
  4. এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করুন৷
  5. উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে প্রার্থী একটি রেফারেন্স আইডি (Referrence ID) পাবেন। এই রেফারেন্স আইডি এবং অনলাইনে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখুন।

বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোন অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকটি ০৬ মে, ২০২৩ খ্রিঃ তারিখ হতে ১৫ মে, ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০৯৬৪৩২০৭০০৪ নম্বরে যোগাযোগ করতে হবে।

আনসার ব্যাটালিয়ন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ

বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য অনলাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন। পরবর্তীতে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রার্থীগণ অনলাইনে উক্ত রেফারেন্স আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র, আবেদনপত্র ও প্রয়োজনীয় সকল সনদপত্র সহ উপস্থিত হবেন।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন

বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

উপযুক্ত প্রার্থী নির্বাচনের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এসব পরীক্ষার স্থান, তারিখ ও সময় নিচে দেওয়া হলো।

বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোন অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকটি ০৬ মে, ২০২৩ খ্রিঃ তারিখ হতে ১৫ মে, ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০৯৬৪৩২০৭০০৪ নম্বরে যোগাযোগ করতে হবে।

হেল্পলাইন/যোগাযোগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

হেল্পলাইন নম্বর: কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০৯৬৪৩২০৭০০৪ নম্বরে যোগাযোগ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.ansarvdp.gov.bd

আরও পড়ুন: ২৪ তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার পদে নিয়োগ-২০২৩, আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলার ২৩ তম ব্যাচ, আনসার ভিডিপি নিয়োগ ২০২৩ রেজাল্ট, আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলার কবে দিবে, আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, আনসার ভিডিপি নিয়োগ ২০২২ সার্কুলার apply, ansar vdp job circular 2023, www.ansar.vdp.gov.bd login, ansar vdp notice, ansar vdp website, ansar vdp apply, ansar vdp admit card, www.ansarvdp.gov.bd 2023, bangladesh ansar vdp news

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর সম্প্রতি অস্থায়ীভাবে ১ টি পদে মোট ৪০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু ১৯-০৬-২০২২ থেকে । আবেদন করা যাবে ০৭-০৭ -২০২২ পর্যন্ত।

আনসার নিয়োগ পদের নাম ও পদসংখ্যা: ব্যাটালিয়ন আনসার- ৪০০

আনসার আবেদনের যোগ্যতা: আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

আনসার নিয়োগ বা চাকরি আবেদনের বয়স: প্রার্থীর বয়স ০৭-০৭-২০২২ তারিখে ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে ।

আনসারে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (http://ansarvdp.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০৭-০৭-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

 

Tag: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি: Ansar Job Circular ২০২২, Ansar Job Circular ২০২২, Ansar Job Circular Ansar Job Circular, আনসার নিয়োগ আনসার নিয়োগ,  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ ২০২১ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ ২০২১,আনসার ভিডিপি প্রশ্ন ও উত্তর আনসার ভিডিপি প্রশ্ন ও উত্তর, আনসার ভিডিপি বেতন আনসার ভিডিপি বেতন, আনসার ভিডিপি ট্রেনিং ২০২২ আনসার ভিডিপি ট্রেনিং ২০২২, আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, আনসার সাধারণ জ্ঞান, আনসার সাধারণ জ্ঞান, আনসার নিয়োগ ২০২২, আনসার ভিডিপি, সাধারণ আনসার নিয়োগ ২০২১ ৪র্থ ধাপ,সাধারণ আনসার(পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন,আনসার ব্যাটালিয়ন,আনসার বাহিনীর নতুন খবর,আনসার ভিডিপি ওয়েবসাইট,সাধারণ আনসার নিয়োগ ২০২১ ২য় ধাপ

আনসার ভিডিপি সাধারণ জ্ঞান – প্রশ্ন-ও-উত্তর – আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার ভিডিপি কবে থেকে শুরু – আনসার ভিডিপি সাধারণ জ্ঞান

আনসার ভিডিপি কবে থেকে শুরু?

সচরাচর জিজ্ঞাসা

আমি কি সাধারন আনসারে চাকুরি করতে পারবো?

হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা থাকা সাপেক্ষে আনসারে চাকুরি করতে পারবেন ।

সাধারন আনসারে চাকুরি করতে কি কি যোগ্যতা লাগে ?

সাধারন আনসারে চাকুরি করতে নিন্মরূপ যোগ্যতা সম্পন্ন হতে হয়ঃ

ক)বয়সঃ ১৮ হতে ৩০ বছর। মুক্তিযুদ্ধের সেক্টর মনে রাখার কৌশল

খ) শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। তবে এসএসসি বা তদূর্ধ ডিগ্রীধারীগণকে প্রশিক্ষণ গ্রহণে অগ্রাধিকার দেয়া হয়।

গ) উচ্চতাঃ সর্বনিম্ন ১৬০ সেন্টিমিটার অর্থাৎ ৫- ৪’’ (পুরুষের ক্ষেত্রে) এবং সর্বনিম্ন ১৫০ সেন্টিমিটার অর্থাৎ ৫-০’’ (মহিলার ক্ষেত্রে)।

ঘ) প্রশিক্ষণঃ অবশ্যই ৭২ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহন করতে উর্ত্তীন হতে হবে।
(

ই) বুকের মাপঃ ৭৫ সেন্টিমিটার হইতে ৮০ সেন্টিমিটার অর্থাৎ ৩০”- ৩২”।

(ঈ) দৃষ্টি শক্তিঃ ৬/৬ ।

প্রশিক্ষনে অংশগ্রহন করতে সাথে কি কি আনতে হবে?

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ এবং চারিত্রিক ও নাগরিকত্ব সার্টিফিকেট দাখিল করতে হয়। · প্রশিক্ষণকালীন প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে থাকা, খাওয়া, পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয়।

এই প্রশিক্ষণের কোন ফি আছে?

এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোন সদস্যের নিকট হতে কোন অর্থ গ্রহণ করা হয় না।

প্রশিক্ষন শেষ করে আমি কোথায় কাজ করবো ?

এ প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী কেপিআই/গুরুত্বপূর্ণ সংস্থায় অংগীভূত হয়ে নিরাপত্তা বিধানের দায়িত্বপালন করে থাকে। · প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য/সদস্যাগণ দূর্গাপূজা, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য স্বল্পকালীন সময়ের জন্য অংগীভূত হয়ে থাকেন।

আমি কতদিন সাধারন আনসারে চাকুরি করতে পারবো ?

চাকুরি হওয়ার পর ৩ বৎসর

র্স্মাট র্কাড কি ?

র্স্মাট র্কাড হচ্ছে একধরনের প্রযুক্তিগুন সম্পন্ন র্কাড, এতে একজন আনসারের সকল চাকুরিগত তথ্য জমা থাকে।

আনসার ভিডিপি প্রশ্ন

আনসার ভিডিপি প্রশ্ন ও উত্তর

আনসার ভিডিপি সদর দপ্তর কোথায়

আনসার ভিডিপি নতুন মহাপরিচালক

আনসার ভিডিপি সম্পর্কে ৫টি বাক্য

আনসার ভিডিপি ট্রেনিং ২০২২

আনসার ভিডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়

আনসার ভিডিপি বেতন

About admin

Check Also

পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ, নেবে ১৫৪ জন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে একাধিক লোকবল নিয়োগের …