করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ – নিয়োগ পরীক্ষায় করোনা নিয়ে প্রশ্ন

করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ – নিয়োগ পরীক্ষায় করোনা নিয়ে প্রশ্ন: ২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়

এমসিকিউ

১. করোনা (কভিড-১৯) কোন ধরনের ভাইরাস?

ক) আরএনএ ভাইরাস

খ) ডিএনএ ভাইরাস গ) এমআরএনএ ঘ) আরএনএ+ডিএনএ

২. বাংলাদেশে প্রথম কত তারিখে করোনা রোগী শনাক্ত হয়?

ক) ৩ মার্চ, ২০২০ খ) ৮ মার্চ, ২০২০ গ) ২ এপ্রিল, ২০২০ ঘ) ৮ এপ্রিল, ২০২০৩. কোন দেশ থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়? করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাব প্রথম কোন দেশে দেখা দেয়?

ক) ইতালি খ) দক্ষিণ কোরিয়া গ) চীন ঘ) জাপান

৪. চীনের কোন প্রদেশে প্রথম করোনাভাইরাস দেখা যায়?

ক) উহান খ) উনবেন গ) সাংহাই ঘ) হুবেই

৫. ২০২০ সালের জানুয়ারিতে চীনের কোন শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়?

ক) হুবেই খ) উহান গ) বেইজিং ঘ) সাংহাই

৬. করোনাভাইরাসকে আন্তর্জাতিকভাবে কী নামে আখ্যায়িত করা হয়েছে?

ক)COVID-19 খ) NOVEL গ) CORONA-19 ঘ) NOVEL-19

৭. করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে?

ক) মিজৌরি খ) নিউ ইয়র্ক গ) ক্যালিফোর্নিয়া ঘ) আলাস্কা

৮. জাতিসংঘের কোন সংস্থাটি করোনাভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করে?

ক) ECOSOC খ) FAO গ) HRC ঘ) WHO

৯. বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম ব্যক্তি কবে মারা যায়?

ক) ১৮ মার্চ, ২০২০

খ) ২৮ মার্চ, ২০২০

গ) ১৮ এপ্রিল, ২০২০

ঘ) ২৮ এপ্রিল, ২০২০

১০. করোনাভাইরাসে পৃথিবীতে সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত আনুমানিক কত লোক মারা গিয়েছে?

ক) ১ মিলিয়ন খ) ২ মিলিয়ন গ) ২.৫ মিলিয়ন

ঘ) ২.৭ মিলিয়ন

১১. বাংলাদেশে এখন পর্যন্ত কতটি করোনা ভ্যাকসিনের টিকার অনুমোদন দেওয়া হয়? ক) ৪ খ) ৫ গ) ৬ ঘ) ৭

১২. করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের কোন দেশ প্রথম প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে?

ক) চীন খ) রাশিয়া গ) যুক্তরাষ্ট্র ঘ) ইসরায়েল

১৩. বাংলাদেশে কোন বছর বয়সসীমার গ্রুপের শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু হয়েছে?

ক) ১২-১৭ খ) ১২-১৮ গ) ১১-১৬ ঘ) ১১-১৮

১৪. করোনার টিকা উৎপাদনকারী ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা’ কোন দেশের প্রতিষ্ঠান?

ক) যুক্তরাজ্য খ) ভারত

গ) জার্মানি ঘ) যুক্তরাষ্ট্র

১৫. অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা সর্বপ্রথম ব্যবহারের অনুমতি দেয়—

ক) যুক্তরাজ্য খ) ভারত গ) জার্মানি ঘ) যুক্তরাষ্ট্র

১৬. রাশিয়া কর্তৃক উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের নাম কী?

ক) সিনোভ্যাক খ) কোভিশিল্ড গ) স্পুটনিক-ভি ঘ) ভস্টক

১৭. করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক ‘সিনোভ্যাক বায়োটেক’ কোন দেশের প্রতিষ্ঠান?

ক) চীন খ) রাশিয়া গ) যুক্তরাজ্য ঘ) যুক্তরাষ্ট্র

১৮. করোনাভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়? [জীবন বীমা করপোরেশনের কম্পিউটার অপারেটর-২০২১]

ক) চীন খ) যুক্তরাষ্ট্র গ) রাশিয়া ঘ) সৌদি আরব

১৯. করোনা প্রতিরোধে প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’-এর প্রস্তুতকারক কে? [নার্সিং অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০২১]

ক) যুক্তরাষ্ট্র খ) চীন গ) যুক্তরাজ্য ঘ) রাশিয়া

২০. বাংলাদেশে কভিড-১৯ টিকা কার্যক্রম ব্যবস্থাপনার ওয়েবসাইট বা অ্যাপ কোনটি?/কভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য-প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম কী?

ক) সুরক্ষা খ) বঙ্গভ্যাক্স গ) কভিড ঘ) সেবা

২১. কুর্মিটোলা হাসপাতালে রুনু ভেরোনিকা কস্তাকে টিকা প্রদানের মাধ্যমে কোন তারিখে বাংলাদেশে কভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়?

ক) ২০-০১-২০২১ খ) ২২-০৭-২০২১ গ) ২৫-০১-২০২১

ঘ) ২৭-০১-২০২১

২২. বাংলাদেশে প্রথমে করোনার কোন ভ্যাকসিন প্রয়োগ হয়েছে?

ক) ফাইজারের বায়োএনটেক খ) সিনোভ্যাকের করোনাভ্যাক

গ) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড

ঘ) জনসন অ্যান্ড জনসনের জনসেন

উত্তর মিলিয়ে নিন : ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. গ।

করোনা ভাইরাস নিয়ে সাধারণ জ্ঞান

১) করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উঃ মাথার মুকুট
২) কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উঃ ১৯৩০
৩) করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উঃ ১৯৬০
৪) WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019- nCOV?
উঃ ৭ জানুয়ারি,২০২০

৫) কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি,২০২০
৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উঃ ১১ মার্চ, ২০২০
৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উঃ SARS-COV-2
৯) বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স- করোনা ভাইরাস গোত্রের বলেন?
উঃ ৯জানুয়ারি,২০২০
১০) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উঃ ১১ মার্চ,WHO
১১) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উঃ ৮ মার্চ, ২০২০

১২) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উঃ ১৮ মার্চ,২০২০
১৩) সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়?
উঃ মাদারীপুর
১৪) আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬
১৫) IEDCR- পূর্ণরুপ কী?
উঃ Institute of Epidemiology, Diseases Control and Research.
১৬) IEDCR এর বর্তমান পরিচালক কে?
উঃ প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
১৭) IEDCR এর সদর দপ্তর কোথায়?
উঃ মহাখালী, ঢাকা।
১৮) PPE এর পূর্নরুপ কি?
উঃ Personal protective Equipment.
১৯) সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়?
উঃ সিঙ্গাপুর
২০)করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী?
উত্তরঃ সোয়াব স্টিক
২১) করোনাভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে?
উঃ WHO

২২)করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম কী?
উত্তরঃ জিআর কোভিড-১৯ ডট ব্লট
২৩) করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায় কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে?
উঃ ২০০টি
২৪) করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পরে?
উঃ ফ্রান্স
২৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উঃ ড. মইনুদ্দিন

২৬) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
উঃ হুমায়ুন কবির খোকন
২৭) করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উঃ লি ওয়েনলিয়াং
২৮) লি ওয়েনলিয়াং কবে মারা যান?
উঃ ৬ ফেব্রুয়ারী,২০২০
২৯) WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উঃ ৩০ জানুয়ারি,২০২০
৩০) করোনা ভাইরাসের ৭ম প্রজাতির নাম কি?
উঃ 2019 Novel Corona Virus

About admin

Check Also

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব – ৩

আমরা অনেকে জানিনা কে বাংলাদেশের প্রথম কিন্তু বিষয়টি জেনে রাখা খুব দরকার। এই বিষয়ে নিচে …