ঢাকার জমি-ফ্ল্যাটের মালিকরাই কালো টাকার মালিক: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঢাকায় জমি-ফ্ল্যাটের মালিকরাই কালো টাকার মালিক। এর জন্য দায়ী সরকার, দায়ী আমাদের সিস্টেম। আজ বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদপত্রকে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ঢাকায় যাদের জায়গা-জমি-ফ্ল্যাট আছে, তারা সবাই কালো টাকার মালিক। যে জমি আজ গুলশান এলাকায় কেনা হবে, সেই জমি যে দামে রেজিস্ট্রি করবেন, তার চেয়ে অনেক বেশি দাম হয় জমির। কিন্তু বেশি দামে তো রেজিস্ট্রি করতে পারবেন না। প্রত্যেক মৌজার জন্য দাম ঠিক করে দেওয়া আছে, এর বেশি দামে পারা যাবে না। সুতরাং যেটি পারা যাবে না, কালো টাকা তো সেখানেই হয়ে আছে। কে কালো টাকার বাইরে আছে?

মন্ত্রী আরও বলেন, কিন্তু যখন কালো টাকা দেশে নিয়ে আসার চেষ্টা করি তখন বলা হচ্ছে যে কালো টাকা সাদা করাকে প্রশ্রয় দিচ্ছি। আমি বারবার বলি অপ্রদর্শিত টাকা। এখানে লাজ-লজ্জার কিছু নাই। সরকার এ জন্য দায়ী। আমিও একসময় দায়িত্বে ছিলাম যে দাম বাড়ানো যায় কি না; কিন্তু দাম বাড়াতে পারিনি। যে দাম ছিল সে দামেই আছে।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।