প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে এসে বিয়ে করেছেন আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা নামের এক যুবক। সোমবার (২৫ জুলাই) রাতে সনাতন ধর্মের রীতি অনুসারে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাসকে বিয়ে করেন তিনি।
কনের বাবা মারকুস দাস বলেন, ‘আমি গরিব মানুষ। আমার মেয়ের সঙ্গে ইতালির এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই যুবক ইতালি থেকে দেশে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত থাকলেও এখন বেশ আনন্দ লাগছে।’
কনে রত্না রানী দাস বলেন, ‘আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য সবই আশির্বাদ করবেন। আমরা যেন সারাজীবন এক সঙ্গে থাকতে পারি।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক ঠাকুরগাঁওয়ে এসে এক মেয়েকে বিয়ে করছেন বলে আমাদের কাছে খবর আসে। বিষয়টি জানতে পেরে আমরা সেখানে পুলিশ পাঠিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করি।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online