নগদ হেল্পলাইন নাম্বার – Nagad helpline number

নগদ হেল্পলাইন নাম্বার – Nagad helpline number: আপনাদের জানাবো কীভাবে নগদ কাস্টমার কেয়ার নাম্বার জানতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য। নগদ একটি জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান।নগদ গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, ম্যানি ট্রান্সফার, মার্চেন্ট পেমেন্ট, এজেন্ট সার্ভিস, ইন্টারনেট ব্রাউজিং, নগদ কার্ড, নগদ লোন এবং নগদ ইনস্যুরেন্স সেবা প্রদান করে। নগদ একাউন্ট হেল্পলাইন নাম্বার নগদ হেল্পলাইন নম্বর টি এখন আমাদের অনেকর প্রয়োজন হয়। কেননা বাংলাদেশের নতুন মোবাইল ব্যাংকিং সেবা নগদের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। nagad customer care center number থেকে আপনি কিভাবে সাহায্য গ্রহন করবেন।

নগদ হেল্পলাইন নাম্বার – Nagad helpline number

সাধারণত নগদ কাস্টমার কেয়ারের নাম্বার দুটি হয়ে থাকে:-

  • প্রথমটি হলো-১৬১৬৭ এবং
  • দ্বিতীয়টি হলো- ০৯৬০৯৬১৬১৬৭।
  • তো আপনি এই দুটো নাম্বার এর মধ্যে যেকোনো একটি থেকে কল করে আপনি নগদ ব্যাংকিংয়ের কাস্টমারের সঙ্গে কথা বলতে পারবেন।
  • নগদ কাস্টমার কেয়ার ই-মেইল info@nagad.com.bd I
  • Head Office – ডেল্টা ডাহলিয়া টাওয়ার (লেভেল 13 এবং 14), 36 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-1213
  • নগদ কাস্টমার কেয়ার নাম্বার চিটাগং- +৮৮০-১৯৯১-৫৫৮৮৭৫।

নগদ ওয়েবসাইটঃ নগদ এর সাথে যোগাযোগ করা যাবে অফিসিয়াল ওয়েবসাইটের Contact Us পেজে প্রদত্ত কনটাক্ট ফর্ম ব্যবহার করে। nagad.com.bd/contact ওয়েবসাইটে প্রবেশ করলে একটি যোগাযোগের ফর্ম দেখতে পাবেন যা ব্যবহার করে নগদ এর কাছ থেকে যেকোনো তথ্য জানতে চাইতে পারেন কিংবা যেকোনো অভিযোগ জানাতে পারেন। উল্লেখিত ফর্মে আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, এবং অভিযোগ বা সমস্যা লিখে সাবমিট করুন।

Nagad helpline number

নগদ যেকোনো সমস্যা সম্পর্কিত জিজ্ঞাসার জন্য আপনি যেকোনো সময় নগদ কাস্টমার কেয়ার নাম্বার Nagad Customer Care Helpline এ যোগাযোগ করতে পারবেন।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার হলো Nagad Customer Care Number – 16167 অথবা 09609616167

নগদ কাস্টমার কেয়ারের মাধ্যমে আপনি যেসব সেবা পেতে পারেন:

  1. নগদ সেবা সম্পর্কে জানতে পারবেন।
  2. নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন।
  3. নগদ লোন, নগদ ইনস্যুরেন্স, নগদ কার্ড ইত্যাদির জন্য আবেদন করতে পারবেন।
  4. আপনার নগদ অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
  5. নগদ সেবা ব্যবহারে সমস্যা হলে সাহায্য পেতে পারবেন।

নগদ একাউন্ট কিভাবে খুলবেন

নগদ একাউন্ট খোলার ০২ টি সহজ উপায়:

  1.  মোবাইল ফোন দিয়ে: *১৬৭# ডায়াল করুন। তারপর ৪ অঙ্কের একটি পিন সেট করুন। পিন সেট করার সাথে সাথে আপনার নগদ একাউন্ট খুলে যাবে। আপনার মোবাইল নম্বরই হবে আপনার নগদ অ্যাকাউন্ট নম্বর।
  2. নগদ অ্যাপ ব্যবহার করে: গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন। তারপর অ্যাপটি ওপেন করে “নতুন একাউন্ট খুলুন” অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর ইনপুট করে “Next” বাটনে ক্লিক করুন। নগদ থেকে পাঠানো OTP (One Time Password) ইনপুট করে “Next” বাটনে ক্লিক করুন। ৪ অঙ্কের একটি পিন সেট করুন। পিন সেট করার সাথে সাথে আপনার নগদ একাউন্ট খুলে যাবে।

About Sotto TV

Check Also

সরকারি ছুটির তালিকা

সরকারি ছুটির তালিকা ২০২৪ সকল তালিকা

আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। তার মধ্যে দু’দিন পড়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *