পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নতুন আপডেট

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান পদ্মা সেতু:- জেনে রাখা ভাল
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।

১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

Recent:
প্রশ্ন : পৃথিবীর মােট বরফের ৯০ ভাগ যে মহাদেশে সঞ্চিত রয়েছে.?
উত্তর : এন্টার্কটিকা।
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে.?
উত্তর : বাের্নিও।
প্রশ্ন : এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর যে দেশ থেকে স্বাধীনতা লাভ করে.?
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : এশিয়ার সর্ব পূর্বের বিন্দু হচ্ছে.?
উত্তর : ডেজনেভ অন্তরীপ, রাশিয়া।
প্রশ্ন : নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘােষণা করা হয়.?
উত্তর : ২০০৬ সালে।
প্রশ্ন : মেমােগেট কেলেঙ্কারিতে জড়িত দেশ হচ্ছে.?
উত্তর : পাকিস্তান।

✬নিশীথ সূর্যের দেশ হলো — নরওয়ে।
✬সুর্যদয়ের দেশ বলা হয় – জাপান-কে।
✬পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ।
✬বিশ্বের প্রশস্ততম নদী – আমাজান।
✬সুমাত্রা দ্বীপ অবস্থিত – ভারত মহাসাগরে।
✬সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত – দক্ষিণ আটলান্টিক মহাসাগরে।
✬সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত – প্রশান্ত মহাসাগরে।
✬হোক্কাইডো দ্বীপ অবস্থিত – জাপানে।
✬জাফনা দ্বীপ অবস্থিত – শ্রীলঙ্কা।
✬পৃথিবীর ছাদ হলো — পামির মালভূমি।
✬এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় – ১৯৫৩ সালে।
✬বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় – ১৯৬৯ সালে।
✬সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে – ক্যালডীওরা।
✬পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রনয়ণ হয় – ব্যাবিলনে।

১। পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই হয় কত সালে?

উত্তর: ১৯৯৯ সালে।

২। পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় কত সালে?

উত্তর: ২০০৫ সালে জাপানিদের সহায়তায়।

৩। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কোথায়?

উত্তর: মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায়।

৪। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কত সালে?

উত্তর: ৪ জুলাই, ২০০১ সালে।

৫। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?

উত্তর: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে কোন দেশের সাথে চুক্তি হয়েছিল?

উত্তর: জাপানের সাথে, ৪ ডিসেম্বর, ২০০২ সালে। সমীক্ষার ব্যয় ধরা হয় প্রায় ৫৩ কোটি টাকা।

৭। পদ্মা সেতুর নকশা প্রনয়ণের কাজ শুরু হয় কত সালে?

উত্তর: ২ ফেব্রুয়ারী, ২০০৯ সালে।

৮। পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হয় কত সালে?

উত্তর: ২০০৯ সালে।

৯। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে কত কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছিল?

উত্তর: ১২০ কোটি ডলারের।

১০। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি হয় কত সালে?

উত্তর: এপ্রিল, ২০১১ সালে।

১১। পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বিশ্ব ব্যাংক কত সালে বাতিল করে?

উত্তর: ৩০ জুন, ২০১২ সালে।

১৩। পদ্মা সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয় কত সালে?

উত্তর: ১১ জানুয়ারি, ২০১১ সালে। (রেল লাইন হবে দ্বিতলবিশিষ্ট, সেতুর নিচ তলায়, স্প্যানের মধ্য দিয়ে)

১৪। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের সিদ্ধান্ত হয় কত সালে?

উত্তর: ৯ জুলাই, ২০১২ সালে।

১৫। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব ব্যাংককে চিঠি দিয়ে পদ্মাসেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয় কত সালে?

উত্তর: ৩১ জানুয়ারি, ২০১৩ সালে।

১৬। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করে কত সালে?

উত্তর: জুন, ২০১৩ সালে।

১৭। মাওয়া-জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ দেয় কোন সংস্থা?

উত্তর: জাপানের দাতা সংস্থা ‘জাইকা’, ২০০৪ সালে।

১৮। পদ্মা সেতু প্রকল্পে প্রথম ব্যয় একনেকে পাশ হয় কত সালে?

উত্তর: ২০০৭ সালে (ব্যয় ধরা হয়: ১০,১৬২ কোটি টাকা)।

১৯। পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় সংশোধন করা হয়েছে কত দফা?

উত্তর: ২ দফা।

২০। প্রথম দফা সংশোধনে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় কত টাকা?

উত্তর: ২০,৫০৭ কোটি টাকা, ২০১১ সালে।

২১। দ্বিতীয় দফা সংশোধনে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় কত টাকা?

উত্তর: ২৮,৭৯৩ কোটি টাকা, ২০১৬ সালে।

২২। ২০১৮ সাল পর্যন্ত পদ্মা সেতুতে কত টাকা ব্যয় হয়?

উত্তর: ৩০,১৯৩.৩৯ কোটি টাকা।

২৩। সেতু নির্মাণে সেতু বিভাগকে সরকার ঋণ দিয়েছে কত কোটি টাকা?

উত্তর: ২৯,৮৯৩ কোটি টাকা, (১% সুদে, ৩৫ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ)।

২৪। ২০২০-২১ অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ কত কোটি টাকা?

উত্তর: ৫ হাজার কোটি টাকা। (এটি সরকারের চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ)

২৫। পদ্মা সেতু প্রকল্পের নাম কি?

উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

২৬। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?

উত্তর: মোঃ শফিকুল ইসলাম।

২৭। পদ্মা সেতুর কাজ শুরু হয় কত সালে?

উত্তর: ৭ ডিসেম্বর, ২০১৪ সালে।

২৮। পদ্মা সেতু নির্মাণ ও নদী শাসন কাজের উদ্বোধন করেন কে?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।

২৯। পদ্মা সেতুর নকশা করে কোন দেশের কোম্পানী?

উত্তর: আমেরিকার এ.ই.সি.ও.এম (AECOM) কোম্পানী।

৩০। পদ্মা সেতু কি দিয়ে নির্মাণ করা হয়?

উত্তর: কংক্রিট আর স্টিল দিয়ে। (যা বিশ্বে প্রথম)

৩১। পদ্মা সেতু নির্মাণ করে কোন দেশের কোম্পানী?

উত্তর: চীন দেশের কোম্পানী।

৩২। পদ্মা সেতু কোন কোম্পানী নির্মাণ করে?

উত্তর: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন ‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী’।

৩৩। পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: ৬.১৫ কিলোমিটার।

৩৪। ভাঙার বর্ধিত অংশ সহ পদ্মা সেতুর সর্বমোট দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: ভাঙার বর্ধিত অংশ সহ দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার।

৩৫। পদ্মা সেতুর প্রস্থ কত মিটার?

উত্তর: ২২ মিটার (৭২ ফুট)।

৩৬। পদ্মা সেতুতে কি কি আছে?

উত্তর: পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট উপরে চার লেনের সড়ক, মাঝখানে রোড ডিভাইডার এবং নিচে রেল লাইন। এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহনের সুবিধা।

৩৭। পদ্মা সেতুর ভায়াডাক্ট কি?

উত্তর: পদ্মা সেতুর স্থলভাগের অংশকে বলা হয় ভায়াডাক্ট। ভায়াডাক্টে এসে যানবাহন ও ট্রেনের পথ আলাদা হয়ে মাটিতে মিশেছে।

৩৮। পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

উত্তর: ৩.১৮ কিলোমিটার।

৩৯। পদ্মা সেতুর ভায়াডাক্টে কতটি পিলার আছে?

উত্তর: ৮১টি।

৪০। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট?

উত্তর: ৬০ ফুট (প্রায় ১৮ মিটার)।

৪১। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট?

উত্তর: ৩৮৩ ফুট।

৪২। পদ্মা সেতুর অবস্থান কয়টি জেলার উপর?

উত্তর: ৩টি।

৪৩। পদ্মা সেতুর অবস্থান কোন কোন জেলার উপর?

উত্তর: মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর (শিবচর)।

৪৪। পদ্মা সেতুর সাথে সংযোগ হবে দেশের কোন অঞ্চল?

উত্তর: দেশের দক্ষিণ-পশ্চিমাংশের সাথে উত্তর-পূর্বাংশের অঞ্চল।

৪৫। পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কতটি?

উত্তর: ২৮৬ টি।

৪৬। পদ্মা সেতুর পাইলিং ও খুঁটির কিছু অংশে কোন দেশের সিমেন্ট ব্যবহার করা হয়েছে?

উত্তর: অস্ট্রেলিয়ার অতি মিহি সিমেন্ট ।

৪৭। পদ্মা সেতুর পাইলিং এর কাজে কোন দেশের হ্যামার ব্যবহার করা হয়?

উত্তর: জার্মানির মিউনিখে তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রো হ্যামার ব্যবহার করা হয়। যা নেদারল্যান্ডসের পোর্ট অব রটারড্যাম থেকে বাংলাদেশে আনা হয়।

৪৮। পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত হাইড্রো হ্যামারের শক্তি কতটুকু ছিল?

উত্তর: সর্বোচ্চ ৩০০০ কিলোজুল শক্তিসম্পন্ন।

৪৯। পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত হাইড্রো হ্যামারের ওজন কত টন?

উত্তর: ৩৮০ টন।

৫০। পদ্মা সেতুর পাইল সংক্রান্ত সমস্যার গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: কাউই (COWI), ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান।

৫১। পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা কতটি?

উত্তর: ৪২ টি। (নদীর ৪০টি পিলারের নিচের পাইল স্টিলের; আর ভাঙার দুইটির পাইল কংক্রিটের)

৫২। পদ্মা সেতুর প্রতি পিলারের জন্য কতটি পাইলিং করা হয়েছে?

উত্তর: ৬ টি । তবে মাটি জটিলার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।

৫৩। পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে। (যা বিশ্বে প্রথম)

৫৪। পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা কতটি?

উত্তর: ৪১ টি।

৫৫। পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত মিটার?

উত্তর: ১৫০ মিটার।

৫৬। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কত তারিখে?

উত্তর: ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সালে।

৫৭। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কোন কোন পিলারের উপর?

উত্তর: ৩৭ ও ৩৮ নং পিলারের উপর।

৫৮। পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান বসে কত তারিখে?

উত্তর: ১০ ডিসেম্বর, ২০২০ সালে।

৫৯। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসে কোন কোন পিলারের উপর?

উত্তর: ১২ ও ১৩ নং পিলারের উপর।

৬০। পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজে ব্যবহার করা ক্রেন এর নাম কি?

উত্তর: ‘তিয়ান-ই’, (এটি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন হিসেবে খ্যাত)।

৬১। পদ্মা সেতুতে ব্যবহৃত ক্রেন এর ধারণ ক্ষমতা কত টন ছিল?

উত্তর: ৩,৬০০ (তিন হাজার ছয়শত) টন।

৬২। পদ্মা সেতুতে ব্যবহৃত প্রতিটি স্প্যানের ওজন কত টন?

উত্তর: ৩,১৪০ (তিন হাজার একশত চল্লিশ) টন।

৬৩। পদ্মা সেতুর ভূমিকম্পের বিয়ারিংসংক্রান্ত ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ে’র সক্ষমতা কত টন?

উত্তর: ১০ হাজার টন। (যা বিশ্বে ২য় সর্বোচ্চ)

৬৪। পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্র কত রিখটার স্কেল পর্যন্ত?

উত্তর: ৯ রিখটার স্কেল পর্যন্ত।

৬৫। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তর: ১৪ কিলোমিটার। (জাজিরা ও মাওয়া)

৬৬। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পাড়ে কত কিলোমিটার?

উত্তর: ১২ কিলোমিটার।

৬৭। পদ্মা সেতুতে রেল সংযোগ লাইন থাকবে কতটি?

উত্তর: ১টি (মিটার ও ব্রডগেজ)

৬৮। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় হয়েছে কত কোটি টাকা।

উত্তর: ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

৬৯। পদ্মা সেতু নদী শাসনে চুক্তি হয়েছে কোন কোম্পানী?

উত্তর: চীনেরে সিনোহাইড্রো করর্পোরেশন (১১০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে)

৭০। পদ্মা সেতু প্রকল্পে তদারকির কাজ করছে কারা?

উত্তর: বাংলাদেশ সেনাবাহিনী এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে করর্পোরেশন (কেইসি)।

৭১। পদ্মা সেতুর দুই প্রান্তে কোন কোন অঞ্চল?

উত্তর: মাওয়া (মুন্সিগঞ্জ) এবং অপর প্রান্তে জাজিরা (শরিয়তপুর)।

৭২। পদ্মা সেতুতে রেল ছাড়া আরও কি কি সুবিধা রয়েছে?

উত্তর: গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহনের সুবিধা।

৭৩। পদ্মা সেতু বাস্তবায়িত হলে জিডিপি কত শতাংশ বৃদ্ধির আশা করা হয়েছে?

উত্তর: ১.২৩ শতাংশ।

৭৪। পদ্মা সেতু বাস্তবায়িতর হওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি কত শতাংশ বৃদ্ধির ধারণা করা হয়েছে?

উত্তর: ২.৩ শতাংশ।

৭৫। পদ্মা সেতু ঢাকার সাথে সংযোগ স্থাপন করবে দেশের কোন অঞ্চলের মানুষের।

উত্তর: দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষের।

৭৬। পদ্মা সেতু সংশ্লিষ্ট ঢাকা-যশোর রেলপথ প্রকল্পের দৈর্ঘ্য কত কিলোমিটার।

উত্তর: ১৭২ কিলোমিটার।

৭৭। পদ্মা সেতুতে দেশের প্রথম ব্যালাস্টবিহীন এলিভেটেড ভায়াডাক্ট রেল লাইন কত কি.মি.?

উত্তর: ২২ কিলোমিটার।

৭৮। পদ্মা সেতুতে রেল লাইন নির্মাণ কাজ উদ্বোধন হয় কত তারিখে?

উত্তর: ১৪ অক্টোবর, ২০১৮ সালে।

৭৯। পদ্মা সেতুর রেল লাইন প্রকল্প তৈরিতে অর্থায়ন করছে কোন দেশ?

উত্তর: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড – চীনা G2G

৮০। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয় কত সালে?

উত্তর: ৩ মে, ২০১৬ সালে।

৮১। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ব্যয় ধরা হয় কত কোটি টাকা।

উত্তর: ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা।

৮২। পদ্মা সেতুর রেল সংযোগে অর্থ সহায়তা দিচ্ছে কোন ব্যাংক?

উত্তর: চীন দেশের এক্সিম ব্যাংক (২৪ হাজার ৭৪৯ কোটি টাকা)।

৮৩। পদ্মা সেতুর রেল প্রকল্পটি তত্ত্বাবধান করছে কে?

উত্তর: বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট।

৮৪। পদ্মা সেতু প্রকল্পের জন্য কোন ব্যাংকে হিসাব খোলা হয়েছে?

উত্তর: অগ্রণী ব্যাংকে। (এই ব্যাংক হিসাবে জমা হওয়া টাকাকে ডলারে রূপান্তর করবে ব্যাংকটি)

৮৫। পদ্মা সেতু বিশ্বের বৃহত্তর সড়ক সেতুর তালিকায় কততম?

উত্তর: ২৫তম।

৮৬। পদ্মা সেতু এশিয়া মহাদেশের কততম বৃহত্তর সড়ক সেতু?

উত্তর: ২য় তম।

৮৭। এশিয়ার প্রথম বৃহত্তর সড়ক সেতু কোন দেশে কত কি.মি?

উত্তর: চীনের হংজুং বে সেতু, ৩৫ কি.মি.।

৮৮। পদ্মা সেতুর নির্মাণ কাজ কত সালে শেষ হওয়ার আশার করেছে?

উত্তর: ২০২১ সালের ডিসেম্বরে।

(তবে, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় লেগে যাবে।)

৮৯। পদ্মা সেতু কত তারিখে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে?

উত্তর: জুন, ২০২২ সালে ( মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামা বলেছেন, ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে)।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আপডেট ২০২২

পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো হইনি। কাজ শেষ হলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হবে। স্বপ্নের এই সেতু নিয়ে আজকের আয়োজন।
প্রশ্মঃ- পদ্মা সেতুর অবস্থান কোথায়?

⏩উত্তরঃ – মাওয়া (মুন্সিগঞ্জ) -জাজিরা (শরীয়তপুর)।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আপডেট ২০২২

প্রশ্মঃ- পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?

⏩উত্তরঃ – ৪ জুলাই, ২০০৯ সালে।

পদ্মা সেতু সংযুক্ত করবে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে।

প্রশ্মঃ- পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

⏩উত্তরঃ – ৬.১৫ কিলোমিটার।

প্রশ্মঃ- পদ্মা সেতুর গ্রন্থ কত?

⏩উত্তরঃ – ১৮.১ মিটার।

প্রশ্মঃ- পদ্মা সেতুর উচ্চতা কত?

⏩উত্তরঃ – ১৩.৬ মিটার।

প্রশ্মঃ- পদ্মা সেতুর পানির স্তর থেকে উচ্চতা কত?

⏩উত্তরঃ – ৬০ ফুট।

প্রশ্মঃ- পদ্মা সেতুর সড়ক সংযোগ দুই প্রান্তের দৈর্ঘ্য কত?

⏩উত্তরঃ – ১৪ কিলোমিটার।

প্রশ্মঃ- পদ্মা সেতুর লেন কত?

⏩উত্তরঃ – ৪টি

প্রশ্মঃ- পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

⏩উত্তরঃ – ৪২টি (পানিতে থাকবে ৪০টি)

প্রশ্মঃ- পদ্মা সেতুর আয়ুকাল কত?

⏩উত্তরঃ – ১০০ বছর।

প্রশ্মঃ- পদ্মা সেতুর ধরণ কেমন?

⏩উত্তরঃ – দ্বিতল (উপরে সড়ক এবং নিচে রেলপথ)

প্রশ্মঃ- পদ্মা সেতুর মোট নির্মাণ ব্যয় কত?

⏩উত্তরঃ – ২৮, ৭৯৩.৩৯ কোটি টাকা।

প্রশ্মঃ- পদ্মা সেতুতেমূল সেতু নির্মাণ ব্যয় কত?

⏩উত্তরঃ – ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা

প্রশ্মঃ- পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা মাত্রা কত?

⏩উত্তরঃ – রিখটার স্কেলে ৯.

প্রশ্মঃ- পদ্মা সেতুতে কর্মরত একমাত্র বাঙ্গালী নারী প্রকৌশলীর নাম কি?

⏩উত্তরঃ – ইশরাত জাহান ইশি।

প্রশ্মঃ- পদ্মা সেতুর সাথে প্রত্যক্ষভাবে জড়িত জেলা সংখা কতটি?

⏩উত্তরঃ – ৩টি (মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর)

প্রশ্মঃ- পদ্মা সেতু নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?

⏩উত্তরঃ – চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী লি.

• নদী শাসন- মাওয়া-জাজিরা দুই প্রান্তে ১২ কিলোমিটার নদী শাসনের কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো।

• নৌ চলাচল- রেলপথ থেকে নদীর পানির মাঝে ফাঁকা থাকবে ১৮ মিটার।

• বিশ্বে ২৫তম- বিশ্বে দীর্ঘতম সড়ক সেতুগুলোর মধ্যে পদ্মা সেতুর অবস্থান ২৫তম।

• পন্দা সেতু যুক্ত করবে- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সাথে ঢাকাকে।

জড়িত সংস্থা,

• বিশ্ব ব্যাংক।

• জাইকা।

• আইডিবি।

• এডিবি।

প্রশ্মঃ- দেশের দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হবে কোথাই?

⏩উত্তরঃ – পাটুরিয়া (মানিকগঞ্জ) গোয়ালন্দ (রাজবাড়ি) ।

• পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প,

প্রস্তাবিত রেললাইনটি ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে যাওয়া-ভাঙ্গা-কাশিরানী-নড়াইল হয়ে যশোর রেলওয়ে জংশনে যুক্ত হবে। আর এ রেলপথটি সম্পন্ন হলে ঢাকা থেকে যশোর পর্যন্ত দূরত্ব হবে মাত্র ১৬৬ কিলোমিটার। ট্রান্স এশিয়া রেলপথের সঙ্গে যুক্ত হবে এ লাইনটি। ১৬৬ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ নির্মাণে ব্যয় হবে ৩৪ হাজার ২৪৭ কোটি টাকা।

প্রশ্ন গুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে অতি মূল্যবান। ভালোলাগলে একটি লাইক দিবেন প্লিজ। আর আপনি যদি চান যে আপনার মাধ্যমে আপনার কোন বন্ধু বা স্পেশাল কেউ এই তথ্য গুলো জানুক তাহলে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।